Name Change Proposal of Esplanade : কেন্দ্রে বিজেপি সরকার আসার পর দেশের বিভিন্ন ঐতিহ্যবাহী জায়গার নাম তারা পরিবর্তন করেছে। তাদের এই নাম পরিবর্তন নিয়ে নানান ধরনের কটাক্ষ এবং বিতর্ক তৈরি হয়। তবে তাদের দাবি তারা ঐতিহ্য ফিরিয়ে আনার লক্ষ্যেই এই সকল নাম পরিবর্তন করছে এবং সেই ধারাবাহিকতা আজও বজায় রয়েছে। দেশের বিভিন্ন জায়গার পাশাপাশি এবার নাম পরিবর্তন হতে পারে রাজ্যের তিনটি জনপ্রিয় জায়গা।
রাজ্যের তিনটি জনপ্রিয় জায়গার মধ্যে প্রথমেই রয়েছে এসপ্ল্যানেড মেট্রো স্টেশন (Esplanade Metro Rail Station)। নাম পরিবর্তনের তালিকায় উঠে এসেছে মৌলালি থেকে ধর্মতলা গামী লেনিন সরণী। নাম পরিবর্তনের তালিকায় উঠে এসেছে চৌরঙ্গী থেকে শহীদ মিনারগামী মেয়ো রোড। এই সকল জায়গার নাম পরিবর্তনের দাবি শুভেন্দু অধিকারীর কাছে তোলেন সাধুসন্তরা।
ধর্মতলায় বঙ্গ কুম্ভ মেলা পরিষদের পক্ষ থেকে সাধুসন্ত সমাবেশে ধর্ম ঠাকুরের পূজো চলছে। সেখানে শনিবার শুভেন্দু অধিকারী উপস্থিত ছিলেন এবং তখনই তাকে এই আবেদন জানানো হয়। সাধুসন্তরা এসপ্ল্যানেড মেট্রো রেলস্টেশনের নাম ধর্মতলা মেট্রো রেলস্টেশন, লেলিন সারণির (lenin sarani) নাম ধর্মতলা রোড এবং মেয়ো রোডের (mayo road) নাম ধর্মরাজ সরণি করার আবেদন জানিয়েছেন। এছাড়াও আবেদন জানানো হয়েছে ধর্মতলায় প্রতিদিন ধর্মরাজ পুজোর।
ধর্ম পুজো উদ্যোক্তাদের সমস্ত দাবি মেনে শুভেন্দু অধিকারী এসপ্ল্যানেড মেট্রো রেল স্টেশনের নাম পরিবর্তনের জন্য কেন্দ্রীয় রেলমন্ত্রীর কাছে আবেদন জানাবেন বলে জানিয়েছেন। তবে অন্য দুটি জায়গা অর্থাৎ লেলিন সরণী এবং মেয়ো রোডের নাম পরিবর্তনের বিষয়টি রাজ্য সরকারের বলে তিনি জানিয়েছেন। যদিও তার দাবি বিজেপি সরকার রাজ্যে ক্ষমতায় এলে তা কার্যকর করা হবে।
উত্তরপ্রদেশে বিজেপি ক্ষমতায় আসার পর বিভিন্ন ক্ষেত্রে নাম পরিবর্তন দেখা গিয়েছে। শুভেন্দু অধিকারী এদিন ধর্ম পূজোয় উপস্থিত থেকে সাধুসন্তদের দাবি নিয়ে যেভাবে নিজের বক্তব্য পেশ করেছেন তাতে স্পষ্ট আগামী দিনে বিজেপি সরকারে এলে নামের ক্ষেত্রে এই ধরনের নানান পরিবর্তন আসবে।