NBSTC New Bus: বাঁচবে সময়, বাঁচবে টাকা! শিলিগুড়ি যাওয়ার নতুন দুটি বাস চালু করলো NBSTC

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : দক্ষিণবঙ্গ হোক, অথবা মধ্য বঙ্গ, বছরের প্রায় প্রতিদিনই এই সকল জায়গা থেকে পর্যটকরা দার্জিলিং সহ বিভিন্ন জায়গা ঘুরতে যান। উত্তরবঙ্গের পাহাড়ি সৌন্দর্য এলাকাগুলি ঘুরতে যাওয়ার জন্য পর্যটকদের প্রথমেই শিলিগুড়ি আসতে হয়। যে কারণে শিলিগুড়িগামী বাস অথবা ট্রেনের সিট পাওয়া যায় না বললেই চলে। এমন পরিস্থিতিতে এবার উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগম দুটি শিলিগুড়িগামী বাস (NBSTC New Bus) ঘোষণা করলো।

Advertisements

উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগম সম্প্রতি দার্জিলিং, ডুয়ার্স সহ আকর্ষণীয় বিভিন্ন পর্যটন কেন্দ্র ঘুরিয়ে দেখার জন্য বিশেষ বিশেষ বাস চালু করছে। এই সকল বাসের পাশাপাশি উত্তরবঙ্গের শিলিগুড়ি পর্যন্ত যে দুটি নতুন বাস চালু করার ঘোষণা করা হলো তাতে পর্যটক থেকে সাধারণ মানুষদের সময় এবং টাকা দুই-ই বাঁচবে। যদিও এই পাশের ভাড়া ট্রেনের তুলনায় কখনো কম হতে পারে না।

Advertisements

উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের তরফ থেকে যে দুটি শিলিগুড়িগামী বাস চালু করার ঘোষণা করা হয়েছে তার মধ্যে একটি চলবে মালদা ডিপো থেকে এবং অন্য একটি চলবে ফারাক্কা ডিপো থেকে। মালদা উত্তরবঙ্গের মধ্যে পড়লেও সেখান থেকে শিলিগুড়ির দূরত্ব অনেক। আবার ফারাক্কা মধ্য বঙ্গে পড়ার কারণে স্বাভাবিকভাবেই শিলিগুড়ি ফারাক্কা থেকে অনেকটাই দূরে পড়ছে।

Advertisements

আরও পড়ুন ? Azimganj Nashipur Rail Bridge: আরও সহজে যাওয়া যাবে উত্তরবঙ্গ, এই রেল সেতু চালু হতেই খুশিতে ডগমগ পর্যটকরা

উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগম যে দুটি তুন মাসের উদ্বোধন করল সেই দুটি বাস পরিবেশবান্ধব। বিএস-৬ মডেলের এই দুটি বাস। গৌড় কন্যা বাস টার্মিনাসে এই দুটি বাসের উদ্বোধন হয়। যে দুটি বাসে ভোর বেলায় চড়ে দুপুরবেলায় শিলিগুড়ি পৌঁছে যাওয়া যাবে। এই দুটি বাস পরিষেবা দেওয়া শুরু করতেই স্থানীয় বাসিন্দাদের মুখে হাসি ফুটতে শুরু করেছে। কেননা এর ফলে তাদের শিলিগুড়ি সফর অনেক সহজ হবে।

দুটি বাসের মধ্যে একটি বাস প্রতিদিন মালদা ডিপো থেকে ভোর ৫টার সময় শিলিগুড়ির উদ্দেশ্যে রওনা দেবে। বাসটি দুপুর ১২টার সময় শিলিগুড়ি পৌঁছে যাবে। অন্যদিকে আরেকটি বাস ফারাক্কা ডিপো থেকে ভোর ৫টা ৩০ মিনিটে শিলিগুড়ির উদ্দেশ্যে রওনা দেবে। ফারাক্কা থেকে শিলিগুড়ির উদ্দেশ্যে রওনা দেওয়া বাসটিতে যাত্রীদের ২২৫ টাকা করে ভাড়া দিতে হবে এবং মালদা থেকে শিলিগুড়ির উদ্দেশ্যে রওনা দেওয়া বাসটিতে যাত্রীদের ১৯৭ টাকা ভাড়া দিতে হবে।

Advertisements