New features are coming to WhatsApp for voice messages: বর্তমান পরিস্থিতিতে প্রায় প্রত্যেকের জীবনের সাথে ওতপ্রোত ভাবে জড়িয়ে রয়েছে সোশ্যাল মিডিয়া। সোশ্যাল মিডিয়ার সঙ্গে সম্পর্কিত প্রতিটা অ্যাপ অত্যন্ত জনপ্রিয়তা লাভ করেছে বিশ্ববাসীর কাছে। যত বেশি জনপ্রিয়তা পাচ্ছে ততই অ্যাপ সংস্থাগুলি নিত্যনতুন ফিচারস নিয়ে আসছে। আরো বেশি আকর্ষণীয় করে তুলছে অ্যাপগুলিকে। এই অ্যাপ গুলির মধ্যে অন্যতম হলো হোয়াটস অ্যাপ। মূলত এটি ১ টি চ্যাটিং অ্যাপ। নিত্য নতুন ফিচারস নিয়ে হাজির হচ্ছে হোয়াটস অ্যাপও (WhatsApp New Features)। এমন ১ টি ফিচারস নিয়ে আসতে চলেছে যা আপনার চ্যাটিং অভিজ্ঞতাকে প্রভাবিত করবে।
শেষ কয়েক দিনের মধ্যে খুব অল্প সময়ের ব্যবধানে হোয়াটস অ্যাপে অনেকগুলি নতুন ফিচারস নিয়ে আসা হয়েছে। এই ফিচারসগুলি হোয়াটস অ্যাপকে ব্যবহারকারীদের কাছে আরও বেশি আকর্ষণীয় হিসাবে প্রকাশ করেছে। ব্যবহারকারীরা রীতিমতো অপেক্ষায় থাকেন হোয়াটসঅ্যাপে নতুন ফিচারস চালু হবার জন্য। সম্প্রতি হোয়াটস অ্যাপে নতুন ১ টি ফিচারস (WhatsApp New Features) চালু হবার খবর শোনা গেছে। এই ফিচারসের সাহায্যে খুব সহজেই ভয়েজ মেসেজ টেক্সট মেসেজে রূপান্তরিত হয়ে যাবে। ব্যবহারকারীরা নিজেদের ইচ্ছেমতো এই রূপান্তর ঘটাতে পারবেন।
অনেক কথা একসাথে বলতে গেলে ফোনে টাইপ করতে সময় বেশি লাগে। তাই সময় বাঁচানোর জন্য অনেকেই অডিও ম্যাসেজের সাহায্য নেন। রেকর্ডিং করে পাঠিয়ে দেন সামনের জনের কাছে। কিন্তু অনেক সময়, অনেক পরিস্থিতিতে ভয়েস মেসেজ শোনাটা সম্ভব হয় না। নতুন ফিচারসটি কাজ করবে এই জায়গাতেই। কেউ আপনাকে ভয়েজ মেসেজ পাঠালে আপনি সেটাকে কনভার্ট করে মেসেজটি দেখে নিতে পারবেন টেক্সট মেসেজ হিসাবে। আইফোন বিটার নতুন আপডেশানে এই ফিচারসটি ইতি মধ্যে লক্ষ্য করা যাচ্ছে। যত তাড়াতাড়ি সম্ভব অ্যান্ড্রয়েড মোবাইলগুলিতেও এই ফিচারস (WhatsApp New Features) নিয়ে আসার চেষ্টা করছে হোয়াটস অ্যাপ।
আরও পড়ুন ? Fraud WhatsApp calls: WhatsApp কলে চলছে লোক ঠকানো, এই সকল নম্বর দিয়ে সতর্ক করলো কেন্দ্র
নতুন ফিচারসটির নাম স্পীচ রেকগনিশন টেকনোলজি। এই টেকনোলজিকে ব্যবহার করে কথ্য ভাষাকে খুব সহজে লেখ্য ভাষায় পরিণত করা সম্ভব। এখনো পর্যন্ত ৫ টি ভাষা যুক্ত করা হয়েছে এই টেকনোলজির সাথে। হিন্দি, ইংরেজি, পর্তুগিজ, রুশ ও স্প্যানিশ এই ভাষাগুলি যুক্ত করা হয়েছে। বাংলা সহ আরো বেশ কয়েকটি ভাষা নিয়ে কাজ চলছে। খুব শীঘ্রই প্রচলিত আঞ্চলিক ভাষা গুলিও যুক্ত হবে এই ফিচারসের সাথে। যত তাড়াতাড়ি সম্ভব অ্যান্ড্রয়েড ফোনের হোয়াটসঅ্যাপে এই প্রযুক্তিকে (WhatsApp New Features) নিয়ে আসা যায় সেই চেষ্টায় করছে সংস্থা।
স্পীচ রেকগনিশন টেকনোলজি ছাড়াও আরো ২ টি নতুন ফিচারস নিয়ে এসেছে হোয়াটস অ্যাপ। ভিডিও কলিং এ এখন থেকে একসাথে ৩২ জনকে এড করার সুযোগ থাকছে হোয়াটসঅ্যাপে। আগে যেখানে সাধারন অ্যান্ড্রয়েড ফোনে ১৬ জনকে এবং ম্যাকে ১৮ জনকে এড করা যেতো, সেখানে এখন প্রায় দ্বিগুণ করে দেওয়া হয়েছে এই সংখ্যা। এছাড়াও ভিডিও কলিং থেকে স্ক্রিন শেয়ার করা হলে আগে অডিও শেয়ার করা যেত না। কিন্তু এখন থেকে স্ক্রিন শেয়ারের ক্ষেত্রে ভিডিওর পাশাপাশি অডিও সাপোর্টও পাওয়া যাবে। আরো ১ টি নতুন ফিচারস (WhatsApp New Features) অ্যাড হতে চলেছে হোয়াটস অ্যাপে। এখন থেকে যে সমস্ত ব্যক্তির সাথে সব থেকে বেশি কথা হয় সে সমস্ত ব্যক্তিকে ফেভারিটসে যুক্ত করে রাখতে পারবেন ব্যবহারকারীরা। এর ফলে হোয়াটস অ্যাপে থাকা একাধিক নাম্বারের মাঝে আপনার সবচেয়ে প্রয়োজনীয় নাম্বারগুলিকে খুঁজে পেতে কোন অসুবিধায় পড়তে হবে না ব্যবহারকারীকে।