নিজস্ব প্রতিবেদন : রাজ্যজুড়ে শুরু হয়ে গিয়েছে শীতের আমেজ। শীতের আমেজ শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই চারদিকে চলছে পিকনিকের প্ল্যান। কেননা প্রতিবছর ডিসেম্বর মাসের শেষ সপ্তাহ থেকেই পিকনিকের জন্য তোড়জোড় শুরু হয়ে যায়। পিকনিক করার ক্ষেত্রে অনেকেই রয়েছেন যারা দূরদূরান্তে যেতে ভালোবাসেন।
তবে দূর দূরান্তে যাওয়ার ক্ষেত্রে অন্য সমস্যা হয়ে দাঁড়ায় যানবাহন। বিশেষ করে পিকনিকের এই মরশুম শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই দেখা যায় অনেকেই আগে থেকে বাস বুকিং করে নেন। আগে থেকে বাস বুকিং করে নেওয়ার পাশাপাশি এই সময়ই চাহিদার কথা মাথায় রেখে বাস মালিকরাও ভাড়া অনেক বৃদ্ধি করে থাকেন। এই সকল সমস্যা থেকে এবার রক্ষা কর্তা হিসেবে হাজির উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা।
সম্প্রতি উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার তরফ থেকে একগুচ্ছ নতুন নতুন পদক্ষেপ নেওয়ার পাশাপাশি তাদের তরফ থেকে জানানো হয়েছে, পিকনিকের জন্য বাস ভাড়া দেওয়া হবে। সরকারি সংস্থার বাস হওয়ার কারণে সেই বাস অনেক কমে ভাড়া পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে এবং পিকনিকে বাস ভাড়া দেওয়ার পরিপ্রেক্ষিতে বেসরকারি বাস সংস্থাগুলিও প্রতিযোগিতায় নেমে ভাড়া কমাতে পারে এমন সম্ভাবনা তৈরি হচ্ছে।
বৃহস্পতিবার বালুরঘাটে সরকারি বাসডিপো ও বাস স্ট্যান্ড পরিদর্শন করেন উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার ম্যানেজিং ডিরেক্টর দীপঙ্কর পিপলাই। সেখানেই তিনি পিকনিকের সময় উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার বাস ভাড়া দেওয়া হবে এমন জানান। এর পাশাপাশি তিনি আরও কতগুলি উদ্যোগের বিষয়েও জানিয়েছেন।
অন্যান্য যে সকল সুযোগ-সুবিধার কথা জানিয়েছেন তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো অনলাইনে টিকিট বুকিং। আগামী বছর মার্চ মাসের মধ্যেই অ্যাপের মাধ্যমে টিকিট বুকিং ব্যবস্থা আনা হবে বলে জানিয়েছেন তিনি। এই ব্যবস্থা এলে সাধারণ যাত্রীদের হয়রানি অনেক কমবে এবং তারা বাড়িতে বসেই টিকিট বুকিং করার সুযোগ পাবেন।