নিজস্ব প্রতিবেদন : ইসলাম ধর্মাবলম্বীদের অন্যতম উৎসব হলো ইদ। এই ইদ যে যার মতো করে পালন করেন। আবার সেলিব্রিটিদের এই অনুষ্ঠানে তার অনুরাগীদের শুভেচ্ছা বার্তা দিতে লক্ষ্য করা যায়। তবে এই শুভেচ্ছা বার্তা দিতে গিয়েই কটাক্ষের শিকার হলেন নুসরত জাহান।
মঙ্গলবার নুসরত জাহানকে হাসিখুশি মুখে ইদের শুভেচ্ছা বার্তা দিতে লক্ষ্য করা যায়। ইদের এই শুভেচ্ছা বার্তা দেওয়ার জন্য তিনিই সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও আপলোড করেন। এই ভিডিও বার্তা আপলোড করার পরেই অবশ্য তাকে কটাক্ষের শিকার হতে হয়। তাকে কটাক্ষের শিকার হতে হয় মূলত ‘শরীরের ওই অংশের (স্তনের উপরে)’ ট্যাটু স্পষ্ট হয়ে ওঠায়।
মঙ্গলবার অনুরাগীদের ইদের শুভেচ্ছা জানানোর জন্য নুসরত জাহান ভিডিও আপলোড করে বলেন, “সবাইকে আমার তরফ থেকে ইদ মুবারক। সর্বশক্তিমান যেন আপনার ও আপনার পরিবারকে কাঙ্খিত আশীর্বাদ দেন। আপনার জীবনে খুশি এবং সমৃদ্ধিতে ভরে যাক। আনন্দের ও শান্তিপূর্ণ ইদের শুভেচ্ছা।”
তবে এরপরেই কমেন্ট সেকশনে জাতপাত, বোরখা সহ নানান প্রশ্ন তুলতে শুরু করেন সোশ্যাল মিডিয়ার নেটিজেনরা। এরই মধ্যে এটাও বলতে দেখা যায়, “ভোটের প্রচারে অংশ নিতে সালোয়ার… আর ইদের শুভেচ্ছা জানাতে স্তনের ওপর ট্যাটু দেখাতেই হবে!”
তবে টলিউডের এই অভিনেত্রী তথা তৃণমূল সাংসদকে এই প্রথম এমন কটাক্ষের শিকার হতে হয়েছে এমনটা নয়। বিভিন্ন সময়ে তাকে নানান কারণে কটাক্ষ এবং আক্রমণের শিকার হতে হয়। যদিও সাংসদ অভিনেত্রী এই সকল বিষয়কে কোনদিন পাত্তা দেন না। তিনি তার নিজের ছন্দেই চলেন এবং নিজের যেটা ভালো মনে হয় সেটাই করে থাকেন।