Weather Satellite by ISRO: ঝড়-বৃষ্টি থেকে ঘূর্ণিঝড়, দেশবাসীদের রক্ষা করবে ISRO, শনিবারই নেওয়া হলো বড় পদক্ষেপ

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : ঝড়-বৃষ্টি, ঘূর্ণিঝড় অথবা আবহাওয়ার অন্য কোন পূর্বাভাস (Weather Report) নিয়ে এমনিতেই এখন হাওয়া অফিসের (IMD) তরফ থেকে নিখুঁত আপডেট পাওয়া যাচ্ছে। যে কারণে একদিকে যেমন দেশের লক্ষ লক্ষ, কোটি কোটি মানুষ এমন প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা পাচ্ছেন ঠিক সেই রকমই কৃষিকাজ ইত্যাদির সঙ্গে যুক্ত মানুষেরা আগাম আবহাওয়া পূর্বাভাস পেয়ে ব্যবস্থা গ্রহণ করছেন।

Advertisements

আবহাওয়া সংক্রান্ত এই ধরনের আপডেট মূলত দেওয়া হয়ে থাকে বিভিন্ন ধরনের স্যাটেলাইটের মাধ্যমে। আগামী দিনে আবহাওয়া সংক্রান্ত এই পূর্বাভাস যাতে আরও নিখুঁত হয় এবং দেশের কোটি কোটি মানুষ যাতে উপকৃত হন তার জন্য এবার আরও বড় পদক্ষেপ নিল ভারতীয় মহাকাশ গবেষণাগার ইসরো (ISRO)। তাদের তরফ থেকে শনিবার নতুন একটি স্যাটেলাইট উৎক্ষেপণ করা হয়েছে।

Advertisements

শনিবার ইসরো যে স্যাটেলাইট উৎক্ষেপণ করে সেই স্যাটেলাইটের দৌলতে তারা আবার নতুন করে চর্চায় এসেছে। ঠিক যেমনটা চন্দ্রযান ৩ এবং আদিত্য এল১ উৎক্ষেপণের ক্ষেত্রে চর্চায় এসেছিল। আসলে শনিবার ইসরো যে স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে সেই স্যাটেলাইটের সঙ্গে মানুষের জীবন জীবিকা সবই জড়িয়ে রয়েছে। এই স্যাটেলাইটের মাধ্যমে আবহাওয়ার আরও নিখুঁত পূর্বাভাসের পরিপ্রেক্ষিতে মানুষের জীবন আরও সহজ হতে চলেছে।

Advertisements

আরও পড়ুন ? Ram Mandir Picture by ISRO: শুধু পৃথিবী নয়, মহাকাশ থেকেও দেখা যাচ্ছে অযোধ্যার রাম মন্দির! ছবি প্রকাশ করল ইসরো

শনিবার ইসরোর তরফ থেকে যে স্যাটেলাইট উৎক্ষেপণ করা হয় তার নাম ‘নটি বয়’। ইসরোর বিজ্ঞানীদের থেকে জানা গিয়েছে, নতুন এই উপগ্রহটি প্রাকৃতিক দুর্যোগ সম্পর্কে আরও নিখুঁতভাবে পূর্বাভাস দিতে সক্ষম। মহাকাশ থেকেই এই উপগ্রহ মাটি, সমুদ্রের উপর নজরদারি চালাবে। আর সেই নজরদারি চালানোর পরিপ্রেক্ষিতে যে সকল তথ্য উঠে আসবে সেই সকল তথ্য হাওয়া অফিসকে পাঠাবে এবং অফিসের তরফ থেকে আরও নিখুঁতভাবে আবহাওয়ার পূর্বাভাস জানাতে সক্ষম হবে।

ইসরোর বিজ্ঞানীদের তরফ থেকে জানা গিয়েছে, শনিবার বিকাল ৫ঃ৩৫ মিনিটে অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার স্পেস সেন্টার থেকে নটি বয় স্যাটেলাইটের উৎক্ষেপণ সফল হয়েছে। এই স্যাটেলাইট কেবলমাত্র ঘূর্ণিঝড় অথবা ঝড়-বৃষ্টি নিয়েই পূর্বাভাস দেবে না, এর পাশাপাশি এই স্যাটেলাইট ভূমিকম্প, সুনামি, আগ্নেয়গিরি বিস্ফোরণ থেকে শুরু করে ভূমিধস ইত্যাদির বিষয়েও পূর্বাভাস দেবে।

Advertisements