নিজস্ব প্রতিবেদন : মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni), যে নামটি শুনলে এখনো ক্রিকেটপ্রেমীদের একবার অন্ততপক্ষে তাকাতে হয়, সেই মহেন্দ্র সিং ধোনির একাধিক গোপন তথ্য হঠাৎ নেটদুনিয়ায় ফাঁস হয়ে গেল। হঠাৎ নেট দুনিয়ায় যে সকল জিনিস ফাঁস হয়েছে তা থেকে জানা যাচ্ছে মহেন্দ্র সিং ধোনির মোট সম্পত্তির পরিমাণ কত, তিনি কত টাকা আয়কর জমা দেন সহ একাধিক তথ্য। এখন ফাঁস হওয়া এই সকল তথ্য নিয়েই মজে রয়েছেন নেট দুনিয়ার নেটিজেনরা।
মহেন্দ্র সিং ধোনি এমন একজন ক্রিকেটার যিনি একেবারেই মাটির মানুষ হিসাবে উঠে আন্তর্জাতিক জায়গায় জায়গা করে নিয়েছেন। প্রথম জীবনে রেল কর্মী হিসেবে কাজ শুরু করলেও তিনি পরবর্তীতে হয়ে ওঠেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক। মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বেই ভারত দ্বিতীয়বারের জন্য আন্তর্জাতিক এক দিবসীয় ক্রিকেট বিশ্বকাপ ঘরে তোলে। এর পাশাপাশি টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে শুরু করে একের পর এক ট্রফি এসেছে তার নেতৃত্বেই। এই মহেন্দ্র সিং ধোনি শেষবার ২০১৯ সালে ভারতীয় ক্রিকেট বোর্ডের হয়ে খেলেন এবং ২০২০ সালের ১৫ আগস্ট হঠাৎ আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় দেন। তবে এখনো তিনি আইপিএল খেলছেন।
মহেন্দ্র সিং ধোনি এই মুহূর্তে ঝাড়খণ্ডের সবচেয়ে বেশি রোজগেরে একজন ব্যক্তি। তিনি সবচেয়ে বেশি আয়কর রিটার্ন জমা দিয়ে থাকেন। মহেন্দ্র সিং ধোনির মোট সম্পত্তির পরিমাণ প্রায় ১০৪০ কোটি টাকা। যদিও তার আগে সম্পত্তির তালিকায় রয়েছেন বিরাট কোহলি। বিরাট কোহলির সম্পত্তির পরিমাণ প্রায় ১০৫০ কোটি টাকা। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় যে বিষয়টি ভাইরাল হয়েছে তাতে ধোনির একটি চাকরি এবং তার বেতন উল্লেখ রয়েছে।
মহেন্দ্র সিং ধোনি আইপিএলে প্রথম থেকেই চেন্নাই সুপার কিংস-এর একজন খেলোয়াড় এবং অধিনায়ক। এই দলের মালিকানা রয়েছে ইন্ডিয়া সিমেন্টের হাতে। ইন্ডিয়া সিমেন্টের ম্যানেজিং ডিরেক্টর হলেন ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রাক্তন সভাপতি এন শ্রীনিবাসন। ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রাক্তন সভাপতি সঙ্গে মহেন্দ্র সিং ধোনির সম্পর্ক বেশ ভালো।
MS Dhoni’s old job offer letter from 2012. where his monthly salary was fixed at Rs 43,000. MS Dhoni was offered the job of Vice President (Marketing) in July 2012 in India Cements head office in Chennai.
Document Source : Lalit Modi. #MSDhoni? pic.twitter.com/MYEuejCZuq
— Vipin Tiwari (@vipintiwari952) July 25, 2023
মহেন্দ্র সিং ধোনি বিশ্বকাপ জয়ের পর থেকে প্রতি মাসে ৪৩ হাজার টাকা বেতনের একটি চাকরি করতেন। সংস্থার ভাইস প্রেসিডেন্ট হিসেবে এই চাকরি করতেন মহেন্দ্র সিং ধোনি। ভারতীয় দলের হয়ে আট বছর খেলার পর তিনি এই চাকরি পেয়েছিলেন। ২০১২ সালে সেই চাকরির প্রস্তাবে সম্মতি দিয়েছিলেন ক্যাপ্টেন কুল। মহেন্দ্র সিং ধোনির সেই নিয়োগ পত্রটি সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ভাইরাল হওয়া এই নিয়োগপত্রটি সোশ্যাল মিডিয়ার নাগরিকদের সঙ্গে শেয়ার করেছেন আইপিএলের স্রষ্টা ললিত মোদি।