এসে গেল আমূল পরিবর্তন, রেশন তোলায় কেন্দ্রের নতুন ঘোষণা

নিজস্ব প্রতিবেদন : রেশন (Ration) এমন এক গুরুত্বপূর্ণ ব্যবস্থাপনা, যার উপর নির্ভর করেন দেশের ৮০ কোটির বেশি মানুষ। যে কারণে গুরুত্বপূর্ণ এই ব্যবস্থাপনাটিকে সবসময়ই জোর দিয়ে দেখা হয় সরকারের তরফ থেকে। এরই পরিপ্রেক্ষিতে এবার রাজ্যকে বাইপাস করে কেন্দ্রের তরফ থেকে এমন এক ঘোষণা করা হলো যার ফলে রেশন ব্যবস্থায় এসে গেল আমূল পরিবর্তন।

রেশন ব্যবস্থার ফলে দেশের ৮০ কোটির বেশি মানুষ বিনামূল্যে এবং স্বল্পমূল্যে খাদ্য সামগ্রী পেয়ে থাকেন। দেশের অনেক মানুষ রয়েছেন যারা কেবলমাত্র রেশন ব্যবস্থার উপর নির্ভর করে নিজেদের পেটে অন্ন জুগিয়ে থাকেন। কিন্তু এমন মানুষ অনেকেই রয়েছেন যারা কোন না কোন কারনে এই রেশন ব্যবস্থা থেকে বঞ্চিত হচ্ছেন।

গত ২৯ মার্চ দিল্লিতে অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলারস ফেডারেশনের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে বসেছিলেন কেন্দ্রীয় খাদ্য মন্ত্রকের সচিব সঞ্জীব চোপড়া। সেখানে রেশন ডিলারদের প্রতিনিধিদের তরফ থেকে বেশ কিছু বিষয় উপস্থাপন করা হয়। আর এই বৈঠকে কেন্দ্রীয় খাদ্য মন্ত্রকের সচিব সঞ্জীব চোপড়া জানান, রেশন কার্ড না থাকলেও কোনো উপভোক্তাকে রেশন থেকে বঞ্চিত করা যাবে না।

তাহলে প্রশ্ন উঠছে কিভাবে রেশন কার্ড নেই এমন উপভোক্তাদেরও রেশন সামগ্রী দেওয়া যাবে? আসলে রেশন কার্ডের সঙ্গে আধার কার্ডের লিংক এখনো সব রাজ্যের উপভোক্তাদের সম্ভব হয়নি। এর ফলেই রেশন কার্ড নিয়ে সমস্যা হচ্ছে। এরই পরিপ্রেক্ষিতে সঞ্জীব চোপড়া জানান, আগেই জানিয়ে দেওয়া হয়েছিল, আধার না থাকলেও রেশন দেওয়া হবে। এই নির্দেশিকা বিজ্ঞপ্তি আকারে পাঠিয়ে দেওয়া হবে বলেও জানানো হয়েছে।

কেন্দ্রের এমন ঘোষণা থাকার পরেও পশ্চিমবঙ্গ সহ বেশ কিছু রাজ্যের খাদ্য ও সরবরাহ দপ্তর আধার কার্ড না থাকলে রেশন দেওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা আরোপ করা হয়। মূলত এই সকল গ্রাহকদের রেশন কার্ডের সঙ্গে আধার লিঙ্ক না থাকার ফলে তাদের রেশন কার্ড এক প্রকার অচল হতে বসেছে। সেই সকল গ্রাহকরা রেশন পাচ্ছিলেন না বলে অভিযোগ। এসবের পরিপ্রেক্ষিতে কেন্দ্রের তরফ থেকে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়, কেন্দ্রীয় সরকারের সেই বিজ্ঞপ্তির বিষয়ে অবগত নয়।