Mysterious Train Zanetti disappears as it enters the tunnel with 104 passengers: বারমুডা ট্রায়াঙ্গেলের কথা তো কমবেশি আমরা সবাই জানি। এই এলাকার ভিতরে আসা বহু জাহাজ ও বিমান যাত্রীসহ নিমেষে উধাও হয়ে গেছে। তবে আজ আমরা কথা বলব একটি রেলপথ নিয়ে। এমন একটি রেলপথ যার উপর দিয়ে যাওয়ার সময় নতুন একটি ট্রেন ১০২ জন যাত্রীসহ আচমকাই অদৃশ্য হয়ে যায়, বলা ভালো উবে যায়। সুড়ঙ্গে ঢোকার সময় ট্রেনের দুজন যাত্রী কিভাবে ট্রেন (Mysterious Train Zanetti) থেকে পড়ে গেলেন তা এখনো রহস্যই থেকে গেছে। তবে তাঁরা পড়ে গেছিলেন বলেই বোধহয় জীবিত ছিলেন।
ট্রেনটির নাম “জেনেটি” (Mysterious Train Zanetti)। ১৯১১ সালে ইতালির রাজধানী রোমের একটি স্টেশন থেকে ছেড়ে অন্য আরেকটি স্টেশনে যাচ্ছিল জেনেটি। মাঝখানে একটি সুরঙ্গ বা টানেল ঢোকার পরেই ট্রেনটি আচমকা উবে যায়। ১০০ বছরেরও বেশি সময় ধরে খোঁজা খুঁজি করার পরও ট্রেন বা ট্রেনের কোন যাত্রী কাউকেই আর খুঁজে পাওয়া যায়নি।
ট্রেনটি অদৃশ্য হয়ে যাওয়ার পর আরও রহস্যজনকভাবে সুরঙ্গের বাইরে দুজন যাত্রীকে পড়ে থাকতে দেখা যায়। তাদের মধ্যে একজন এতটাই হতবাক হয়েছিলেন যে কিছু বলার মতন অবস্থায় তিনি ছিলেন না। তবে অপরজন যাত্রী জানান, ট্রেনটি সুরঙ্গে ঢোকার মুখে এক ধরনের সাদা ধোঁয়ায় ভরে যেতে থাকে ট্রেনের কামরা। অদ্ভুতভাবে এই ধোঁয়া বের হচ্ছে দেখে তিনি ভয় পেয়ে যান এবং ঝাঁপ দেন। তাতেই হয়তো ট্রেন থেকে পড়ে যান ওই দুই যাত্রী, এবং তার ফলেই তাঁরা বেঁচে যান চিরজীবনের মতো হারিয়ে যাওয়ার হাত থেকে। ওই দুই যাত্রীর চোখের সামনেই ট্রেনটি (Mysterious Train Zanetti) সুড়ঙ্গের মধ্যে প্রবেশ করা মাত্রই অদৃশ্য হয়ে যায় । ওই ব্যক্তির কথার উপর ভিত্তি করে নানাভাবে পরীক্ষা-নিরীক্ষা চালিয়ে অনেক খোঁজাখুঁজি করা হয়েছে কিন্তু ট্রেনের কোন অস্তিত্বই আর খুঁজে পাওয়া যায়নি। তবে ট্রেন থেকে ধোঁয়া বেরনোর পরে ঠিক কি হয়েছিল তা নিশ্চিত ভাবে বলতে পারেননি ওই যাত্রী, সবই তার অনুমান মাত্র।
আরও পড়ুন ? New Trains: আরও সহজে হবে যাতায়াত! এবার নতুন দুটি ট্রেন চালু করল পূর্ব রেল, দেখে নিন সময়সূচি
১৯১১ সালে ইতালির জেনেটি রেলওয়ে কোম্পানি একটি নতুন ট্রেন তৈরি করেন। এই ট্রেনটির (Mysterious Train Zanetti) ইঞ্জিন, কোচ, ড্রাইভার সবকিছুই ছিল নতুন। ট্রায়াল রানের উদ্দেশ্যে বিনামূল্যে ভ্রমণ করার জন্য সবাইকে আমন্ত্রণ জানানো হয় কোম্পানির পক্ষ থেকে। তারপর একদিন রেল কর্মী ও সাধারণ যাত্রীসহ মোট ১০৪ জন যাত্রীকে নিয়ে ট্রেনটি পথ চলা শুরু করে। এক স্টেশন থেকে ছেড়ে অপর স্টেশনে যাওয়ার কথা ছিল ট্রেনটির। মাঝে তাকে অতিক্রম করতে হতো একটি সুড়ঙ্গ। আশ্চর্যজনকভাবে সেই সুরঙ্গে ঢোকার পরই ট্রেনটি উধাও হয়ে যায়। পরবর্তী স্টেশনের যাত্রীরা জেনেটির জন্য অপেক্ষা করতে থাকে কিন্তু ট্রেন সেই স্টেশনে আর কোনোদিন পৌঁছয়নি।
ট্রেনটি (Mysterious Train Zanetti) উধাও হয়ে যাওয়ার বেশ কিছু বছর পর থেকে ট্রেনটিকে নিয়ে নানা গুজব ছড়াতে শুরু করে। অনেকে বলেন ট্রেনটি নাকি টাইম মেশিনের মতন কোন এক পদ্ধতিতে পৌঁছে গেছিল বেশ কিছু বছর ভবিষ্যতে, ১৯৪০ সালের মেক্সিকোতে। তাই সেই ট্রেনটিকে আর কেউ খুঁজে পায়নি। তাই এই ট্রেনটিকে ভূতের ট্রেন বলে ব্যাখ্যা করেন অনেকেই। এই ঘটনার কিছু বছর পর রাশিয়া, ইউক্রেন এবং জার্মানিতে ট্রেনের বেশ কিছু অংশ পাওয়া যায় বলেও দাবি করেন অনেকে। এক ডাক্তার আবার দাবি করেছিলেন তার হাসপাতালে নাকি হঠাৎ করে ১০৪ জনকে ভর্তি করা হয়। এই অসুস্থ ব্যক্তিদের মধ্যে এক মহিলা বলেন তিনি নাকি ট্রেনে করে হাসপাতালে পৌঁছেছেন। এই ১০৪ জন ব্যক্তি পাগল হয়ে গিয়েছিলেন বলে তার দাবি।