নিজস্ব প্রতিবেদন : রেল পরিষেবা (Indian Railways) ভারতীয় নাগরিকদের কাছে গণপরিবহনের লাইফ লাইন তা নিয়ে কোন সন্দেহ নেই। এই রেল পরিষেবা সাময়িকভাবে বন্ধ হলেই কতটা কষ্ট করতে হয় তার প্রমাণ বারবার পাওয়া যায়। তবে চাহিদার কথা মাথায় রেখে রেল কখনোই যাত্রীদের নিরাশ করতে চায় না। তারা সবসময়ই সঠিক সময়ে পরিষেবা দেওয়ার পাশাপাশি উন্নত থেকে উন্নততর পরিষেবা দেওয়ার জন্য উদ্যোগ নিচ্ছে।
রেলের তরফ থেকে উন্নত পরিষেবা দেওয়ার জন্য যে সকল পদক্ষেপ গ্রহণ করা হয়েছে সে সকল পদক্ষেপের মধ্যে অন্যতম হলো বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express)। ইতিমধ্যেই এই ট্রেনটি দেশের ২৫টি রুটে যাতায়াত করছে। এই ২৫ টি রুটের মধ্যে পশ্চিমবঙ্গে রয়েছে দুটি রুট। পশ্চিমবঙ্গের যে দুটি রুট রয়েছে তার মধ্যে একটি হলো হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি এবং অন্যটি হলো হাওড়া থেকে পুরী। এরই মধ্যে আরও পাঁচটি রুটে বন্দে ভারত চালানোর প্রস্তাব দেওয়া হয়েছে বলে সূত্রের খবর।
নতুন যে পাঁচটি রুটের প্রস্তাব দেওয়া হয়েছে সেই প্রস্তাব নিয়ে ইতিমধ্যেই জল্পনা তৈরি হয়েছে। সেই সকল রুটগুলি খুবই জনপ্রিয়। তবে জানা যাচ্ছে শিয়ালদা থেকে কোন বন্দে ভারত চালানোর মতো প্রস্তাব এখনো দেওয়া হয়নি। অন্যদিকে বন্দে ভারত চালানোর প্রস্তাবের রুট হিসাবে উঠে এসেছে আসানসোল, দিঘা, মালদা টাউন, কলকাতা স্টেশনের মতো নাম।
কোন কোন রুটে বন্দে ভারত চালানোর প্রস্তাব দেওয়া হয়েছে? আসানসোল, দিঘা, মালদা টাউন, কলকাতা স্টেশনের মতো স্টেশন থেকে বন্দে ভারত চালানোর প্রস্তাব দেওয়ার পাশাপাশি হাওড়া থেকে পাটনা, কলকাতা থেকে দীঘা রুটে বন্দে ভারত চালানোর প্রস্তাব দেওয়া হয়েছে। এছাড়াও প্রস্তাবে রয়েছে হাওড়া থেকে গয়া। পাশাপাশি রয়েছে হাওড়া থেকে রাঁচি। আসানসোল থেকে পুরী, মালদা টাউন থেকে রাঁচি ইত্যাদি।
তবে এই প্রস্তাব নিয়ে এখনো ভারতীয় রেলের তরফ থেকে সরকারিভাবে কিছু জানানো হয়নি। সংশ্লিষ্ট মহল সূত্রে জানা যাচ্ছে, এই সকল রুটগুলিতে বন্দে ভারত চালানোর বিষয়ে প্রস্তাব দেওয়া হয়েছে এবং সেই প্রস্তাব ও সেই রুটের জনপ্রিয়তার কথা মাথায় রেখে রেল বোর্ড সিদ্ধান্ত নেবে।