New Flight Service From Andal: আরো সহজে যাওয়া যাবে দার্জিলিং, পুরি, আসাম! অন্ডাল থেকে চালু নয়া পরিষেবা

Madhab Das

Published on:

নিজস্ব প্রতিবেদন : পশ্চিমবঙ্গের যে সকল বিমানবন্দর রয়েছে সেই সকল বিমানবন্দরের মধ্যে এখন পশ্চিম বর্ধমানের কাজী নজরুল ইসলাম এয়ারপোর্ট (Kazi Nazrul Islam Airport) অর্থাৎ অন্ডাল এয়ারপোর্ট বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। কেননা এখন এই বিমানবন্দর থেকে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ শহরের সঙ্গে বাড়ছে যোগাযোগ, দিন দিন এই বিমানবন্দরে বাড়ছে যাত্রী সংখ্যা। আর এমন একাধিক পরিসংখ্যান যখন সামনে আসছে তখন আরো একটি সুখবর দিল অন্ডাল বিমানবন্দর কর্তৃপক্ষ।

অন্ডাল বিমানবন্দর কর্তৃপক্ষের তরফ থেকে নতুন যে সুখবর দেওয়া হয়েছে সেই সুখবর অনুযায়ী এবার টুক করে দার্জিলিং সহ উত্তরবঙ্গের বিভিন্ন জায়গা, সিকিম, পুরি এবং আসামের বিভিন্ন জায়গা ঘুরতে যাওয়া ও যাতায়াত অনেক সহজ হয়ে যাচ্ছে। কেননা অন্ডাল বিমানবন্দর থেকে নতুন করে তিন রাজ্যে বিমান পরিষেবা (New Flight Service From Andal) যাওয়া শুরু করা হতে চলেছে।

কাজী নজরুল ইসলাম এয়ারপোর্ট অর্থাৎ অন্ডাল বিমানবন্দর থেকে এবার গুয়াহাটি, বাগডোগরা ও ভুবনেশ্বর উড়ান চালু করার ব্যবস্থা গ্রহণ করা হলো। অন্ডাল বিমানবন্দর থেকে নতুন এই পরিষেবা চালু হবে আগামী ৩০ আগস্ট ২০২৪ থেকে। নতুন যে উড়ান পরিষেবা চালু করার পদক্ষেপ নেওয়া হচ্ছে সেই উড়ান পরিষেবায় সপ্তাহে চার দিন ভুবনেশ্বর থেকে অন্ডাল হয়ে বাগডোগরা এবং সপ্তাহে তিন দিন অন্ডাল হয়ে গুয়াহাটি পর্যন্ত পরিষেবা দেওয়া হবে।

অন্ডাল বিমানবন্দর থেকে যে তিনটি রুটে পরিষেবা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেই তিনটি রুট অত্যন্ত জনপ্রিয়। কেননা বাগডোগরা পৌঁছালেই সেখান থেকে সহজেই দার্জিলিং, সিকিম সহ বিভিন্ন জায়গায় পৌঁছানো যায়। আবার ভুবনেশ্বর পৌঁছানো মানেই জগন্নাথ দেবের দর্শন সহজ হয়ে যাওয়া। আসামের গুয়াহাটি বিমানবন্দর থেকে আসামের বিভিন্ন জায়গায় সহজেই পৌঁছানো যায়। যে কারণে এই সকল রুটগুলিতে নতুন পরিষেবা শুরু হলেই যাত্রী চাহিদা ব্যাপক থাকবে বলেই আশা করা হচ্ছে।

আরও পড়ুন 👉 Park Near Kolkata: কলকাতা থেকে ঢিল ছোঁড়া দূরত্ব! ২০-৩০ টাকায় জমিয়ে প্রেম হতে পারে এই পার্কে

পরিষেবার সময়সূচী সম্পর্কে যা জানা গিয়েছে তা হলো, প্রতি সপ্তাহের রবি, সোম, বুধ এবং শুক্রবার সকাল সোয়া ১১টা নাগাদ ভুবনেশ্বর থেকে বিমানটি ছাড়বে এবং সেই বিমানটি অন্ডাল এসে পৌঁছাবে ১২:৫৫ নাগাদ। এরপর ওই বিমানটি বাগডোগরার উদ্দেশ্যে রওনা দেবে দুপুর ১ টা ১৫ মিনিটে এবং বাগডোগরা পৌঁছাবে দুপুর ২:২০ মিনিটে। ফেরার পথে বাগডোগরা থেকে বিমানটি রওনা দেবে দুপুর ৩:৫৫ মিনিটে এবং অন্ডাল এসে পৌঁছাবে ৪:০৫ মিনিটে। ওই বিমানটি আবার ৪:৩৫ মিনিটে অন্ডাল থেকে ভুবনেশ্বরের উদ্দেশ্যে রওনা দেবে এবং ভুবনেশ্বর পৌঁছাবে ৬:১৫ মিনিটে।

সপ্তাহের বাকি তিন দিন ভুবনেশ্বর থেকে আসা বিমানটি দুপুর ১ টা ১৫ নাগাদ গুয়াহাটির উদ্দেশ্যে রওনা দেবে এবং গুয়াহাটি পৌঁছাবে দুপুর ২:৪০ মিনিট নাগাদ। ফেরার পথে ওই বিমানটি গুয়াহাটি থেকে দুপুর ৩:১০ মিনিটে রওনা দেবে এবং ৪টে ৫০ মিনিটে অন্ডাল এসে পৌঁছাবে। সেখান থেকে বিমানটি পুনরায় ভুবনেশ্বরের উদ্দেশ্যে রওনা দেবে বিকেল ৫:১০ মিনিটে এবং ভুবনেশ্বর পৌঁছাবে ৬:৫৫ মিনিটে।