Credit Card Rules Changed: বদলে গেল ক্রেডিট কার্ডের নিয়ম! RBI নির্দেশিকা জারি করতেই বাড়লো গ্রাহকদের সুবিধা

Shyamali Das

Published on:

নিজস্ব প্রতিবেদন : এখনকার দিনে অধিকাংশ গ্রাহকদের হাতেই পৌঁছে গিয়েছে ক্রেডিট কার্ড (Credit Card)। ক্রেডিট কার্ডের ব্যবহার গ্রাহকদের আর্থিক দিক দিয়ে অনেক সুবিধা দিয়ে থাকে, আর সেই কারণেই ক্রেডিট কার্ডের জনপ্রিয়তা দিন দিন বেড়ে চলেছে। যারা ক্রেডিট কার্ড ব্যবহার করেন তারা প্রত্যেকেই জানেন, ক্রেডিট কার্ডের কি কি সুবিধা রয়েছে।

যাদের কাছে ক্রেডিট কার্ড রয়েছে তারা কোন পেমেন্টের ক্ষেত্রে ওই কার্ডের মাধ্যমে আগেই পেমেন্ট করে দেওয়ার সুযোগ পান এবং সেই টাকা তাদের পরে পরিশোধ করতে হয়। নির্দিষ্ট সময়ের মধ্যে টাকা পরিশোধ করে দিলে কোন বাড়তি খরচ হয় না। অর্থাৎ এই ক্রেডিট কার্ড গ্রাহকদের কাছে বিনা সুদে লোনের সমান।

ক্রেডিট কার্ডের এমন সুবিধায় কোটি কোটি গ্রাহক উপকৃত হন তা নিয়ে কোন সন্দেহ নেই। অন্যদিকে এবার ক্রেডিট কার্ড নিয়ে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI) নিয়মে যে বদল আনল তাতে গ্রাহকরা আরও কয়েক গুণ বেশি উপকৃত হবেন। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে বুধবার ক্রেডিট কার্ড সম্পর্কিত নতুন নিয়ম (Credit Card Rules Changed) জারি করেছে। চলুন দেখে নিই কি নতুন নিয়ম জারি করল কেন্দ্রীয় ব্যাঙ্ক।

আরও পড়ুন 👉 CVV: ক্রেডিট কার্ড, ডেবিট কার্ডের পিছনে থাকা CVV এর আসল অর্থ কী! জানেন না অধিকাংশরাই

এতদিন পর্যন্ত ক্রেডিট কার্ড নেওয়ার ক্ষেত্রে গ্রাহকদের কাছে পছন্দমত কার্ড সরবরাহকারী সংস্থা বেছে নেওয়ার কোন উপায় ছিল না। এক্ষেত্রে ব্যাংক বা ক্রেডিট কার্ড সরবরাহকারী সংস্থা গ্রাহকদের যে সংস্থার ক্রেডিট কার্ড দিত তাই নিতে হতো। কিন্তু এবার রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে স্পষ্ট ভাবে জানিয়ে দেওয়া হয়েছে, গ্রাহকদের পছন্দকেই অগ্রাধিকার দিতে হবে। অর্থাৎ গ্রাহকরা যে সংস্থার ক্রেডিট কার্ড নিতে চান তাকে সেই সংস্থার ক্রেডিট কার্ড দিতে হবে।

সহজ ভাষায় বলতে গেলে, ধরুন আপনি কোন ব্যাংকের ক্রেডিট কার্ড নিচ্ছেন। সেক্ষেত্রে আপনাকে ব্যাংক Visa অথবা Mastercard সংস্থার ক্রেডিট কার্ড দিতে চাইছে। কিন্তু আপনার এই দুই সংস্থা পছন্দ নয়। আপনার পছন্দ Rupay ক্রেডিট কার্ড। এবার নতুন নিয়ম অনুসারে আপনার পছন্দকেই অগ্রাধিকার দিয়ে ব্যাংক কর্তৃপক্ষকে আপনাকে দিতে হবে Rupay ক্রেডিট কার্ড। নতুন ক্রেডিট কার্ডের ক্ষেত্রে যেমন এই নিয়ম জারি হল, ঠিক সেই রকমই পুরাতন ক্রেডিট কার্ড ব্যবহারকারীদের ক্রেডিট কার্ড রিনিউয়ের সময় একই নিয়ম মেনে চলতে হবে ব্যাংক কর্তৃপক্ষকে।