লক্ষ্মীর ভাণ্ডার, স্বাস্থ্য সাথী ফেল! এবার ৯ লাখ টাকা দেবে কেন্দ্র, সঙ্গে আবার ভর্তুকি

Shyamali Das

Published on:

নিজস্ব প্রতিবেদন : দেশের সাধারণ নাগরিকদের জন্য সরকারের তরফ থেকে বিভিন্ন প্রকল্প চালু করা হয়ে থাকে। এই সকল প্রকল্প করা হয়ে থাকে মূলত তাদের কল্যাণের জন্য। তবে ভুরিভুরি সেই সকল প্রকল্পের মধ্যে বেশ কিছু প্রকল্প রয়েছে যেগুলি আলাদাভাবে দাগ কেটে যায়। ঠিক সেই রকমই আলাদাভাবে দাগ কাটা প্রকল্প হলো লক্ষ্মীর ভান্ডার, স্বাস্থ্য সাথী ইত্যাদি। তবে এবার এই সকল প্রকল্প রীতিমত ফেল কেন্দ্রের একটি প্রকল্পের (Central Government Scheme) কাছে।

দেশের যে সকল নাগরিকরা বাড়ি তৈরির জন্য হোম লোন (Home Loan) পেতে চান তাদের জন্য কেন্দ্রের এই নতুন প্রকল্প আসতে চলেছে বলে সূত্র মারফত জানা যাচ্ছে। কেন্দ্রের তরফ থেকে নতুন যে প্রকল্প আনা হবে বলে জানা যাচ্ছে তাতে ৯ লক্ষ টাকা দেওয়া হবে ঋণ হিসাবে। এই প্রকল্পের মাধ্যমে এক ধাক্কায় এই বিপুল পরিমাণ টাকা নিয়ে অনেকেই নিজেদের শখ পূরণ করতে পারবেন। আবার এই প্রকল্পের মধ্যে শুধু টাকা নয়, পাশাপাশি পাওয়া যাবে ভর্তুকিও।

সূত্র মারফত জানা যাচ্ছে, কেন্দ্রের তরফ থেকে এই প্রকল্প আগামী পাঁচ বছরের জন্য চালানো হবে। এই প্রকল্পের জন্য কেন্দ্রের তরফ থেকে খরচ করা হবে ৬০ হাজার কোটি টাকা। এই প্রকল্পের আওতায় ঠিক কত টাকা ভর্তুকি দেওয়া হবে তা সম্পর্কে এখনো স্পষ্ট ভাবে কিছু জানা না গেলেও মনে করা হচ্ছে ৩ থেকে ৬.৫০ শতাংশ ভর্তুকি দেওয়া হতে পারে। তবে এই ভর্তুকির পরিমাণ নির্ভর করছে কত মানুষ এই প্রকল্পের জন্য আবেদন করছেন তার উপর। এমনিতে ২৫ লক্ষ মানুষকে এমন সুবিধা দেওয়ার পরিকল্পনা রয়েছে কেন্দ্রের।

কেন্দ্রের তরফ থেকে এখনো পর্যন্ত এই প্রকল্প সম্পর্কে কোনো রকম রূপরেখার কথা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা না হলেও মনে করা হচ্ছে এক দুই মাসের মধ্যেই বা দীপাবলীর সময় এই প্রকল্পের ঘোষণা হতে পারে। সুতরাং যারা এই মুহূর্তে হোম লোন নিয়ে বাড়ি তৈরি করার পরিকল্পনা করছেন তাদের আর কিছুদিন অপেক্ষা করাই ভালো হবে। এই প্রকল্পের সুবিধা কারা পাবেন?

চলতি বছরের স্বাধীনতা দিবসের দিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লালকেল্লায় বক্তব্য রাখার সময় এই ধরনের একটি প্রকল্পের কথা জানিয়েছিলেন। যেখানে তিনি জানিয়েছিলেন, যে সকল নাগরিকরা এখনো পর্যন্ত বাড়াবাড়িতে রয়েছেন এবং টাকার অভাবে বাড়ি করতে পারছেন না অথবা বস্তিতে রয়েছেন তাদের এই প্রকল্পের আওতায় বাড়ি তৈরি করার জন্য সহজ ঋণের বন্দোবস্ত করা হবে। এক্ষেত্রে ২০ বছরের জন্য ৫০ লক্ষ টাকার নিচে হোম লোনের ক্ষেত্রেও ভর্তুকি মিলতে পারে।