নিজস্ব প্রতিবেদন : পুজো কেটে গিয়েছে। তবে এখনো পুজোর ছুটি বাকি রয়েছে। এই পুজোর ছুটিতে বাইরে বেড়াতে যেতে পছন্দ করেন বহু বাঙালিই। বাঙ্গালীদের ভ্রমণের পছন্দের জায়গায় বলতে অত্যন্ত প্রিয় হল উত্তরবঙ্গ। উত্তরবঙ্গে ইতিমধ্যেই পর্যটকদের ঢল নামতে শুরু করেছে। এমত অবস্থায় বহু পর্যটককেই ট্রেনের টিকিট না পেয়ে অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে। আর এবার এই সমস্যা সমাধানের জন্য বাড়তি বাস চালু করল NBSTC।
কলকাতা থেকে উত্তরবঙ্গ যাওয়ার জন্য এই সকল কয়েক ডজন বাড়তি বাসের বন্দোবস্ত করেছে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগম। বর্তমানে যে সকল পর্যটকদের ট্রেনের টিকিট কনফার্ম হয়নি তাদের অন্যতম ভরসা হয়ে দাঁড়িয়েছে এই সকল বাসগুলি। নিগম সূত্রে জানা যাচ্ছে, অন্ততপক্ষে ২৩টি বিশেষ বাসের ব্যবস্থা করেছে তারা। পঞ্চমী থেকেই এই সকল বাসের সংখ্যা বাড়িয়েছে নিগম।
নিগম সূত্রে জানা যাচ্ছে, এইসকল বাসের মধ্যে রয়েছে এসি, নন এসি, ভলভো, রকেট। দিন কয়েক ধরেই বাসের চাহিদা বৃদ্ধি পাওয়ার কারণে এই বাড়তি বাসের ব্যবস্থা করা হয়েছে। পাহাড়, ডুয়ার্স ভ্রমণে ইচ্ছুক পর্যটকরা ইতিমধ্যেই ধর্মতলা থেকে এই সকল বাস ধরে রওনা দিচ্ছেন তাদের গন্তব্যের দিকে।
অন্যদিকে বাসের চাহিদাও এতটাই বেড়েছে যে, উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের তরফ থেকে জানা যাচ্ছে, ইতিমধ্যেই লক্ষ্মীপুজো পর্যন্ত এই সকল বাসের টিকিট বুক হয়ে গিয়েছে। আবার অনেকেই যারা কর্মসূত্রে কলকাতায় থাকেন তারা পুজোর ছুটিতে বাড়ি ফেরা এবং পুনরায় কর্মস্থলে আসার তাগিদে স্বাভাবিকভাবেই বাড়ছে এই বাসের চাহিদা।