কবে ট্র্যাকে নামবে নতুন রঙের বন্দে ভারত! জানিয়ে দিলেন রেলমন্ত্রী

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : ভারতীয় রেল (Indian Railways) যখন ভারতীয় নাগরিকদের কাছে গণপরিবহনের মেরুদণ্ড হয়ে দাঁড়িয়েছে সেই সময় রেলের তরফ থেকেও ভারতীয় নাগরিকদের বিভিন্ন সময় বিভিন্ন ধরনের উপহার দিয়ে আসছে। রেলের তরফ থেকে দেওয়া সেই সকল উপহারের মধ্যে সবচেয়ে বড় উপহার হলো বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express)।

Advertisements

বর্তমানে ভারতের বিভিন্ন ট্র্যাকে যে সকল ট্রেন এক জায়গা থেকে অন্য জায়গায় ছুটে চলেছে তাদের মধ্যে বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন হল সবচেয়ে দ্রুতগামী ট্রেন। এছাড়াও এই ট্রেনটিতে যে সকল সুযোগ-সুবিধা দেওয়া হয়ে থাকে তা অন্যান্য ট্রেনকে অনেক পিছনে ফেলে দিয়েছে। এমনকি আগামী দিনে অন্যান্য সকল এক্সিকিউটিভ ট্রেনের পরিবর্তে বন্দে ভারত চালানো হতে পারে বলেও জল্পনা তৈরি হয়েছে।

Advertisements

এই সকল জল্পনার মধ্যেই দুদিন আগে হঠাৎ রেলমন্ত্রী নতুন রঙের বন্দে ভারতের ছবি সোশ্যাল মিডিয়ায় তুলে ধরেন। যেখানে দেখা যায় নীল সাদার পরিবর্তে নতুন বন্দে ভারতে এসেছে আলাদা রঙ। সেই রং হলো গেরুয়া সাদা। নীল সাদা রঙের বন্দে ভারত দেখে দেখে যখন ভারতীয়দের মধ্যে একঘেয়েমি চলে এসেছে তখন নতুন এই রঙের বন্দে ভারত সহজেই নজর কাড়ছে। আর তার সঙ্গে সঙ্গেই কৌতূহল তৈরি হচ্ছে কবে নতুন রঙের এই ট্রেন ট্র্যাকে ছুটবে!

Advertisements

সাধারণ মানুষদের এমন কৌতূহল দূর করেছেন খোদ রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, ২০২৩-২৪ অর্থ বর্ষের শেষের দিকে নতুন দুটি ভার্সনের বন্দে ভারত ট্র্যাকে নামবে। এই সকল বন্দে ভারত ট্রেনের মধ্যে থাকছে বন্দে ভারত স্লিপারস। যে ট্রেনটি ৫৫০ কিলোমিটারের দূরের রাস্তায় যাতায়াত করবে। নতুন এই বন্দে ভারত ভার্সনের ক্ষেত্রেই নতুন রং মিলবে বলে আশা করা হচ্ছে।

এর পাশাপাশি মনে করা হচ্ছে, রাজধানী এক্সপ্রেস থেকে শুরু করে শতাব্দী এক্সপ্রেস সহ বিভিন্ন যে সকল প্রিমিয়াম ট্রেন রয়েছে সেই সকল ট্রেনের পরিবর্তে ট্র্যাকে নামানো হতে পারে বন্দে ভারত স্লিপার্স। এই সকল ট্রেনগুলির মধ্যেই নতুন রং এর ছোঁয়া লাগবে বলে মনে করা হচ্ছে। অর্থাৎ রেলের যা পরিকল্পনা রয়েছে তাতে ২০২৪ সালের ফেব্রুয়ারি মাস নাগাদ হয়তো এই নতুন রঙের বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের দেখা মিলতে পারে।

Advertisements