Kolkata-Siliguri Bus Route: পুজোর আগেই উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের যাত্রীদের জন্য বড় চমক! এবার শিলিগুড়ি-কলকাতা রুটে ( Kolkata-Siliguri Bus Route) চালু হল নতুন এসি রকেট বাস পরিষেবা। যাত্রীদের আরামদায়ক এবং ঝঞ্ঝাটমুক্ত যাত্রার জন্য এই পরিষেবা উদ্বোধন করেছে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থা। শুধু তাই নয়, কোচবিহার-শিলিগুড়ি রুটে পরিবেশবান্ধব সিএনজি বাসও চালু করা হয়েছে, যা যাত্রীদের জন্য পরিবেশ রক্ষার বার্তা নিয়ে আসছে। পুজোর ভ্রমণ এবার হবে আরও মসৃণ, আরামদায়ক ও আনন্দময়!
মঙ্গলবার উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার চেয়ারম্যান পার্থপ্রতিম রায় এবং শিলিগুড়ির মেয়র গৌতম দেবের উপস্থিতিতে এই নতুন বাস পরিষেবার উদ্বোধন হয়। আপাতত দুটি এসি রকেট বাস চলবে শিলিগুড়ি-কলকাতা রুটে (Kolkata-Siliguri Bus Route), এবং শীঘ্রই বাসের সংখ্যা আরও বাড়ানো হবে। পুজোর ভিড় মাথায় রেখে, শুধুমাত্র কলকাতা-শিলিগুড়ি নয়, পাহাড়ি রুটেও চালু হচ্ছে ছোট বাস পরিষেবা, যা চতুর্থী ও পঞ্চমীর দিন পুজো পরিক্রমার জন্য বিশেষভাবে ব্যবহার করা হবে। এই উদ্যোগ যাত্রীদের মধ্যে দারুণ সাড়া ফেলেছে।
উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থা পুজোর সময় বিমান এবং রেলের ভাড়ার কথা মাথায় রেখে এসি ও নন-এসি বাসের সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। পার্থপ্রতিম রায় জানান, এই পরিষেবা বিশেষভাবে পর্যটকদের কথা ভেবেই তৈরি করা হয়েছে, যাতে তারা পুজোর সময় যেকোনো ধরনের অসুবিধার সম্মুখীন না হন। পাহাড়ের রুটে ছোট গাড়ি চালানোর ব্যবস্থাও করা হয়েছে, যাতে পর্যটকরা সহজে পাহাড়ের সৌন্দর্য উপভোগ করতে পারেন।
আরো পড়ুন: বাঁকুড়া-মশাগ্রাম রেললাইন বর্ধমানের কর্ডলাইনের সঙ্গে যুক্ত হবে পুজোর আগেই, জানুন বিস্তারিত
এছাড়াও, পরিবহণ কর্মীদের উৎসাহিত করতে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ দফতর বিশেষ পুরস্কার এবং শংসাপত্র প্রদান করছে। চালক, মেকানিকসহ একাধিক পদে কর্মরতদের কাজের মানের উপর ভিত্তি করে এই সম্মান দেওয়া হবে। পার্থপ্রতিম রায় বলেন, “এই কর্মীরাই আমাদের সম্পদ, তাদের কাজের দক্ষতা এবং সেবার মান বৃদ্ধির জন্য এই উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
অন্যদিকে, পরিবেশবান্ধব যাত্রার জন্য পরীক্ষামূলকভাবে চালু হয়েছে সিএনজি বাস পরিষেবা, যা কোচবিহার ও শিলিগুড়ি রুটে চলবে। আশা করা হচ্ছে যে, পরিবেশ রক্ষার পাশাপাশি, অর্থনৈতিকভাবে সাশ্রয়ী এই বাস পরিষেবা আগামী দিনে যাত্রীদের জন্য বড় সুবিধা বয়ে আনবে। পুজোর সময় এই বাস পরিষেবা (Kolkata-Siliguri Bus Route) যাত্রীদের আরাম এবং সাশ্রয় দুটিকেই একসঙ্গে নিশ্চিত করবে বলে আশা করা হচ্ছে।