মাসে মাসে ৩০০০ টাকা, মিলবে ৪৪ লক্ষ, কেন্দ্রের এই স্কিম অনেকেই জানেন না

নিজস্ব প্রতিবেদন : দেশের নাগরিকদের জন্য কেন্দ্র সরকারের (Central government) তরফ থেকে বিভিন্ন প্রকল্প চালু করা হয়ে থাকে। কেন্দ্রের এই সকল প্রকল্পের (Scheme) মধ্য দিয়ে নাগরিকদের ভবিষ্যৎ সুনিশ্চিত করার পাশাপাশি সুরক্ষা প্রদান করা হয়। সেই রকমই কেন্দ্রের এমন একটি প্রকল্প রয়েছে যাতে মাসে মাসে তিন হাজার টাকা করে জমা দিলে মিলতে পারে ৪৪ লক্ষ টাকা।

চাকরি থেকে অবসর গ্রহণ করার পর অনেকেই নিশ্চিন্তে কাটানোর জন্য বিভিন্ন প্রকল্পে বিনিয়োগ করে থাকেন। তবে বাজারে থাকা বিভিন্ন প্রকল্পের তুলনায় কেন্দ্র সরকারের National Pension System (NPS) অনেক বেশি নিশ্চয়তা দিয়ে থাকে। এই প্রকল্পকে নতুনভাবে সাজিয়ে আনা হয়েছে কেন্দ্রের তরফ থেকে। এখানে একটু পরিকল্পনা করে টাকা জমা করলেই অবসরকালীন বিরাট অংকের টাকা ফেরত পাওয়া যায়।

এই প্রকল্প প্রথমদিকে সরকারি কর্মচারীদের জন্যই চালু করা হয়েছিল। কিন্তু পরে বেসরকারি সংস্থার কর্মচারীদেরও এই প্রকল্পে টাকা জমা করার সুযোগ করে দেওয়ার জন্য বিনিয়োগের দরজা খুলে দেওয়া হয়। দেশের যেকোনো নাগরিক ১৮ বছর বয়স হলেই এখন এই প্রকল্পের আওতায় বিনিয়োগ করতে পারবেন।

বিনিয়োগ করার ক্ষেত্রে ন্যূনতম ৫০০ টাকা বিনিয়োগ করা যায়। ন্যূনতম ৫০০ টাকা বিনিয়োগ করেই টিয়ার১ বা টিয়ার২ অ্যাকাউন্টে নাম রেজিস্টার করতে পারেন। এক্ষেত্রে ৬০ বছর পর্যন্ত টাকা জমা করতে হবে এবং তারপর যে পরিমাণ টাকা জমা হয়েছে তার ওপর ভিত্তি করে পেনশন দেওয়া হয়।

ন্যাশনাল পেনশন স্কিমের মূল উদ্দেশ্য হলো অবসর গ্রহণের আগে সঞ্চয় করা। এই টাকা সরকারের ঘরে জমা থাকে আর সরকারের ঘরে জমা থাকার ফলে সুরক্ষার বিষয়টি কয়েক গুণ বেশি। প্রকল্পটি এমনভাবে তৈরি করা হয়েছে যাতে অবসর গ্রহণের পর বিপুল পরিমাণ টাকা রিটার্ন পাওয়া যায়। হিসাব কষলে দেখা যায় ৩৪ বছর বয়সী কোন ব্যক্তি মাসে মাসে তিন হাজার টাকা করে জমা করলে, ২৬ বছর সেই টাকা জমা দেওয়ার পর ৪৪.৩৫ লক্ষ টাকা ফেরত পাবেন।