Balurghat to Delhi Train: আরও সহজে যাওয়া যাবে দিল্লি! বাংলার এই স্টেশন থেকে নতুন ট্রেন ঘোষণা রেলের

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : কম খরচ এবং কম সময়ে স্বাচ্ছন্দে এক জায়গা থেকে অন্য জায়গা যাত্রীদের পৌঁছে দেওয়ার জন্য রেল পরিষেবার বিকল্প কিছু হয় না। যে কারণেই দিন দিন ভারতীয় রেলের (Indian Railways) চাহিদা বেড়ে চলেছে। ভারতীয় রেলের চাহিদা বৃদ্ধির পাশাপাশি রেলের তরফ থেকেও আমজনতার চাহিদা মেটানোর চেষ্টা চালানো হচ্ছে প্রতিনিয়ত।

Advertisements

ভারতীয় রেলের তরফ থেকে সাম্প্রতিককালে বিভিন্ন রুটে নতুন নতুন ট্রেন চালানোর বন্দোবস্ত করা হচ্ছে। সম্প্রতি যে সকল নতুন ট্রেনের সূচনা হয়েছে তার মধ্যে একাধিক ট্রেন চালু হয়েছে বাংলা থেকে। আর এসবের মধ্যেই শনিবার ফের নতুন একটি ট্রেন চালানোর ঘোষণা করে দিল রেল। এই ট্রেনটি বাংলা থেকে সোজা দিল্লির উদ্দেশ্যে ছুটে যাবে।

Advertisements

পশ্চিমবঙ্গের সীমান্ত লাগোয়া দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট থেকে নতুন দিল্লিগামী (Balurghat to Delhi Train) ট্রেন চালানোর ঘোষণা করা হয়েছে। এর আগে পর্যন্ত বালুরঘাট থেকে দিল্লি কোন সরাসরি ট্রেন ছিল না। তবে দীর্ঘদিন ধরেই স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে পার্শ্ববর্তী এলাকার মানুষদের দিল্লির জন্য একটি ট্রেনের দাবি ছিল। অবশেষে ভোটের আগে সেই দাবি পূরণ হল রেলের ঘোষণায়।

Advertisements

আরও পড়ুন ? Level Crossings: ট্রেন পার হওয়ার জন্য আর দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা নয়, এবার পূর্ব রেল নিল দারুণ ব্যবস্থা

যদিও রেলের তরফ থেকে নতুন এই ট্রেনের ঘোষণা করে দিলে এখনো পর্যন্ত ট্রেনটি কবে থেকে চালু হবে, সেই বিষয়ে কোনো ঘোষণা করা হয়নি। মনে করা হচ্ছে ভোটের দিনক্ষণ ঘোষণার পরিপ্রেক্ষিতে যেহেতু মডেল কোড অফ কন্ডাক্ট চালু হয়ে যায়, তাই নতুন ঘোষণা করা যাবে না। এরই পরিপ্রেক্ষিতে তড়িঘড়ি শনিবার ট্রেনটির ঘোষণা করা হয়েছে। ট্রেনটি ভোট চলাকালীন অথবা ভোটের পরেই চালু হয়ে যাবে।

বালুরঘাট থেকে দিল্লি দুটি নম্বরে ট্রেন সপ্তাহে তিন দিন ও চার দিনের ভিত্তিতে সাত দিনই চালানো হবে বলে জানা যাচ্ছে রেল সূত্রে। এছাড়াও রেল সূত্রে জানা গিয়েছে, ফারাক্কা এক্সপ্রেস ট্রেনটি কেউ বালুরঘাট থেকে চালানো হবে। এর ফলে বালুরঘাটের বাসিন্দারা অনেক সহজেই দিল্লির পাশাপাশি পাঞ্জাব পর্যন্ত যাতায়াত করতে পারবেন।

Advertisements