New Attraction of Digha: শুধু সমুদ্রে ঝাঁপানো নয়, এবার দিঘা গেলেই পর্যটকরা পাবেন এক্কেবারে নতুন উপহার!

Prosun Kanti Das

Published on:

Advertisements

New attraction is coming to Digha for tourists: অফিসের কাজের চাপে নাজেহাল অবস্থা কিংবা একঘেয়ে রান্নাঘরের জীবন আর ভালো লাগছে না? তাহলে এখন উপায় কি? শীত যখন দোরগোড়ায় হাজির হয়েছে তখন তো কাছে পিঠে ঘুরে আসা যেতে পারে। বাঙালি এমনিতেই ভ্রমনপ্রিয় জাতি তাই ঘুরতে যাবার নাম শুনলে আর স্থির থাকতে পারেনা। কাছে পিঠে স্বল্প খরচে ঘুরতে চাইলে দীঘা সব থেকে আদর্শ (New Attraction of Digha)। সমুদ্রের অপরূপ দৃশ্য দেখতে পারবেন আর পরিবারের সঙ্গে সময় কাটানো হয়ে যাবে।

Advertisements

দীঘায় বছরের বেশিরভাগ সময় থাকে পর্যটকদের ভিড়। সৈকত শহর দীঘা সত্যি কম খরচায় আদর্শ ঘোরার জায়গা। এখন অবশ্য আগের থেকে অনেকটাই উন্নত হয়েছে এই জায়গাটি। পর্যটকদের আকৃষ্ট করার জন্য সরকারের উদ্যোগে নতুন রূপে সেজে উঠেছে এই সৈকত শহর। সেই কারণে শীতে বা বছরশেষের ছুটিতে ভিড় যেন তুঙ্গে ওঠে। পর্যটকদের জন্য এখানে তৈরি হয়েছে নতুন নতুন আকর্ষণীয় জিনিস (New Attraction of Digha), এ বার সেখানে তৈরি হচ্ছে সত্যজি‍ৎ রায় থিম পার্ক৷

Advertisements

পর্যটকদের কাছে এ যেন এক পরম পাওয়া (New Attraction of Digha)। সিনেমা থেকে বইয়ের পাতা-সত্যজিতের তৈরি কালজয়ী চরিত্রগুলির মূর্তি থাকবে ওই থিম পার্কে৷ গুপী গাইন বাঘা বাইন, জাদুকর বরফি, হীরকরাজ তো আছেনই৷ সেই পার্কে থাকবেন প্রোফেসর ত্রিলোকেশ্বর শঙ্কু এবং ভূতের রাজাও৷ শুধু সমুদ্রদর্শন না তার মাঝে আপনি সত্যজিৎ রায়ের তৈরি করা চরিত্রগুলো কেউ কাছে থেকে দেখতে পাবেন।

Advertisements

আরও পড়ুন ? গুচ্ছেক টাকা খরচ করার দিন শেষ! এবার দিঘায় সস্তায় বাস পরিষেবা আনছে SBSTC

আপনারা অনেকেই হয়তো জানেন যে, কলকাতা-সংলগ্ন নিউটাউনে ইতিমধ্যে সত্যজিৎ রায়ের একাধিক থিম পার্ক তৈরি হয়েছে। তাই এবার যদি শীতের ছুটি কিংবা বছরের শেষের ছুটি কাটাতে দীঘা গেলে কলকাতার মতো সত্যজিৎ রায়ের এই থিম পার্ক (New Attraction of Digha) থেকে ঘুরে আসতে পারবেন। আশা করি আপনার মন্দ লাগবে না। নতুন বছর শুরুর আগেই পর্যটকদের জন্য খুলে যাবে এই থিম পার্ক। এর সম্পূর্ণ দায়িত্বভার দেওয়া হয়েছে দিঘা-শঙ্করপুর উন্নয়ন পর্ষদ এর উপর। সাধারণত পর্যটকদের সংখ্যা বাড়ানোর জন্যই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

দীঘায় আগে তৈরি হওয়া বিশ্ব বাংলা দ্বিতীয় পার্কের পাশেই গড়ে উঠছে সত্যজিৎ রায় নামাঙ্কিত এই পার্ক। আগামী নতুন বছর শুরু হওয়ার আগে পাকাপাকিভাবে সেই পার্ক পর্যটকদের জন্য খুলে দেওয়া হবে। তাহলে এবারের ছুটি অবশ্যই কাটাতে পারেন দীঘায়। বন্ধুবান্ধব কিংবা পরিবারের সঙ্গে সময়টা আপনার ভালই কাটবে।

Advertisements