ফের ১০টি নতুন বন্দে ভারত নামছে ট্র্যাকে, পাচ্ছে বাংলাও, জানুন কোন রুটে দৌঁড়াবে

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : ব্রিটিশ আমলের রেলের (Indian Railways) পরিকাঠামোয় ধীরে ধীরে আমূল পরিবর্তন আসছে। এখন ভারতীয় রেল ধীরে ধীরে আধুনিক থেকে অত্যাধুনিক হওয়ার পথে হাঁটতে শুরু করেছে। ভারতীয় রেলের এমন অত্যাধুনিক পথে হাঁটার শুরুটা হয় মূলত বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express) ট্রেনের হাত ধরে।

Advertisements

ভারতীয় রেল সম্পূর্ণ নিজস্ব প্রযুক্তিতে তৈরি করেছে বন্দে ভারত এক্সপ্রেস। এই ট্রেনটি এই মুহূর্তে দেশের সবচেয়ে দ্রুতগামী ট্রেন। এর পাশাপাশি এই ট্রেনের লুক থেকে শুরু করে পরিষেবা সবকিছুই অন্যান্য ট্রেনের থেকে আলাদা। বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনটি মানুষের মনে এতটাই নজর কেড়েছে যে, এই ট্রেন পাশ দিয়ে পেরিয়ে গেলেও দাঁড়িয়ে দেখতে দেখা যায় সাধারণ পথ চলতি মানুষদেরও। পাশাপাশি সবাই চান তাদের রুটেও যেন একটি বন্দে ভারত চলে।

Advertisements

ভারতীয় রেলের তরফ থেকে বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের চাহিদা ধাপে ধাপে পূরণ করা হচ্ছে। ইতিমধ্যেই দেশের ৩৪টি রুটে চালানো হচ্ছে অত্যাধুনিক এই ট্রেনটি। আগামী দিনে নতুন করে আরও ১০টি বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন নামানো হতে চলেছে, এমনটাই জানা যাচ্ছে সূত্র মারফৎ। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল, এই ১০টি নতুন বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের মধ্যে একটি চলবে বাংলা অর্থাৎ পশ্চিমবঙ্গ থেকে।

Advertisements

আরও পড়ুন ? শ্রীরাম ভক্তদের জন্য সুখবর! ‘এই’ স্টেশন থেকে বন্দে ভারতে চড়েই যাওয়া যাবে অযোধ্যা

তেলেঙ্গানার এক সংবাদ মাধ্যমের তরফ থেকে দাবি করা হয়েছে, নতুন যে বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনগুলি ট্র্যাকে নামতে চলেছে তার মধ্যে একটি সেকেন্দ্রাবাদ থেকে পুণের মধ্যে যাতায়াত করবে। দক্ষিণ মধ্য রেলওয়ের তরফ থেকে নতুন এই ট্রেনটি চালানোর জন্য সমস্ত রকম প্রস্তুতি সাড়া হয়ে গিয়েছে বলেও দাবি করা হচ্ছে। এখন প্রশ্ন হল বাকি ৯টি বন্দে ভারত এক্সপ্রেস কোন কোন রুটে চলবে এবং বাংলার কোন রুটে চলবে নতুন আরও একটি বন্দে ভারত এক্সপ্রেস?

বাকি ৯টি বন্দে ভারত এক্সপ্রেস যে সকল রুটে নামবে বলে জানা যাচ্ছে সূত্র মারফত সেই সকল রুটগুলি হল, বারাণসী-লক্ষ্নৌ, দিল্লি-অমৃতসর, মাডগাওঁ-ম্যাঙ্গালুরু, মুম্বই-কোলাপুর, পুণে-ভদোদরা, ইন্দোর-সুরাট, মুম্বই-জালনা, টাটানগর-বারাণসী। পশ্চিমবঙ্গ থেকে নতুন যে বন্দে ভারত চলাচল শুরু হবে বলে জানা যাচ্ছে সেটি যাতায়াত করবে নিউ জলপাইগুড়ি থেকে পাটনা। তবে এই নতুন ১০টি বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন নিয়ে এখনো পর্যন্ত রেলের তরফ থেকে অফিশিয়ালি কোন বিবৃতি দেওয়া হয়নি।

Advertisements