কী হবে বন্দে ভারতের উদ্বোধন! প্রধানমন্ত্রীর মায়ের প্রয়াণে কলকাতায় আসা নিয়ে জল্পনা

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : দীর্ঘ প্রতীক্ষার পর শুক্রবার আনুষ্ঠানিকভাবে পথ চলা শুরু করবে বাংলার প্রথম বন্দে ভারত এক্সপ্রেস। এখনো পর্যন্ত দেশে ছয়টি বন্দে ভারত এক্সপ্রেস পথ চলা শুরু করেছে। বাংলার এই বন্দে ভারত এক্সপ্রেসটি সপ্তম। প্রতিটি বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন পথচলা শুরু করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাত দিয়ে। তিনি সশরীরে উপস্থিত থেকে ট্রেনের উদ্বোধন করেন।

Advertisements

সেইমত বাংলায় যে সপ্তম বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের সূচনা হওয়ার সূচি রয়েছে তাতেও তার সশরীরে উপস্থিত হওয়ার কথা। কিন্তু এই ট্রেনের উদ্বোধন হওয়ার আগেই প্রয়াত হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মা হীরাবেন। দেশের এক রত্নগর্ভার এমন প্রয়াণে শোকোস্তব্ধ হয়ে পড়েছে দেশ আর এরপরেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নাকি আমেদাবাদের দিকে রওনা দিয়েছেন।

Advertisements

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিজে তার মায়ের প্রয়াণের খবর শুক্রবার সকাল ৬:০২ মিনিটে সোশ্যাল মাধ্যমে প্রকাশ করেন। যেখানে তিনি আবেগ, কষ্ট চেপে রেখে লিখেছেন, “ঈশ্বরের চরণে বিশ্রাম নেবেন অপরূপ শতায়ু। মায়ের মধ্যে আমি সবসময় তিনটি স্বত্বা অনুভব করতে পেরেছি-তপস্বীর যাত্রা, নিঃস্বার্থ কর্মযোগী এবং মূল্যবোধের প্রতি জীবন উৎসর্গ করা।”

Advertisements

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মায়ের প্রয়াণের পর প্রশ্ন উঠছে তাহলে কি শুক্রবার বাংলার প্রথম বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের উদ্বোধন আটকে যাবে। এখনো পর্যন্ত যা শোনা যাচ্ছে তাতে ট্রেনের উদ্বোধন আটকাবে না। তবে সশরীরে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির উপস্থিতিতে ট্রেনের উদ্বোধন হয়তো হবে না। সেক্ষেত্রে ভিডিও কনফারেন্সের মাধ্যমে তিনি ট্রেনের উদ্বোধন করতে পারেন।

বন্দে ভারত এক্সপ্রেস ছাড়াও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপস্থিতিতে শুক্রবার একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন হওয়ার কথা ছিল। তার উপস্থিতিতে ৭৮০০ কোটি টাকার প্রকল্পের উদ্বোধন হওয়ার কথা রয়েছে। হাওড়া-নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন ছাড়াও জোকা-তারাতলা মেট্রোর মতো প্রকল্পের উদ্বোধন করার কথা ছিল। তবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার মায়ের প্রয়াণে আমেদাবাদ গেলেও সূচি অনুযায়ী সমস্ত কিছুরই উদ্বোধন হবে এবং তা হবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বলেই জানা যাচ্ছে সূত্র মারফত।

Advertisements