নিজস্ব প্রতিবেদন : একসময় মানুষ সবকিছু বাজার থেকে খোলা জিনিস কিনে আনতেন এবং সেগুলি ব্যবহার করতেন। তবে সময়ের সঙ্গে সঙ্গে এসবের পরিবর্তন এসেছে এবং সেই জায়গায় এসেছে এখন প্যাকেজিং খাবার দাবার। এই সকল প্যাকেজিং খাবার-দাবারে ১৯টি আইটেমের ওপর কড়া নজর দিল কেন্দ্র।
প্যাকেজিং খাবারের নতুন নিয়ম চালু হওয়ার কথা ছিল ২০২৩ সালের ১ জানুয়ারি। তবে পরিকাঠামগত দিক দিয়ে সমস্ত রকম প্রস্তুতি না হওয়ার ফলে এই নিয়ম চালু হওয়ার সময়সীমা আরও একমাস পিছিয়ে দেওয়া হয়েছে কেন্দ্রের তরফ থেকে এবং তা চালু হবে আগামী ফেব্রুয়ারি মাসের ১ তারিখ।
১৯ টি আইটেমের তালিকায় যে সকল খাবার রয়েছে সেগুলি হল দুধ, চা, বিস্কুট, ভোজ্যতেল, ময়দা, বোতলজাত জল, শিশুর খাবার, ডাল, সিমেন্টের ব্যাগ, রুটি, ডিটারজেন্ট ইত্যাদি। এই সকল জিনিসপত্রের প্যাকেজিংয়ের উপর সমস্ত রকম তথ্য দিতে হবে সরবরাহকারী এবং প্যাকেজিং সংস্থাকে। প্যাকেটের উপর লিখতে হবে ম্যানুফ্যাকচারিং ডেট, ম্যানুফ্যাকচারিং দেশ ইত্যাদি।
নতুন নিয়ম অনুসারে জিনিসপত্রের ওজন যদি নির্দিষ্ট মানদণ্ডে তুলনায় কম হয় তাহলে প্রতি এক গ্রাম বা এক মিলিলিটারের দাম কত তা উল্লেখ করতে হবে। যদি জিনিসপত্রের ওজন এক কিলোর উপরে হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে কেজি বা লিটারের দাম হিসাবে দাম উল্লেখ করতে হবে।
নতুন এই নিয়ম জারি হওয়ার পর গ্রাহকরা যখন কোন দোকান অথবা শপিংমল থেকে জিনিসপত্র কিনবেন তখন তাদের দেখে নিতে হবে এই সকল জিনিসগুলি। মূলত গ্রাহকরা যাতে কোনভাবে না ঠকেন বা ক্ষতিগ্রস্ত না হন তার জন্য কেন্দ্রীয় উপভোক্তা মন্ত্রণালয়ের তরফ থেকে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।