Mountain Girl Subarna: স্কুলের বাইরে ভটভট শব্দ শুনলেই ছুটে যায় পড়ুয়ারা। মোটর বাইকের আওয়াজে যে ছোট ছোট প্রাণগুলি এত তরতাজা হয়ে ওঠে তা না দেখলে বিশ্বাসই হবে না। তবে হ্যাঁ এই মোটর বাইক কিন্তু কোন শিক্ষকের নয়। বরং একজন সুন্দরী যুবতী শিক্ষিকার। আবার এই মোটর বাইকটির যে সে মোটর বাইক নয়। এ যে দৈত্যাকৃতির জায়ান্ট মোটরবাইক অর্থাৎ বুলেট। মহিলা এবং বুলেট কম্বিনেশনটি একটু অন্যরকম, তাই না? তবে ফাঁসিদেওয়ার বিধাননগরের চোপড়া নলবাড়ি প্রাথমিক বিদ্যালয়ের মাউন্টেন গার্ল সুবর্ণা দিদিমণির (Mountain Girl Subarna) কাছে কিন্তু ভীষনই কাছের তার এই বুলেটটি।
আজ বলবো বুলেট চালানো এক প্রাইমারি স্কুলের শিক্ষিকা সুবর্ণা মজুমদারের গল্প। বিএসসি পাস করার পর ২০১৭ সালে ডিএলএড ডিগ্রি অর্জন করেন। তারপর ২০২১ এ যে প্রাথমিক শিক্ষক-শিক্ষিকা নিয়োগের পরীক্ষাটি হয় তাতে পাশ করে ২০২৪-এর ফেব্রুয়ারি মাস নাগাদ প্রাথমিক শিক্ষিকা হিসেবে নিযুক্ত হন উত্তর দিনাজপুরের নলবাড়ি প্রাথমিক বিদ্যালয়ে। দিদিমণি প্রথম থেকেই তার বুলেট গাড়ি চালিয়ে স্কুলে আসেন। একদমই অন্যরকম দৃশ্যে প্রথমে বেশ অবাকই হয় স্কুলের শিক্ষক-শিক্ষিকাসহ পড়ুয়ারা। আশেপাশে অনেক সমালোচনা উঠলেও কোন তোয়াক্কা না করে তার প্রিয় গাড়িটি নিয়ে নিত্যনৈমিত্তিক যাত্রা শুরু করেন তিনি।
এক সম্ভ্রান্ত-স্বচ্ছল পরিবারের জন্ম সুবর্ণা দিদিমনির ছোট থেকেই গাড়ি চালানোর ভীষণ শখ। তাই খুব ছোট বয়স থেকেই তিনি সাইকেল, মোটরবাইক চালানোর প্রশিক্ষণ নিয়ে নেন। পড়াশোনার পাশাপাশি নাচ, গান, আঁকা – এই সমস্ত সাংস্কৃতিক দিকেও যথেষ্ট পারদর্শী তাই মাত্র কয়েক মাসের মধ্যেই স্কুল পড়ুয়াদের মধ্যে এক বিরাট জায়গা করে নিয়েছেন সুবর্ণা দিদিমণি। স্কুলে পড়াশুনার পাশাপাশি এই সাংস্কৃতিক দিকগুলিও তুলে ধরার চেষ্টা করেন।
নলবাড়ি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মৃগাঙ্ককুমার দাস বাবু নিজে বলেছেন যে, সুবর্ণ মজুমদার তার বিদ্যালয়ের এক অত্যন্ত দক্ষ শিক্ষিকা। তিনি বাচ্চাদের সঙ্গে এতটাই মিলেমিশে যান যা না দেখলে বিশ্বাস করা যায় না। ভীষণই যত্ন সহকারে বাচ্চাদের পড়ান এবং তার সাথে সাথে বাচ্চাদের নাচ গানে উৎসাহিত করেন। সুবর্ণা দিদিমণিও দারুন মজা করছেন তার বুলেট এবং পড়ুয়াদের নিয়ে। তার প্রিয় বুলেটটির নাম রাখেন শ্যাডো। আর তিনি এই শ্যাডো চালিয়েই প্রতিনিয়ত যাতায়াত করেন স্কুলে। প্রাথমিক শিক্ষিকা ছাড়াও তার অপর একটি পরিচয় আছে সেটি হল – মাউন্টেন গার্ল (Mountain Girl Subarna)।
মাউন্টেন গার্ল সুবর্ণা দিদিমণি (Mountain Girl Subarna) মাত্র ২৪ বছরেই তিনি তার এই বুলেট নিয়ে বিভিন্ন পাহাড়ি এলাকায় ঘুরে বেড়িয়েছেন বলেই মাউন্টেন গার্ল হিসেবে সোশ্যাল মিডিয়া প্লাটফর্মে সুপরিচিত। এমনকি দিদি নম্বর ওয়ান-এও ডাক পেয়েছেন তিনি। তার ফেসবুকে ফলোয়ার্সের সংখ্যা ১ লক্ষ ৬০ হাজার। ফেসবুকের পাশাপাশি ইউটিউবে ৪ লক্ষ এবং ইনস্টাগ্রামে ৬০ হাজার ফলোয়ারস্ রয়েছে। আজকালকার মেয়েদের কাছে সুবর্ণ দিদিমণি যেন এক জ্বলন্ত উদাহরণ।