New Look Esplanade Metro Station: ২৮ মিটার মাটির নিচে নতুন রূপে এসপ্ল্যানেড মেট্রো স্টেশন! মিলবে এইসব সুবিধা

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : কলকাতা মেট্রো (Kolkata Metro) পরিষেবায় যে সকল মেট্রো স্টেশন রয়েছে তার মধ্যে অন্যতম হলো এসপ্ল্যানেড মেট্রো স্টেশন (Esplanade Metro Station)। প্রতিদিন এই মেট্রো স্টেশন থেকে হাজার হাজার যাত্রী গন্তব্যের দিকে যান। রাজ্যের গুরুত্বপূর্ণ এই মেট্রো স্টেশনটি এবার নতুন ভাবে সাজিয়ে তুলেছে মেট্রো কর্তৃপক্ষ। নতুনভাবে যে রূপ দেওয়া হয়েছে তাতে যাত্রীরা স্টেশনে (New Look Esplanade Metro Station) এসে মুগ্ধ হবেন তা নিয়ে কোন সন্দেহ নেই। এর পাশাপাশি যাত্রীরা পাবেন একগুচ্ছ বাড়তি সুবিধা।

Advertisements

ইস্ট ওয়েস্ট মেট্রো করিডরের (East West Metro) আওতায় মাটির প্রায় ২৮ মিটার নিচে ২২০ মিটার দীর্ঘ এবং ৩৬ মিটার প্রশস্ত পরিসরের মধ্যে এসপ্ল্যানেড স্টেশন তৈরি করা হয়েছে। এই স্টেশন মোট চারটি তলে বিভক্ত। যার মধ্যে উপরের এবং নিচের তল যাত্রীদের ব্যবহারের জন্য। মাঝে যে দুটি তল রয়েছে সেগুলি মেট্রো পরিষেবার ক্ষেত্রে বিভিন্ন কাজের জন্য ব্যবহার করা হবে।

Advertisements

এসপ্ল্যানেড মেট্রো স্টেশনকে নতুন রূপ দিতে গিয়ে সাজানোর ক্ষেত্রে পুরাতন কলকাতার বিভিন্ন ছবি তুলে ধরা হয়েছে। পুরাতন কলকাতার স্থাপত্য শৈলী অনুযায়ী তৈরি করা হয়েছে রেলিং। এর পাশাপাশি স্টেশনের দেওয়াল থেকে শুরু করে বিভিন্ন জায়গায় কলকাতার বিভিন্ন দর্শনীয় স্থানের পাশাপাশি শহরের বিভিন্ন রাস্তাঘাটের ছবি তুলে ধরা হয়েছে। তবে শুধু ছবি অথবা তল নয়, এর পাশাপাশি যাত্রীদের সুবিধার জন্য পরিষেবার ক্ষেত্রেও আনা হয়েছে আমূল পরিবর্তন।

Advertisements

আরও পড়ুন ? Underwater Metro: গঙ্গার নিচে ৯১ কিলোমিটার বেগে ছুটল মেট্রো! হয়ে গেল বড় পরিদর্শন, জানুন কবে মিলবে পরিষেবা

নতুন স্টেশনে ৮টি লিফট এবং ২০টি এসক্যালেরেটর থাকছে বলেই জানা গিয়েছে মেট্রোরেল সূত্রে। এই আটটি লিফটের মধ্যে ছয়টি মেজেনাইন ফ্লোর থেকে প্লাটফর্ম পর্যন্ত এসেছে। অন্যদিকে দুটি লিফট এসেছে বাইরের ফ্লোর থেকে মেজেনাইন ফ্লোর পর্যন্ত। এর পাশাপাশি ২৫ টি অটোমেটিক গেট থাকছে নতুন এই এসপ্ল্যানেড মেট্রো স্টেশনে। অন্যদিকে ৩০ মিটার লম্বা ও ৮ মিটার চওড়া সাবওয়ে থাকছে উত্তর দক্ষিণ মেট্রোর সঙ্গে ইস্ট ওয়েস্ট মেট্রোর সংযোগের জন্য।

এসপ্ল্যানেড মেট্রো স্টেশন আগামী দিনে আরও কয়েকগুণ গুরুত্বপূর্ণ মেট্রো স্টেশনে পরিণত হবে। হাওড়া ময়দান থেকে এসপ্লানেড পর্যন্ত মেট্রো পরিষেবা চালু হলে যাত্রী চাহিদা এবং যাত্রী চাপ আরও কয়েকগুণ বৃদ্ধি পেয়ে যাবে। এরই পরিপ্রেক্ষিতে নতুন করে এসপ্ল্যানেড মেট্রো স্টেশন সাজানোর কাজ করা হচ্ছে। এছাড়াও কাজের গতি দেখার জন্য বিভিন্ন সময় চলছে আধিকারিকদের পরিদর্শন।

Advertisements