Dumdum Road joining new bridge: আরও সহজে ওঠা যাবে দমদম রোডে, ২২ কোটি টাকায় চালু হয়ে গেল নতুন সেতু

নিজস্ব প্রতিবেদন : যোগাযোগ ব্যবস্থা যাতে আরও উন্নত হয় তার জন্য রাজ্যের বিভিন্ন জায়গায় নতুন নতুন সেতু থেকে ফ্লাইওভার, রাস্তা তৈরি করার কাজ চালাচ্ছে রাজ্য সরকার (West Bengal Government)। ঠিক সেই রকমই এবার রাজ্য সরকারের তরফ থেকে একটি নতুন সেতুর উদ্বোধন করা হলো এবং সেই নতুন সেতুর উদ্বোধনের ফলে দমদম রোডে (Dumdum Road) ওঠা অনেক সহজ হবে।

সোমবার এই সেতুর উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। তিনি ভার্চুয়ালি এই সেতুর উদ্বোধন করেন। এই সেতুর উদ্বোধনের পর থেকেই সাধারণ মানুষ থেকে শুরু করে যানবাহন সেতুর ওপর দিয়ে চলাচল শুরু করে। যে সেতুর কথা বলা হচ্ছে সেই সেতুটি তৈরি করা হয়েছে দমদম রোডের বাগজোলা খালের উপর।

দমদম রোডের বাগজোলা খালের উপর সেতু আগেও ছিল। তবে সেই সেতুর স্বাস্থ্যের অবস্থা খারাপ হওয়ার কারণে ২০২১ সালের ১২ আগস্ট থেকে বাস, লরি সহ ভারী যানবাহন চলাচল নিষিদ্ধ করে দেওয়া হয়েছিল। এই সেতুর স্বাস্থ্যের অবনতি হওয়ার কারণে সেতুটিকে ভেঙ্গে ফেলার পরামর্শ দেওয়া হয়েছিল এবং সেই পরামর্শের পরিপ্রেক্ষিতে ২০২৩ সালের এপ্রিল মাস থেকে পুনরায় এই সেতু তৈরির কাজ শুরু করা হয়েছিল। অবশেষে সেই সেতু সোমবার উদ্বোধন হলো।

আরও পড়ুন 👉 Kolkata Metro: ৪০০০ কোটি টাকার বেশি বিনিয়োগ কলকাতা মেট্রোয়, জোর দেওয়া হচ্ছে এই দুই রুটে

নতুন যে সেতুটির উদ্বোধন হয়েছে সেই সেতুটি ৫৫ মিটারের লম্বা এবং ফুটপাত নিয়ে ১৩.৮ মিটার চওড়া। এই সেতু তৈরি করার জন্য পূর্ত দপ্তরের তরফ থেকে ২২ কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল। ২০২৩ সালের ১৩ এপ্রিল থেকে এই সেতু নির্মাণের কাজ শুরু হওয়ার পর পুরোপুরিভাবে যাতায়াত বন্ধ করে দেওয়া হয়েছিল। ফলে স্থানীয় বাসিন্দা থেকে অন্যান্য প্রত্যেককেই ঘুরপথে যাতায়াত করতে হচ্ছিল। ঘুর পথে যাতায়াতের ফলে ভোগান্তি পেরেছিল স্বাভাবিকভাবেই। এবার এই সেতুর উদ্বোধনের ফলে ভোগান্তি দূর হলো এবং সহজেই হনুমান মন্দির সংলগ্ন এলাকা থেকে দমদম রোডে ওঠা যাবে।

নতুন সেতু উদ্বোধনের পর থেকে এবার নাগেরবাজার থেকে বাস চলাচল শুরু হয়ে গিয়েছে এবং দমদম স্টেশন থেকে নাগেরবাজার পর্যন্ত অটো পরিষেবাও চালু হয়ে গিয়েছে। এর পাশাপাশি নতুন সেতুর উদ্বোধন হয়ে যাওয়ার ফলে সাধারণ যানবাহন থেকে শুরু করে পণ্যবাহী যানবাহন সবকিছু অনায়াসে যাতায়াত করতে পারবে এবং এর ফলে যানজট সমস্যাও দূর হয়ে যাবে।