NBSTC দারুণ উদ্যোগ, নিমেষে অর্ধেক হবে পাহাড় ঘোরার খরচ

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : বছরের বিভিন্ন মরশুমে আলাদা আলাদা রূপ নিয়ে থাকে পাহাড়। আর সেই সকল আলাদা আলাদা রূপের টানে বছরের বিভিন্ন সময় বিভিন্ন জায়গা থেকে পর্যটকদের আগমন ঘটে। পাহাড় অথবা ডুয়ার্স ঘুরতে যাওয়ার ক্ষেত্রে নিউ জলপাইগুড়ি স্টেশন অথবা বাগডোগরাতে নামার পর গাড়ি নিয়ে দর কষাকষি করতে হয় পর্যটকদের। এবার এই পরিস্থিতি থেকে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা (NBSTC) এমন এক বন্দোবস্ত করলো যা পর্যটকদের পাহাড় ঘোরার খরচ অর্ধেক করে দেবে।

Advertisements

সামনেই গরমের ছুটি, আর যেটুকু জানা যাচ্ছে তাতে গরমের ছুটি এগিয়ে আনতে পারে সরকার। গরমের এই ছুটিতে কাজে লাগিয়ে বহু পর্যটকরা পাহাড় ঘুরতে যাওয়ার প্ল্যান করছেন। সামনে যারা পাহাড় ঘুরতে যাওয়ার পরিকল্পনা করছেন তাদের জন্য উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা সুখবর দিয়েছে।

Advertisements

নিউ জলপাইগুড়ি অথবা বাগডোগরায় নামার পর পাহাড়ের বিভিন্ন জায়গায় পৌঁছে যাওয়ার ক্ষেত্রে গাড়ির অভাব রয়েছে এমন নয়। কিন্তু বেসরকারি যানবাহনের ভাড়া খুব চড়া হয়ে থাকে। এক্ষেত্রে যারা গ্রুপ করে ঘুরতে যাচ্ছেন অর্থাৎ এক একটি দলে ১৮ থেকে ২৫ জন থাকলে একটি আস্ত বাস ভাড়া করা যেতে পারে। এই সুখবর দেওয়া হয়েছে NBSTC-র তরফ থেকে।

Advertisements

১৮-২৫ জনের টিম থাকলে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার আস্ত বাস বুকিং করে নিলেই সেই বাস পৌঁছে যাবে নিউ জলপাইগুড়ি অথবা বাগডোগরায়। এর ফলে আলাদা আলাদা করে গাড়ি ভাড়া করার তুলনায় পর্যটকদের খরচ অনেকটাই কমে যাবে। পাশাপাশি পর্যটকদের স্বাচ্ছন্দের কথা মাথায় রেখে এই সকল বাস আরামদায়ক করা হয়েছে। যদিও আপাতত নন এসি বাস চালানো হবে বলে জানানো হয়েছে এবং পরবর্তীতে এসি বাস চালানোর পরিকল্পনাও রয়েছে। এমন বাস বুকিং করার জন্য tourism@nbstc.in ওয়েবসাইটে লগইন করতে হবে।

উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার এমন পরিষেবা আগামী ২০ এপ্রিল থেকে চালু হবে বলে জানা গিয়েছে। যে সকল জায়গা থেকে যাত্রীদের তোলা হবে সেগুলি হল প্রস্তাব রাখা হয়েছে সেগুলি হল নিউজলপাইগুড়ি, বাগডোগরা বিমান বন্দর ও শিলিগুড়ি বাস টার্মিনাস। যাত্রীদের পৌঁছে দেওয়া হবে দার্জিলিং বাস স্ট্যান্ড, কার্শিয়াং, মিরিক, কালিম্পং, লাটাগুড়ি, ডেলো, মাদারিহাট, জলদাপাড়া বিন্দুর মত জায়গায়।

Advertisements