Modi-Shah Campaign in WB: ১৫ মোদি, ১৫ শাহ! নরেন্দ্র মোদি, অমিত শাহের কোথায়, কটি সভা

নিজস্ব প্রতিবেদন : লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশের পর থেকেই রীতিমত ঝড় উঠেছে প্রচারে। একদিকে যেমন প্রার্থী তালিকা ঘোষণা হয়ে যাওয়ার পর তৃণমূল, বিজেপি, বাম, কংগ্রেস সবাই প্রচারে নেমে পড়েছে, ঠিক সেই রকমই এবার বিজেপির কেন্দ্রীয় নেতা মন্ত্রীদেরও সভা মিটিং মিছিল শুরু হওয়ার অপেক্ষা বাংলায়। যদিও ভোটের দিনক্ষণ ঘোষণা হওয়ার আগেই কয়েক দফা বঙ্গ সফর হয়ে গিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের (Modi-Shah Campaign in WB)।

অন্যদিকে রাজ্যের সমস্ত লোকসভা কেন্দ্রে প্রার্থী ঘোষণার পর কোথায় কোথায় নরেন্দ্র মোদী ও অমিত শাহ প্রচারে আসবেন তা নিয়ে রাজনৈতিক মহলে কৌতূহলের শেষ নেই। আপাতত বিজেপি সূত্রে যা জানা যাচ্ছে তাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ১৫টি এবং অমিত শাহও ১৪-১৫টি সভা করতে পারেন পশ্চিমবঙ্গে।

কলকাতার শহীদ মিনারে একটি জনসভার আয়োজন করা হবে বলেই জানা যাচ্ছে বিজেপি সূত্রে। যেখানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অথবা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তবে দুজনের মধ্যে ঠিক কে উপস্থিত থাকবেন তা এখনো পর্যন্ত স্থির হয়নি বলেই জানা যাচ্ছে। বাকি কোথায় কয়টি সভা হবে তা সম্পর্কেও এখনো পর্যন্ত সেইভাবে কিছু স্থির হয়নি বলেই বিজেপি সূত্রের খবর। তবে সূত্রের দাবি, প্রধানমন্ত্রী ও নরেন্দ্র মোদী দুজনে মিলে অন্ততপক্ষে ৩০ টি জনসভা করবেন বাংলায়।

আরও পড়ুন 👉 Sainthia Junction Name Controversy: স্টেশন একটিই, কিন্তু নাম দুটি আলাদা আলাদা! রয়েছে বাংলার বুকেই, অনেকে লক্ষ্যই করেন না

এই সকল জনসভার মধ্যে উত্তরবঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি চার থেকে পাঁচটি জনসভা করতে পারেন। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও একাধিক জনসভা করতে পারেন উত্তরবঙ্গে। অন্যদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ছাড়াও বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা, অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা অন্ততপক্ষে পাঁচ থেকে ছয়টি সভা করবেন পশ্চিমবঙ্গে। এছাড়াও যোগী আদিত্যনাথ সভা করবেন পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে।

জনসভা ছাড়াও রোড শো করা হবে বলেও জানা যাচ্ছে বিজেপি সূত্রে। সেক্ষেত্রে বিজেপির তারকা প্রার্থী হিসাবে স্মৃতি ইরানি, রাজনাথ সিং, মানিক সাহা সহ অন্যান্য নেতা-নেত্রীরা রোড শোতে বাংলার বিভিন্ন প্রান্তে অংশগ্রহণ করবেন বলে জানা গিয়েছে সূত্র মারফত। অন্যদিকে পশ্চিমবঙ্গের ৪২টি লোকসভা কেন্দ্রের ক্ষেত্রে রাজ্যের শাসক দল তৃণমূল সব কেন্দ্রে প্রার্থী দিয়ে দিলেও বিজেপি কিন্তু এখনো সব কেন্দ্রে প্রার্থী দিতে পারেনি এখনো পর্যন্ত বাকি রয়েছে অভিষেক ব্যানার্জির এলাকা ডায়মন্ড হারবার এবং আসানসোল।