নিজস্ব প্রতিবেদন : গত কয়েক বছরে দেশে অনেক ব্যাঙ্ক রয়েছে যেগুলি একে অপরের সঙ্গে মিশে যাওয়ার ফলে ব্যাঙ্কের সংখ্যা কমে গিয়েছে। তবে এরই মধ্যে এবার নতুন ৩টি ব্যাঙ্ক (New Banks) আসা নিয়ে জল্পনা তৈরি হলো। তবে সেই সকল আর্থিক প্রতিষ্ঠানকে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে বেশ কিছু শর্ত দেওয়া হয়েছে। আর সেই সকল শর্ত পূরণ করলেই দেশে নতুন তিনটি ব্যাঙ্ক তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে।
নতুন যে তিনটি ব্যাঙ্ক তৈরি হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে সেই সকল আর্থিক প্রতিষ্ঠানগুলি ইতিমধ্যেই পরিষেবা দিয়ে থাকে। তবে সেগুলি স্মল ফিনান্স ব্যাঙ্ক হিসাবে পরিষেবা দেয়। তবে এবার তাদের সামনেও সুযোগ রয়েছে বড় সংগঠিত ব্যাঙ্ক হিসাবে নিজেদের প্রতিষ্ঠিত করার। ঠিক যেমনটা হয়েছিল বন্ধন ব্যাঙ্ক এবং আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্কের ক্ষেত্রে।
গত শুক্রবার রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে এই বিষয়ে ওই সকল স্মল ফিনান্স ব্যাঙ্কগুলিকে আবেদন পাঠানো হয়েছে। এই তালিকায় যে সকল স্মল ফিনান্স ব্যাঙ্ক রয়েছে সেগুলি হল AU Small Finance Bank, Equitas Small Finance Bank, Ujjivan Small Finance Bank। এই তিনটি স্মল ফিনান্স ব্যাঙ্ক ছাড়াও তালিকায় আরও বেশ কয়েকটি স্মল ফিনান্স ব্যাংকের নাম রয়েছে। তবে এই সকল স্মল ফিনান্স ব্যাংকগুলিকে সংগঠিত বড় ব্যাংক হিসেবে প্রতিষ্ঠিত করার ক্ষেত্রে কয়েকটি শর্ত পূরণ করতে হবে।
আরও পড়ুন ? Bank New Rules: ১ মে থেকে টাকা-পয়সা লেনদেনের নিয়মে আসছে বদল! খসবে বাড়তি টাকা
২০১৯ সালে এই সকল স্মল ফিনান্স ব্যাঙ্ক কাজ শুরু করেছিল। এখন যদি তারা সংগঠিত বড় ব্যাংক হিসাবে নিজেদের প্রতিষ্ঠিত করতে চায় তাহলে তাদের বাজার মূল্য হতে হবে এক হাজার কোটি টাকা। এর পাশাপাশি ব্যাংকের শেয়ার থাকতে হবে ভারতের শেয়ার বাজারের তালিকাভুক্ত। পাশাপাশি দেখা হবে গত দু’বছরের মুনাফা। গ্রস এনপিএ হতে হবে ৩ শতাংশের কম এবং নেট এনপিএ হতে হবে ১ শতাংশের কম। পাঁচ বছরের একটি ট্র্যাক রেকর্ড ভালো মানের হতে হবে।
এর পাশাপাশি ২০১৯ সালে যে নিয়ম জারি করা হয়েছিল সেই নিয়ম অনুযায়ী স্মল ফিনান্স ব্যাংকগুলি বড় সংগঠিত ব্যাঙ্কে পরিণত হলেও ব্যাংকের প্রতিষ্ঠাতা অর্থাৎ ফাউন্ডার বা সিইও পরিবর্তন করা যাবে না। এছাড়াও স্মল ফিনান্স ব্যাংক থেকে সার্বজনীন বড় সংগঠিত ব্যাংক হিসাবে গড়ে তোলার সময় শেয়ারহোল্ডারদের হোল্ডিং শেয়ারের ক্ষেত্রে কোনো রকম লক ইন পিরিয়ড করা যাবে না।