লোনের টাকা আদায়ের নামে যা খুশি তাই করতে পারবেনা ব্যাঙ্ক, নয়া নির্দেশ অর্থমন্ত্রীর

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : ব্যাঙ্ক লোন (Bank Loan) কারা নিয়ে থাকেন? একজন ব্যক্তি তখনই ব্যাঙ্ক লোন নিয়ে থাকেন যখন তিনি বাড়ি, গাড়ি, জায়গা, ফ্ল্যাট বা অন্য কিছু কিনতে চাইছেন অথচ তার কাছে পর্যাপ্ত টাকা নেই। এছাড়াও ব্যবসা বাড়ানো থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে গ্রাহকরা পর্যাপ্ত অর্থের জন্য ব্যাঙ্ক থেকে লোন নিয়ে থাকেন। এসবের অর্থ একটাই আর তা হল, শখ করে কেউ লোন নেন না। কেননা লোন নিলেই বাড়তি সুদ দিতে হয় গ্রাহকদের।

Advertisements

অন্যদিকে অনেকেই রয়েছেন যারা ব্যাংক লোন নেওয়ার পর সঠিক সময়ে সেই টাকা ফেরত দিতে পারেন না। বিভিন্ন সমস্যার কারণে অনেক ক্ষেত্রেই ঋণগ্রহীতারা লোনের টাকা বা কিস্তি ফেরত দিতে না পেরে সমস্যায় পড়েন। অন্যদিকে আবার ব্যাংক বা আর্থিক সংস্থাগুলি এই ধরনের মানুষদের থেকে লোনের কিস্তি বা টাকা আদায়ের জন্য যা খুশি তাই করে থাকেন।

Advertisements

কিন্তু এবার এই যা খুশি তাই বিষয়টি অতীত হতে চলেছে। অন্ততপক্ষে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন (Nirmala Sitharaman) ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানগুলিকে এমনই নির্দেশ দিয়েছেন। এমন নির্দেশ এবং সতর্কবার্তা দেওয়া হয়েছে মূলত সাম্প্রতিককালে ঘটে যাওয়া বেশ কিছু ঘটনার পরিপ্রেক্ষিতে। যেখানে দেখা গিয়েছে ব্যাংক অথবা প্রতিষ্ঠানগুলি লোনের টাকা আদায়ের জন্য এতটাই চাপ দেওয়া হচ্ছে যে অনেকেই নিজেকে শেষ করে দেওয়ার পথ বেছে নিয়েছেন।

Advertisements

এই সকল পরিস্থিতির কথা মাথায় রেখে নির্মলা সীতারামন সতর্ক বার্তা দিয়ে ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানগুলিকে জানিয়েছেন, লোনের টাকা আদায়ের ক্ষেত্রে আরও মানবিক হতে হবে এবং বিষয়টিকে সংবেদনশীলতার সঙ্গে দেখতে হবে। আর যদি এমনটা না করা হয় তাহলে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (RBI) নিয়ম অনুসারে ব্যবস্থা গ্রহণ করার হুমকিও দেওয়া হয়েছে।

লোনের টাকা বা কিস্তি আদায়ের ক্ষেত্রে ব্যাংক হোক অথবা যেকোনো আর্থিক প্রতিষ্ঠান গ্রাহকদের ওপর জোরজবস্তি অথবা যা খুশি তাই করতে পারবে না এমন নির্দেশ আগেই দিয়ে রেখেছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। তবে তার পরেও এই ধরনের অভিযোগ সামনে আসার ফলে এবার নড়েচড়ে বসলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রীর নির্মলা সীতারামন। এবার আশা করা হচ্ছে এই ধরনের ঘটনায় অনেকটাই লাগাম টানা যাবে।

Advertisements