করমণ্ডল দুর্ঘটনার পর একটি কাজই রাতারাতি হিরো বানালো এই সেনাকর্মীকে

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : গত শুক্রবারের পর দুঃস্বপ্নের নাম হয়ে দাঁড়িয়েছে করমণ্ডল এক্সপ্রেস (Coromandel Express) আর যশবন্তপুর হামসফর এক্সপ্রেস (Yeshwantpur Humsafar Express)। এই দুই ট্রেনের সঙ্গে একটি মালগাড়ি একই জায়গায় শুক্রবার দুর্ঘটনার কবলে পড়ে। ওড়িশার বালেশ্বরের সেই দুর্ঘটনায় ইতিমধ্যেই প্রায় ৩০০ জন প্রাণ হারিয়েছেন এবং ৮০০ কাছাকাছি আহত। তবে এই দুর্ঘটনার পরই এক সেনা কর্মী এমন একটি কাজ করেছিলেন যা তাকে রাতারাতি হিরোতে পরিণত করেছে।

Advertisements

রাতারাতি হিরো হয়ে ওঠা ওই সেনা কর্মী হলেন NDRF সেনা জওয়ান। দুর্ঘটনার দিন তিনি ছুটি পেয়ে বাড়ি যাচ্ছিলেন। কিন্তু বাড়ি যাওয়ার পথেই শালিমার থেকে করমন্ডল কিছুদূর রওনা দেওয়ার পরই দুর্ঘটনার কবলে পড়ে। ছুটিতে বাড়ি যাওয়ার পরিবর্তে দুর্ঘটনাস্থলেই তাকে হাত লাগাতে হয় উদ্ধারকার্যে। তবে এর পাশাপাশি দুর্ঘটনার পর পরই তিনি যা করেছিলেন তা না করলে হয়তো আজ আহত এবং নিহতের সংখ্যা আরও কয়েকগুণ বেড়ে যেত।

Advertisements

দুর্ঘটনার পর ওই এনডিআরএফ জওয়ান Venkatesh NK নিজেকে ধীর স্থির রেখে এবং বুদ্ধি খাটিয়ে এনডিআরএফের কন্ট্রোল রুমে। কন্ট্রোল রুমের যাতে দুর্ঘটনা স্থল চিনতে অসুবিধা না হয় এবং সেখানে দ্রুত যাতে কর্মীরা পৌঁছাতে পারেন তার জন্য লাইভ লোকেশন পাঠিয়ে দেন whatsapp মারফত। এর পাশাপাশি তিনি সেই সময় ভুলে যান তার ছুটির কথা। তড়িঘড়ি উদ্ধারকার্যে হাত লাগান।

Advertisements

রাতারাতি হিরো হয়ে ওঠা এই এনডিআরএফ কর্মী বর্তমানে কলকাতায় সেকেন্ড ব্যাটেলিয়ানে কর্মরত। ৩৯ বছর বয়সি ভেঙ্কটেশ ঐদিন যে কাজ করেছেন সেই কাজ যদি তিনি না করতেন তাহলে উদ্ধার কার্য শুরু হতে হয়তো আরও কিছুটা সময় লেগে যেতে পারত। আর তাতে আরও ক্ষয়ক্ষতি বেড়ে যাওয়ার সম্ভাবনা ছিল। আধিকারিকরা জানিয়েছেন, দুর্ঘটনার পর এইভাবে লাইভ লোকেশন পাঠিয়ে দুর্ঘটনাস্থল শনাক্ত করার ক্ষেত্রে অনেক সুবিধা হয়। খুব তাড়াতাড়ি ঘটনাস্থলে পৌঁছান উদ্ধারকারি দল।

দুর্ঘটনার সময় ৩৯ বছর বয়সি এনডিআরএফ কর্মী ভেঙ্কটেশ ছিলেন করমন্ডল এক্সপ্রেসের এসি কামরার ৫৮ নম্বর সিটে। ট্রেনটি যখনই বালেশ্বরের বাহানাগা এসে পৌঁছায় তখনই শুরু হয় প্রচন্ড ঝাঁকুনি। দেখতে পান কয়েকজন যাত্রী পড়ে যাচ্ছেন। তৎক্ষণাৎ তিনি বুঝতে পারেন ট্রেনটি দুর্ঘটনার কবলে পড়েছে এবং তারপরই তিনি শুরু করেন তার কাজ।

Advertisements