আগামী ২৪ ঘন্টায় দক্ষিণবঙ্গের ৮ জেলায় রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা

নিজস্ব প্রতিবেদন : তীব্র দাবদাহে নাজেহাল হয়ে উঠেছে দক্ষিণবঙ্গের বাসিন্দাদের। দিনরাত কোন ক্ষেত্রেই স্বস্তি মিলছে না। পরিস্থিতি এমনই যে চাতকের মত বৃষ্টির দিকে তাকিয়ে রয়েছেন সকলে। যদিও শনিবার দিনভর তীব্র দাবদাহের পর দু-এক পশলা বৃষ্টি লক্ষ্য করা যায় বিভিন্ন জায়গায়।

ইতিমধ্যেই কেরলে প্রবেশ করেছে বর্ষা। আর এই বর্ষা আগামী ১১ জুন পশ্চিমবঙ্গে প্রবেশ করতে পারে বলে আবহবিদদের পূর্বাভাস। শুক্রবার উত্তর বঙ্গোপসাগরে তৈরি হবে নতুন করে একটি নিম্নচাপ। সেই নিম্নচাপের হাত ধরেই পশ্চিমবঙ্গে প্রবেশ করবে বর্ষা। এমনটাই জানিয়েছে হাওয়া অফিস।

আর এই বর্ষা প্রবেশের আগে পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায় আগামী কয়েকদিন প্রাক বর্ষার বৃষ্টি লক্ষ্য করা যাবে। তবে এই প্রাক বর্ষার বৃষ্টিতেও স্বস্তি মিলবে না রাজ্যের বাসিন্দাদের। বাতাসে অতিরিক্ত জলীয়বাষ্প থাকার কারণে এই অস্বস্তিকর পরিবেশ এখনও বেশ কয়েকটা দিন বজায় থাকবে।

অন্যদিকে হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গের ৮ জেলা এবং উত্তরবঙ্গের ৭ জেলায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে আগামী সপ্তাহ থেকে পশ্চিমবঙ্গের অধিকাংশ জেলাতেই বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে।

আগামী ২৪ ঘণ্টায় যেসকল জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেগুলি হল, দক্ষিণবঙ্গের উত্তর ২৪ পরগনা, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়া এবং উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদায়।

হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে, আগামী ১১ জুন উত্তর বঙ্গোপসাগরে যে নিম্নচাপ তৈরি হবে নিম্নচাপের হাত ধরেই রাজ্যের ঢুকবে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু। আর এই দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু রাজ্যে প্রবেশ না করা পর্যন্ত স্বস্তির নিঃশ্বাস ফেলা সম্ভব নয়।