Shankh Air: ইতিমধ্যেই দেশে চালু রয়েছে একাধিক বেসরকারি বিমান সংস্থা, তারই মাঝে শুরু হতে চলেছে এয়ারলাইন্স ‘শঙ্খ এয়ার’। নতুন এই বিমান সংস্থাটি ছাড়পত্র পেয়েছে কেন্দ্রীয় সরকারের বেসরকারি বিমান পরিবহণ মন্ত্রক থেকে। কিন্তু এখনো মেলেনি ডিজিসিএ-এর অনুমতি। ‘শঙ্খ এয়ার’ হলো শঙ্খ অ্যাভিয়েশন প্রাইভেট লিমিটেডের অন্তর্গত। ছোট শহরগুলিকে এয়ার রুটে জোড়াই কোম্পানির উদ্দেশ্য।
শঙ্খ এয়ার (Shankh Air) কিন্তু উত্তরপ্রদেশ থেকে চালু হওয়া প্রথম বিমান সংস্থা এবং সম্পূর্ণ সার্ভিস এয়ার লাইন সংস্থা হিসাবে কাজ করবে এই নয়া বিমান সংস্থাটি। সংস্থার প্রধান কার্যালয় হবে লখনউ এবং নয়ডায়। নতুন চালু হওয়া এই বিমান সংস্থাটি সম্প্রতি পরিকল্পনা করছে যাতে দেশের মধ্যে দিতে পারে ঘরোয়া বিমান পরিষেবা।
শঙ্খ এয়ারের (Shankh Air) মূল উদ্দেশ্য হলো, এমন বহু শহর আছে যেখানে এয়ারলাইন সীমিত এইসব জায়গাগুলোতে তারা বেশি মাত্রায় বিমান পরিষেবা দিতে যায়। যেমন লখনউ, বারাণসী, গোরখপুরের মতো শহর। বহু বিশেষজ্ঞরা মনে করছেন যে, যদি একবার চালু হয়ে যায় এই এয়ার সংস্থাটি তাহলে রীতিমতো কড়া টক্করের মুখে পড়তে পারে ইন্ডিগোর মতো ছোট এয়ারলাইন্স সংস্থাগুলি। শঙ্খ এয়ারের মালিক শ্রাবণ কুমার বিশ্বকর্মা বেসরকারি বিমান পরিবহণ মন্ত্রী কিঞ্জরাপু রামমোহন নায়ডুর সঙ্গে মাস কয়েক আগেই বৈঠক সম্পন্ন করেছিলেন। অবশেষে প্রকাশ্যে এলো নতুন এয়ারলাইন সংস্থা চালুর খবর। শুধুমাত্র শ্রাবণ কুমার বিশ্বকর্মা কোম্পানির ডিরেক্টর নন রয়েছেন আরও দুই জন ডিরেক্টর। তাঁরা হলেন অনুরাগ ছাবরা এবং কৌশিক সেনগুপ্ত।
আরো পড়ুন: দুর্ঘটনার পর বহু বছর বাদে হদিশ মিলল নিখোঁজ বিমানের, পাওয়া গেল ৪টি দেহ
২০২২ সালে শ্রাবণ শঙ্খ (Shankh Air) এজেন্সি প্রাইভেট লিমিটেড নামে শুরু করেছিলেন একটি কোম্পানি। সংস্থাটি মূলত নির্মাণ করে বিভিন্ন সামগ্রী, সীসা, সিরামিকের কাজও করে। এই কোম্পানির প্রধান কার্যালয় অবস্থিত লখনউতে। কোম্পানির দাবি, গ্রাহককে সাশ্রয়ী মূল্যে উন্নত পরিষেবা দেওয়াই তাদের লক্ষ্য। মাত্র ১১ মাস আগে গোমতীনগরের ঠিকানায় রেজিস্ট্রেশন করেছে শঙ্খ অ্যাভিয়েশন প্রাইভেট লিমিটেড।
নয়া এই বিমান সংস্থাটির কর্পোরেট শনাক্তকরণ নম্বর হল U51100UP2023PTC191522৷ রেজিস্ট্রার অফ কোম্পানিজ (RoC কানপুর)-এ বেসরকারি হিসাবে শ্রেণীবদ্ধ এই কোম্পানির শেয়ার মূলধন হল ৫০ কোটি টাকা। এই কোম্পানিটি নিউ জেনারেশনের বোয়িং 737-800NG ন্যারো বডি প্লেন চালানোর পরিকল্পনা করেছে। কোম্পানিটি আপাতত উড়োজাহাজ লিজ দেওয়া কোম্পানিগুলোর সঙ্গে কথা বলছে। ‘শঙ্খ এয়ার’হয়তো আগামী মাসের মধ্যে থেকেই দিতে পারবে পরিষেবা।