Modi and Rahul net Worth: মোদি না রাহুল, সম্পত্তিতে কে কাকে দিচ্ছেন টেক্কা, দেখে নিন হিসেব-নিকেশ

Narendra Modi or Rahul Gandhi whose net worth is more: সামনে আসছে লোকসভা নির্বাচন। লোকসভা নির্বাচনের ময়দানে নরেন্দ্র মোদির সঙ্গে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর টক্কর দেখার জন্য অপেক্ষা করছেন গোটা দেশের মানুষরা। যদিও গান্ধী এই নির্বাচনে প্রধানমন্ত্রীর পদপ্রার্থী হবেন কিনা নিয়ে বিস্তারিত তথ্য এখনো পর্যন্ত জানায়নি ইন্ডিয়া জোট। তবে এরই মধ্যে উঠে এলো একটি চাঞ্চল্যকর তথ্য। আপনি কি জানেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গান্ধীর মধ্যে কার সম্পত্তির পরিমাণ (Modi and Rahul net Worth) কত?

আজ নরেন্দ্র মোদি ও রাহুল গান্ধীর সম্পত্তির হিসেব-নিকাশই জানাবো আপনাদের। গত লোকসভা নির্বাচন অর্থাৎ ২০১৯ সালের লোকসভা নির্বাচনের আগে নির্বাচন কমিশনের কাছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে হলফনামা জমা করেছিলেন সেই তথ্য অনুযায়ী জানা যাচ্ছে সে সময় তার মোট সম্পত্তির (Modi and Rahul net Worth) পরিমাণ ছিল আড়াই কোটি টাকা। পাঁচ বছর আগের সেই তথ্য অনুসারে রাহুল গান্ধীর সম্পত্তির পরিমাণ ছিল ১৪ কোটি ৮৫ লাখ টাকা।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির স্থাবর এবং অস্থাবর সম্পত্তির যে হিসাব পাওয়া যায় তা থেকে জানা যায় গুজরাটের গান্ধীনগরে একটি বাড়ি রয়েছে প্রধানমন্ত্রীর। ২০১৯ সালের হিসাবের যার বাজার মূল্য ১ কোটি ১ লাখ টাকা। আর আছে ১ কোটি ২৭ লাখ টাকার ফিক্সড ডিপোজিট। ২০১৯ সালের হলফনামা দেওয়ার সময় প্রধানমন্ত্রীর হাতে ছিল ৩৮ হাজার ৭৫০ টাকা। এছাড়াও সে সময় মোদীর অস্থাবর সম্পত্তির পরিমাণ ছিল ১ কোটি ৪১ লাখ টাকা।

আরও পড়ুন 👉 PM Modi Car Collection: নরেন্দ্র মোদি কোন কোন মডেলের গাড়ি ব্যবহার করেন! জানলে লজ্জা পাবেন শিল্পপতিরাও

প্রধানমন্ত্রীর অস্থাবর সম্পত্তির মধ্যে আছে কর ছাড়যুক্ত বন্ড এ ২০ হাজার টাকার ইনভেস্টমেন্ট, NSC সার্টিফিকেট ৭ লাখ ৬১ হাজার টাকা এবং LIC ছিল ১ লাখ ৯০ হাজার টাকা। এছাড়াও আছে কিছু সেভিংস অ্যাকাউণ্ট এবং ৪ টি সোনার আংটি। অন্যদিকে ২০১৯ সালের নির্বাচনী হলফনামা অনুসারে রাহুল গান্ধীর অস্থাবর সম্পত্তি (Modi and Rahul net Worth) ছিল ৭ কোটি ৯৩ লাখ ৩ হাজার ৯৭৭ টাকা। জানা যায় ২০১৭ থেকে ২০১৮ সালের মধ্যে রাহুলের রোজগারের পরিমাণ ১ কোটি ১১ লাখ ৮৫ হাজার ৫৭০ টাকা।

জানা যাচ্ছে মা সোনিয়া গান্ধীর কাছ থেকে ৫ লাখ টাকার ঋণ নেন রাহুল। তার নিজস্ব সম্পত্তি আছে ৮ কোটি ৭৫ লাখ ৭০ হাজার টাকার। বিভিন্ন ব্যাঙ্কে তার জমা অর্থের পরিমাণ ১৭ লাখ ৯৩ হাজার ৬৯৩ টাকা। একাধিক ব্যাঙ্ক থেকে নেওয়া ঋণের পরিমাণ প্রায় ৭২ লাখ ১ হাজার ৯০৪ টাকা। নিউ দিল্লির মেহরাউলিতে প্রিয়াঙ্কা গান্ধীর সঙ্গে যৌথ মালিকানায় একটি ২.৩৪ একর জমিও আছে তার। এছাড়াও ৩৩৩ গ্রাম সোনা, গুরুগ্রামের সিলোখেরাতে ৫ হাজার ৮৩৮ স্কোয়্যার ফিটের বাড়ি ইত্যাদি মিলিয়ে ২০১৯ এ রাহুল গান্ধীর মোট সম্পত্তির পরিমাণ ছিল ১০ কোটি টাকা।