মহাকাশে বিরল দৃশ্য, দেখা যাবে খালি চোখেই, মুখিয়ে রয়েছেন কৌতুহলীরা

নিজস্ব প্রতিবেদন : মহাকাশে প্রতিনিয়ত ঘটে থাকে নানান ঘটনা। তবে আমজনতা সেই সকল ঘটনার সাক্ষী হওয়ার সবসময় সুযোগ পায় না। সম্প্রতি মহাকাশে এই রকমই বিরল দৃশ্য দেখার সুযোগ এসেছে। এবার সেই বিরল দৃশ্য দেখা যাবে খালি চোখেই। যে কারণে মুখিয়ে রয়েছেন কৌতুহলীরা।

শনিবার রাতের আকাশে দেখা মিলবে এই বিরল দৃশ্যের। এই দিন চাঁদের খুব কাছাকাছি দেখা যাবে প্রতিবেশী গ্রহ বৃহস্পতিকে দেখা যাবে। শনিবার মাঝরাতে চাঁদের কাছাকাছি আসবে বৃহস্পতি। পূর্ব উত্তর-পূর্ব দিকে বেশ পরিস্কার দেখা যাবে এই গ্রহকে। তারপর সারারাত চাঁদ এবং বৃহস্পতিকে একসঙ্গে লক্ষ্য করা যাবে। গতকাল অর্থাৎ শুক্রবারও এমন একটি বিরল দৃশ্যের সাক্ষী থেকেছে পৃথিবী। সেদিন চাঁদের কাছাকাছি এসেছিল পৃথিবীর প্রতিবেশী গ্রহ শনি।

মহাজাগতিক এই সকল ঘটনাকে বলা হয়ে থাকে ‘কনজাংশন’। এই নামকরণ হয় যখন রাতের আকাশে দুই অথবা ততোধিক জ্যোতিষ্ককে খুব কাছাকাছি দেখা যায়। আর এই সকল মহাজাগতিক দৃশ্য দেখার জন্য মুখিয়ে থাকেন মহাকাশপ্রেমীরা। অন্যান্য সময় এই সকল দৃশ্য দেখার ক্ষেত্রে টেলিস্কোপ প্রয়োজন হয়ে থাকে। তবে এবার খালি চোখেই এই দৃশ্য দেখার সুযোগ রয়েছে।

এর আগে গত বছর ২১ ডিসেম্বর কাছাকাছি দেখা গিয়েছিল বৃহস্পতি এবং শনিকে। এমন বিরল ঘটনা ঘটেছিলো প্রায় ৪০০ বছর পর। এমনিতে এই দুই গ্রহ দুই দশক পর কাছাকাছি আসে। তবে এতটা কাছাকাছি আসার ঘটনা সচরাচর চোখে পড়ে না। তবে শনিবার রাজ্যের অধিকাংশ জেলাতে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এমত অবস্থায় মেঘলা আকাশ থাকলে এই বিরল ঘটনা থেকে বঞ্চিত হতে পারেন বাঙালিরা।