PM Modi Car Collection: নরেন্দ্র মোদি কোন কোন মডেলের গাড়ি ব্যবহার করেন! জানলে লজ্জা পাবেন শিল্পপতিরাও

Industrialists will also be ashamed to know PM Modi Car Collection: স্বাধীন ভারতবর্ষের নিয়মতান্ত্রিক রাষ্ট্র প্রধান হলেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর দ্বারাই সমগ্র দেশের শাসন ব্যবস্থা পরিচালিত হয়। নির্বাচনে বিপুল সংখ্যক ভোট নিয়ে জয়লাভ করার পর সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রী নির্বাচিত হন। তিনি দেশের একজন রাষ্ট্র নায়ক। সুতরাং তার জীবনযাত্রার প্রতিটি পদক্ষেপ যে বিশেষ নিরাপত্তায় মোড়া থাকবে এ কথা আর আলাদা করে বলার অপেক্ষা রাখে না। ভারতীয় প্রধানমন্ত্রীর ক্ষেত্রেও এই নিয়ম কার্যকর হয়। বর্তমান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও এই নিরাপত্তা ব্যবস্থা গুলি বজায় থেকে বিভিন্ন গাড়ি (PM Modi Car Collection) ব্যবহার করে থাকেন।

বর্তমান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যখন কোনো অনুষ্ঠানে যোগ দিতে যান তখন বহু মানুষের চোখ পড়ে তাঁর গাড়ির উপর। স্বাভাবিক ভাবেই ভারতের প্রধানমন্ত্রী কঠোর নিরাপত্তা বলয় যুক্ত অত্যাধুনিক প্রযুক্তি যুক্ত গাড়ি ব্যবহার করেন। তবে সাধারণ মানুষের মনে প্রধানমন্ত্রীর গাড়ি নিয়ে নানা প্রশ্ন চিহ্ন তৈরি হয়। প্রধানমন্ত্রী একটি গাড়ি কত বছর ব্যবহার করেন? প্রধানমন্ত্রীর গাড়ি বদল করা হলে তার সিদ্ধান্ত কারা গ্রহন করেন ইত্যাদি বিষয় গুলি জানার সাধারণ মানুষ কৌতূহলী হয়ে থাকেন।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে সুরক্ষিত ও নিরাপদ গাড়িটি (PM Modi Car Collection) ব্যাবহার করেন সেটি যে কোনো ধরনের বিস্ফোরণের সঙ্গেও সহজে মোকাবেলা করতে পারেন। তবে আপনি কি জানেন দেশের প্রধানমন্ত্রী কত দিন অন্তর তিনি নিজের ব্যবহৃত গাড়িটি পরিবর্তন করেন? ভারতীয় শাসন ব্যবস্থার নিয়ম অনুসারে আগে প্রতি ৮ বছর অন্তর প্রধানমন্ত্রীর গাড়ি বদল করা হতো। তবে বর্তমানে সেই সময়সীমা কমিয়ে ৬ বছর করা হয়েছে। প্রধানমন্ত্রীর গাড়ি বদলানোর সম্পূর্ণ দায়িত্ব থাকে স্পেশাল প্রোটেকশন গ্ৰুপ বা SPG এর উপর। নিরাপত্তার কথা মাথায় রেখে কোন গাড়ি প্রধানমন্ত্রী জন্য সব থেকে আদর্শ হবে তা ঠিক করে দেয় স্পেশাল প্রোটেকশন গ্ৰুপ। তাদের গ্রহণ করা সিদ্ধান্ত মতই আধুনিক প্রযুক্তি সহকারে ব্যবহার করেন ভারতীয় প্রধানমন্ত্রী।

আরও পড়ুন 👉 Narendra Modi’s Salary: খুব কষ্টে কেটেছে ছোটবেলা! প্রধানমন্ত্রী হয়ে এখন মাসে মাসে কত টাকা পান নরেন্দ্র মোদি

বর্তমানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে গাড়ি ব্যবহার করেন তা যে কোনো ধরনের কেমিক্যাল অ্যাটাক, বুলেট ইত্যাদির আক্রমণ রোধ করে দিতে পারে। এই গাড়ির বডি এবং টায়ার অত্যন্ত শক্তিশালী ভাবে নির্মিত হয়। এই গাড়ির টায়ার এমন ভাবে তৈরি হয় যা ক্ষতিগ্রস্ত হলেও গাড়িটি ১০০ কিলোমিটার পর্যন্ত যাত্রা করতে পারবে। শুধু নিরাপত্তা ব্যবস্থাই নয়, স্পেশাল প্রোটেকশন গ্ৰুপ দ্বারা নির্বাচন করা প্রধানমন্ত্রীর এই গাড়িতে আরাম ও বিনোদনের যাবতীয় ব্যবস্থাপনা করা থাকে।

অনেকের মনে জানার আগ্রহ থাকে যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এখনো পর্যন্ত কি কি গাড়ি (PM Modi Car Collection) ব্যবহার করেছেন। জানা যায় বর্তমান ভারতীয় প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী এখনও পর্যন্ত মাহিন্দ্রা স্করপিও, টয়োটা ফর্চুনার, টয়োটা ল্যান্ড ক্রুজার, BMW 7 সিরিজ 760 Li, রেঞ্জ রোভার HSE এবং মার্সিডিজ বেঞ্জ S650 গার্ড ইত্যাদি গাড়ি ব্যবহার করেছেন। শুধু এগুলিই নয়, তার কনভয়ে ব্যবহার হয় BMW 7 সিরিজ সেডান, BMW X3, রেঞ্জ রোভার এবং মার্সিডিজ বেঞ্জের মতো অত্যাধুনিক প্রযুক্তি যুক্ত গাড়ি।