Debit Card: ডেবিট কার্ড থাকলেই ৩ কোটি টাকার সুবিধা, শুধু করতে হবে এই কাজ

Prosun Kanti Das

Published on:

Advertisements

Need to do this to get a benefit of 3 crore rupees from the debit card: বর্তমান সময়ে আমাদের চারপাশে বিভিন্ন বীমা সংস্থা লক্ষ্য করা যায় যারা গ্রাহকের ভবিষ্যৎ সুরক্ষার জন্য বিভিন্ন ধরনের ইনস্যুরেন্স পলিসি চালু করে রেখেছে। এই সমস্ত পলিসি গুলির সাহায্যে গ্রাহকরা যে কোনো ধরনের দুর্ঘটনার সময় আর্থিক সাহায্য পেয়ে থাকেন। তবে বেশিরভাগ ক্ষেত্রেই এই সুবিধা গুলি তখনই পাওয়া যায় যখন গ্রাহকরা ইনস্যুরেন্স কোম্পানির কাছ থেকে কোনো পলিসি ক্রয় করে সেখানে নির্দিষ্ট পরিমাণ অর্থ বিনিয়োগ করতে থাকেন। তবে ব্যাংকের এমন একটি বিশেষ সুবিধা আছে যারা তার গ্রাহকদের ডেবিট কার্ডের (Debit Card) মাধ্যমে বিনামূল্যে বীমা কভার এর সুবিধা দিয়ে থাকেন।

Advertisements

এমন অনেক কোম্পানি আছে যারা গ্রাহকদের বিনামূল্যে কোটি কোটি টাকা বীমার সুবিধা প্রদান করে। এখানে বিনামূল্য কথার অর্থ হলো এই বীমার সুবিধা লাভ করার জন্য গ্রাহকদের কোনো প্রিমিয়াম ভরতে হয় না। আলাদা আলাদা ব্যাংকের ক্ষেত্রে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা পাওয়া যায়। ব্যাংক ভেদে এই বীমার নিয়নের ক্ষেত্রে অবশ্য কিছুটা বিভিন্নতা দেখা যায়।

Advertisements

আবার অন্য দিকে ব্যাংক গুলির তরফ থেকে গ্রাহকদের সুবিধার কথা ভেবে চালু করা এই ডেবিট কার্ডে (Debit Card) বিনামূল্যে অ্যাক্সিডেন্টাল ইনসোরেন্স কভারেজ পাওয়ার ক্ষেত্র বেশ কিছু নিয়ম ও শর্তাবলী রয়েছে। গ্রাহকদের সেই সব নিয়ম কানুন গুলি অবশ্যই মেনে চলতে হয়। ব্যাংকের তরফ থেকে চালু করা এই নিয়ম গুলির মধ্যে অন্যতম হল গ্রাহকদের জন্য ব্যাংক থেকে নির্ধারণ করে দেওয়া নির্দিষ্ট সময়ের মধ্যে ওই ডেবিট কার্ডের সাহায্যে বেশ কিছুটা টাকা লেনেদেন করতে হয় অর্থাৎ ডেবিট কার্ডটিকে সচল করে রাখতে হয়। দেখে নিন কয়েকটি ব্যাংকের বিশেষ ধরনের ডেবিট কার্ড গুলি থেকে কি কি সুবিধা পেতে পারেন গ্রাহকরা।

Advertisements
১) এইচডিএফসি ব্যাংকের মিলেনিয়া ডেবিট কার্ড

আরও পড়ুন ? Credit Card Rules Changed: বদলে গেল ক্রেডিট কার্ডের নিয়ম! RBI নির্দেশিকা জারি করতেই বাড়লো গ্রাহকদের সুবিধা

এইচডিএফসি ব্যাংকের তরফ থেকে মিলেনিয়া ডেবিট কার্ড (Debit Card) নামে যে পরিষেবা প্রদান করা হয় তার মাধ্যমে গ্রাহকরা বীমা সুবিধা পেয়ে থাকেন। তবে ব্যাংকের নিয়ম অনুযায়ী এই কার্ডের মাধ্যমে ইন্স্যুরেন্স পলিসি চালু করার জন্য কার্ড ব্যবহারকারী গ্রাহকদের ৩০ দিনে কম করে একটি লেনেদেন করতেই হবে। এইচডিএফসি ব্যাংকের মিলেনিয়া ডেবিট কার্ডটির সাহায্যে দেশের মধ্যে অভ্যন্তরীণ ভ্রমণের জন্য ৫ লক্ষ টাকা এবং আন্তর্জাতিক বিমান ভ্রমণের জন্য ১ কোটি টাকার বীমা কভারেজ পাওয়া যায় সম্পূর্ন বিনামূল্যে।

২) কোটাক মহিন্দ্রা ব্যাংকের ক্লাসিক ডেবিট কার্ড

কোটাক মহিন্দ্রা ব্যাংকে তার গ্রাহকদের ক্লাসিক ডেবিট কার্ডটির মাধ্যমে বীমার সুবিধা প্রদান করে থাকে।এক্ষেত্রেও বিনামুল্যে বীমা কভারেজ পাওয়া যায়। তবে এই ব্যাংকের ক্লাসিক ডেবিট কার্ড গ্রাহকদের ৩০ দিনের মধ্যে নুন্যতম ৫০০ টাকার ২টি লেনদেন করতেই হয়।

৩) ডিবিএস ব্যাংক ইন্ডিয়ার ইনফিনিটি ডেবিট কার্ড

ডিবিএস ব্যাংক ইন্ডিয়া গ্রাহকদের বীমা কভারেজ প্রদান করার জন্য ইনফিনিটি ডেবিট কার্ড চালু করে রেখেছে। এই কার্ডের মাধ্যমে গ্রাহকরা যে বীমা কভারেজের সুবিধা লাভ করেন তা চালু করার জন্য ৯০ দিনের মধ্যে এই কার্ডের মাধ্যমে অন্তত একটি লেনদেন করতেই হয়।

Advertisements