RAC যাত্রীদের ট্রেন ভ্রমণের নিয়মে বদল! এবার মিলবে এই বাড়তি সুবিধা

নিজস্ব প্রতিবেদন : ভারতীয় রেল (Indian Railways) এমন একটি গণপরিবহনের মাধ্যম, যার উপর ভর করে প্রতিদিন দেশের প্রায় এক কোটি মানুষ এক জায়গা থেকে অন্য জায়গা যাতায়াত করে থাকেন। রেল পরিষেবার ওপর ভর করে প্রতিদিন এই বিপুল সংখ্যক যাত্রীদের যাতায়াতের ফলে সবথেকে বড় সমস্যা দেখা যায় টিকিটে। দূরপাল্লার বহু ট্রেনেই প্রায় প্রতিদিনই টিকিটের (Train Ticket) আকাল দেখা যায়। এমন আকাল দেখা যায় মূলত চাহিদার থেকে কম ট্রেন চলাচলের কারণে।

ভারতীয় রেলের টিকিটের ক্ষেত্রে বিভিন্ন ধরনের ভাগ রয়েছে। তবে সেই সব বিভিন্ন ধরনের ভাগের মধ্যে রয়েছে কনফার্ম টিকিট, ওয়েটিং টিকিট, RAC টিকিট ইত্যাদি। কনফার্ম টিকিট মানে যাত্রার জন্য আপনার টিকিট কনফার্ম হয়েছে। ওয়েটিং টিকিটের অর্থ হল আপনার টিকিট কনফার্ম হয়নি তবে তা ওয়েটিংয়ে রয়েছে। ওয়েটিং টিকিট বহু ক্ষেত্রেই কনফার্ম হয়ে যায়। আর বহু ক্ষেত্রে কনফার্ম হতে গিয়েই চলে আসে RAC টিকিট।

RAC টিকিট ওয়েটিংয়ে থাকা যাত্রীদের মধ্যে একই সিটে দুজনকে ভাগ করে দেওয়া হয়। এক্ষেত্রে ওই দুজন যাত্রীকে ম্যানেজ করে সফর করতে হয়। এক্ষেত্রে এবার এই ধরনের যাত্রীদের ভ্রমণের নিয়মে বদল এসে গেল। নতুন এই বদলের ফলে এবার RAC যাত্রীরা আগের তুলনায় অনেক বেশি সুবিধা পাবেন। যাত্রীরা সুবিধা পাবেন মূলত বেডরোল নিয়ে। নতুন যে ব্যবস্থা আনা হয়েছে তা এর আগে ছিল না।

আরও পড়ুন 👉Terminal of Bullete Train: চটজলদি দেখে নিন দেশের বুলেট ট্রেনের স্টেশনের প্রথম ঝলক

মূলত RAC যাত্রীদের আগে আলাদা আলাদা করে বেডরোল দেওয়া হত না। আগে দুজন যাত্রীর জন্য একটি বেডরোল দেওয়া হতো। আর এর ফলে রীতিমত ওই বেডরোল নিয়ে টানাহেঁচড়া লক্ষ্য করা যেত। এবার এই ব্যবস্থায় ইতি টানলো ভারতীয় রেল। রেলের তরফ থেকে এবার আরএসি যাত্রীদের দুজনকেই বেডরোল দেওয়া হবে বলে জানানো হয়েছে। রেলের এই সিদ্ধান্তের ফলে আরএসি টিকিটে যাত্রা করা যাত্রীরা অনেক উপকৃত হবেন।

রেলের তরফ থেকে সম্প্রতি জানানো হয়েছে, এসি কামরায় যেসব RAC টিকিটের যাত্রীরা যাত্রা করবেন তাদের প্রত্যেককে আলাদা আলাদা করে বেডরোল দেওয়া হবে। এতদিন এই ব্যবস্থা চালু না থাকলেও কিন্তু প্রত্যেকের কাছেই বেডরোল বাবদ চার্জ ঠিকই নিত রেল। তবে চার্জ দিলেও বহু ক্ষেত্রেই আলাদা আলাদা বেডরোল দেওয়া হত না। এবার রেলের তরফ থেকে যাতে আলাদা আলাদা বেডরোল দেওয়া হয় সেই বিষয়টি নিশ্চিত করতে বলা হয়েছে। রেলের এই নির্দেশের ফলে এবার প্রত্যেক যাত্রীরা আলাদা আলাদা করে কম্বল, বালিশ, বিছানার চাদর, তোয়ালে সবকিছুই পাবেন।