বেড়ে গেল মাদার ডেইরি দুধের দাম, রইলো নতুন রেট চার্ট

Shyamali Das

Published on:

নিজস্ব প্রতিবেদন : দিন দিন দাম বেড়ে চলেছে বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় জিনিসের। অন্যান্য জিনিস পত্রের দাম বৃদ্ধির পাশাপাশি এবার দাম বাড়লো দুধের। দিন কয়েক আগেই আমূল তাদের দুধের দাম বৃদ্ধি করেছিল। এবার সেই একই পথে হেঁটে দুধের দাম বৃদ্ধি করল মাদার ডেইরি।

মাদার ডিয়ারি সংস্থা রবিবার থেকে দুধের উপর মূল্যবৃদ্ধি শুরু করেছে। নতুন দাম অনুযায়ী লিটার প্রতি বেড়েছে ২ টাকা। দুধের এই দাম বৃদ্ধির ফলে মধ্যবিত্তদের ওপর আলাদা চাপ পড়বে তা নিশ্চিত। দাম বাড়ানো নিয়ে সংস্থার তরফ থেকে বিবৃতিতে বলা হয়েছে, কৃষি কাজে খরচ বৃদ্ধি, জ্বালানির দাম বৃদ্ধির জেরে সংস্থা বাধ্য হয়েছে লিটার প্রতি ২ টাকা করে দাম বৃদ্ধি করতে।

সংস্থা জানিয়েছে, বাল্ক ভেন্ডেড বা টোকেন দুধ এবার থেকে লিটার প্রতি বিক্রি হবে ৪৬ টাকায়। আগে এর দাম ছিল ৪৪ টাকা। এর পাশাপাশি মাদার ডেইরির আল্ট্রা প্রিমিয়ামের হাফ লিটারের দাম বেড়ে হয়েছে ৩২ টাকা, ফুল ক্রিম দুধের এক লিটার এবং হাফ লিটারের প্যাকেটের দাম বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ৫৯ টাকা ও ৩০ টাকা।

টোনড দুধের এক লিটার ও হাফ লিটারের প্যাকেটের দাম বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে হয়েছে ৪৯ টাকা ও ২৫ টাকা, ডবল টোনডের এক লিটার ও হাফ লিটারের প্যাকেটের দাম বেড়ে যথাক্রমে হয়েছে ৪৩ টাকা ও ২২ টাকা, কাউ মিল্কের এক লিটার ও হাফ লিটারের প্যাকেটের দাম বেড়ে যথাক্রমে হয়েছে ৫১ টাকা ও ২৬ টাকা, সুপার টি দুধের হাফ লিটারের প্যাকেটের দাম বেড়ে হয়েছে ২৭ টাকা।

মার্চ মাসের প্রথম দিন থেকেই আমূল তাদের দুধের দাম বৃদ্ধি করেছিল লিটার প্রতি ২ টাকা করে। তাদের দাম বৃদ্ধির পর বর্তমানে দাম দাঁড়িয়েছে আমূল গোল্ডের হাফ লিটার প্যাকের দাম ৩০ টাকা, আমূল তাজা হাফ লিটার বিক্রি হচ্ছে ২৪ টাকায়, আমূল শক্তি হাফ লিটার বিক্রি হচ্ছে ২৭ টাকায়।