Motovolt M7: ৯৯৯ টাকা দিলেই হাতে হাতে মিলবে নতুন E Scooter, রঙ আর ফিচারে পাগল হয়ে যাবেন

Prosun Kanti Das

Published on:

Advertisements

Motovolt M7 is available for just Rs 999: বৈদ্যুতিক স্কুটারের বাজারে দারুন চমক আনল Motovolt Mobility Pvt Ltd। ক্রেতাদের কথা মাথায় রেখে বাজারে আনলো উচ্চ গতি সম্পন্ন নতুন ই-স্কুটার মোটোভোল্ট এম৭ (Motovolt M7)। যার ভার বহন ক্ষমতা, ব্যাটারি, রঙের ভ্যারাইটি, গুণমান, আরামদায়কতা সর্বদিক থেকেই আকর্ষণীয় হতে চলেছে ক্রেতাদের কাছে। ইতিমধ্যেই আনুষ্ঠানিকভাবে সূচনা হয়েছে মোটোভোল্ট কোম্পানির এই নতুন ই-স্কুটার। পরিবহনমন্ত্রী স্নেহাশিষ চক্রবর্তীর হাত ধরে সূচনা হয়েছে নতুন Motovolt M7 স্কুটারের। পাশাপাশি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেতা আবির চ্যাটার্জী, পরিবহন বিভাগের সচিব সৌমিত্র মোহন, মিসেস বারবারা ভস, জার্মানির কনসাল জেনারেল এবং কোম্পানির মালিক তুষার চৌধুরী। ইলেকট্রিক স্কুটারের জগতে দেশের প্রথম এই হাই স্পিড মাল্টি ইউটিলিটি স্কুটার কোম্পানিকে এক অন্য মাত্রা নিয়ে যাবে যা কোম্পানি তরফে প্রেস মাধ্যমে জানানো হয়েছে।

Advertisements

প্রসঙ্গত, বর্তমানে পেট্রোল-ডিজেলের দাম বাড়ায় বাজারে চাহিদা বেড়েছে ইলেকট্রিক স্কুটারের। ক্রেতাদের চাহিদা অনুযায়ী বাজারে আসছে উন্নত প্রযুক্তি দ্বারা নির্মিত বিভিন্ন মডেলের বৈদ্যুতিক স্কুটার। আর সেই স্কুটারের তালিকায় শীর্ষস্থানে রয়েছে মোটোভোল্ট কোম্পানি। কোম্পানিকে আরো উচ্চমাত্রায় নিয়ে যেতে বাজারে আনল উচ্চ গতি সম্পন্ন মোটোভোল্ট এম৭ (Motovolt M7) স্কুটার। যা দেশের প্রথম হাই স্পিড ইলেকট্রিক স্কুটার। সর্বদিক থেকেই রয়েছে উন্নত মানের ফিচারস। সেই ফিচারসহ দাম সম্পর্কে জেনে নেওয়া যাক।

Advertisements

প্রথমে আসি স্কুটারের ব্যাটারির বিষয়ে। কোম্পানি তরফে এই বৈদ্যুতিক স্কুটারে প্রদান করা হয়েছে 3kWh ইউনিট, এলএফপি সেল প্রযুক্তি। ১০০০টিরও বেশি চার্জ দেওয়ার ক্ষমতা রাখে এই ব্যাটারী। যেকোনো জায়গাতেই চার্জ দেওয়া যাবে এই বৈদ্যুতিক গাড়ির ব্যাটারির। যা জানিয়েছে কোম্পানি। ক্যানারি ইয়েলো, গ্যালাক্সি রেড, পুমা ব্ল্যাক, লাইটেনিং গ্রে, ব্লু জে, ডোভ হোয়াইট এই ৬টি রংয়ের ভ্যারাইটিতে পাওয়া যাবে মোটোভোল্ট এম৭ স্কুটার।

Advertisements

আরও পড়ুন ? EV Charging Station: ২১ মিনিটে ৮০% শতাংশ চার্জ, দেশজুড়ে বড় পদক্ষেপ নিচ্ছে হুন্ডাই

এছাড়াও এই গাড়ির ডিজাইনেও রয়েছে নতুনত্ব। রয়েছে মডিউলার ডিজাইন, আরামদায়ক সিট, বিভিন্ন জিনিসপত্র বহন করার সুবিধা সহ আরো নতুনত্ব ফিচার। এই স্কুটারের পুরো বডিতে রয়েছে ধাতুর ব্যবহার। এই হাই স্পিড গাড়ির সম্পূর্ণ চার্জে প্রায় ১৬৬ কিলোমিটার মাইলেজ প্রদান করে। প্রায় ১৮০ কেজি জিনিসপত্র বহন করতে পারে এই বৈদ্যুতিক স্কুটার।

যদি দামের কথা বলি এক্ষেত্রে মোটোভোল্ট এম৭ (Motovolt M7) স্কুটারের প্রারম্ভিক দাম রয়েছে ১,২২,০০০ টাকা। তবে চিন্তা নেই ৯৯৯ টাকায় কেনা যাবে এই নতুন ই-স্কুটার। প্রি বুকিংয়ের জন্য দিতে হবে মাত্র ৯৯৯ টাকা। বুকিং করতে www.motovolt.co এই ওয়েবসাইটে যান। তবে সাম্প্রতিক সব জায়গাতেই এই গাড়ি অ্যাভেলেবেল হবে না। বর্তমানে বাংলা এবং উড়িষ্যায় আসছে মোটোভোল্ট এম৭। পরবর্তীতে ধীরে ধীরে অন্য শহরগুলিতে অ্যাভেলেবেল হবে।

Advertisements