Keerthana Balakrishnan: ট্যাক্সি চালকের মেয়ের ভাগ্য খুলল WPL! সুযোগ পেতেই কীর্থনা পাবেন এত লক্ষ টাকা

Prosun Kanti Das

Updated on:

Advertisements

Mumbai Indians bought Keerthana Balakrishnan for a huge price: মানব জীবনের প্রত্যেকটি পদক্ষেপে রয়েছে নতুন চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জগুলোকে পার করতে পারলেই সফলতা আপনার দোরগোড়ায় থাকবে। জীবনে সফল হওয়া অত সোজা নয় তার জন্য প্রয়োজন কঠিন পরিশ্রম এবং অধ্যবসায়। সফলতা পেতে গেলে আপনাকে অনেক ব্যর্থতার সম্মুখীন হতে হবে কিন্তু হার মানলে চলবে না। আজকের প্রতিবেদনে এমনই এক চমৎকার উদাহরণ আপনাদের সামনে তুলে ধরা হবে। মহিলা ক্রিকেটে তিনি একজন উজ্জ্বল নক্ষত্র এবং গোটা বিশ্বের সামনে নিজেকে প্রমাণ করেছেন তিনি (Keerthana Balakrishnan)।

Advertisements

বিশ্বের সামনে নিজেকে প্রমাণ করে দেখিয়েছেন এই মহিলা ক্রিকেটার। বিভিন্ন বাধা বিপত্তিকে অতিক্রম করলেই জীবনে সফলতা আসে যার জ্বলন্ত উদাহরণ হল অখ্যাত কীর্থনা বালাকৃষ্ণান (Keerthana Balakrishnan)। জানলে অবাক হবেন যে তামিলনাড়ুর বাসিন্দা এই তরুণীর বাবা পেশায় একজন ট্যাক্সিচালক। বছর ২৩ এর কীর্থনা উইমেন্স প্রিমিয়ার লিগের (Womens Premire League) অন্যতম দল মুম্বই ইন্ডিয়ান্সে (Mumbai Indians) নাম লেখালেন। তার এই সাফল্য রীতিমতো চমকে দিয়েছে গোটা দেশকে। নিলামের সঞ্চালিকা মল্লিকা সাগর তাঁর নাম নেওয়ার পরেই, ১০ লাখ টাকার বিনিময়ে কীর্থনা বেছে নেয় গতবারের চ্যাম্পিয়ন দল মুম্বই ইন্ডিয়ান্সকে।

Advertisements

অল্প বয়সী কীর্থনার (Keerthana Balakrishnan) এই সাফল্যে স্বভাবতই তামিলনাড়ুর ক্রিকেট মহলে খুশির জোয়ার। এই রাজ্য থেকে তিনি প্রথম মহিলা হিসেবে উইমেন্স প্রিমিয়ার লিগে নাম লিখিয়েছেন। কীর্থনার জন্য গলা ফাটালেন দীনেশ কার্তিক (Dinesh Karthik)। টিম ইন্ডিয়ার প্রাক্তন উইকেটকিপার X হ্যান্ডেলে কীর্থনা ও তাঁর পরিবারের লড়াইয়ের কথা বিশেষভাবে উল্লেখ করেছেন।

Advertisements

আরও পড়ুন ? ২০২৭ এর ক্রিকেট বিশ্বকাপের নিয়মে আসছে বদল! খেলতে হবে এই নতুন নিয়মে

কীর্থনা সবাইকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছেন যে পরিশ্রম এবং নিষ্ঠার কোন বিকল্প হয় না। সেই কারণেই আজ তার জীবনে নেমে এসেছে এমন খুশির খবর। শনিবার কীর্থনার কাছে এল ডব্লিউপিএলের ডাক। ছেলেবেলা তার মোটেই স্বাচ্ছন্দে কাটেনি, বাবা সামান্য ট্যাক্সিচালক। বহু কষ্ট করেই আজকে তার স্বপ্ন পূরণের পথে। স্বল্প আয় দিয়েই নিজের মেয়েকে ক্রিকেটার বানিয়েছেন কীর্থনার বাবা। এবার ডব্লিউপিএলের মঞ্চে নজর কাড়তে চলেছে তামিলনাড়ুর এই মেয়ে।

কীর্থনা কিন্তু ছোটবেলা থেকেই তামিলনাড়ুর প্রাক্তন ওপেনার অভিনব মুকুন্দের বাবা টিএস মুকুন্দের অ্যাকাডেমিতে ক্রিকেট শিখেছেন। পরবর্তীকালে অবশ্য তিনি তামিলনাড়ুর মহিলা দলে সুযোগ পান। সেখান থেকে ইন্ডিয়ান গ্রিন উইমেন্স, সাউথ জোন উইমেন্সে পারফরম্যান্স করার পর তার জীবনের সবথেকে বড় সাফল্য হলো উইমেন্স প্রিমিয়ার লিগে জায়গা করে নেওয়া।

Advertisements