নিজস্ব প্রতিবেদন : ভারতীয় নাগরিকদের বড় সংখ্যার মানুষ প্রতিদিন ট্রেনের ওপর নির্ভর করে এক জায়গা থেকে অন্য জায়গা যাতায়াত করে থাকেন। ট্রেনের উপর নির্ভর করে যাতায়াত করার ক্ষেত্রে ভারতীয় রেলের ব্যাপক এই চাহিদা বৃদ্ধির ফলে ভারতীয় রেল (Indian Railways) হয়ে উঠেছে গণপরিবহনের মেরুদন্ড। তবে ট্রেনে যাতায়াত করলেও সবার পক্ষে সমানভাবে সব পরিষেবা বহন করার সাধ্য হয় না।
যেমন ট্রেনে যাতায়াত করা অথবা স্টেশনে খাওয়া-দাওয়ার ক্ষেত্রে প্রতিটি মানুষের সাধ্য হয়ে ওঠে না মোটা টাকা খরচ করার। এবারের সেই সকল যাত্রীদের কথা মাথায় রেখে রেলের তরফ থেকে এমন এক বন্দোবস্ত আনা হলো যাতে করে মাত্র ২০ টাকাতেই মিলবে পেট পুরে খাবার। সম্প্রতি বিজ্ঞপ্তি জারি করে রেলের তরফ থেকে এমনটাই জানানো হয়েছে। বিভিন্ন রেল স্টেশনে এই ধরনের খাবার দেওয়ার বন্দোবস্ত করছে রেল।
প্লাটফর্মের যে জায়গায় সাধারণ কোচ এসে দাঁড়ায় সেই জায়গাতেই এমন স্টল থাকবে। মাত্র ২০ টাকায় মিলবে সাতটি লুচি, আলু সব্জি এবং আচার। এছাড়াও মিল পাওয়া যাবে ৫০ টাকায়। মিলে থাকবে রাজমা-ভাত বা খিচুড়ি, ছোলে বাটুরে, পাও ভাজি, মশালা দোসা। এর পাশাপাশি জায়গার ভিত্তিতে খাবারের অন্যান্য মেনু যোগ করা হবে বলেও জানানো হয়েছে।
শুধু তাই নয় এর পাশাপাশি জলের বন্দোবস্ত থাকবে এই সকল গরিবের কাউন্টারগুলিতে। সেখানে মাত্র তিন টাকায় ২০০ মিমি প্যাকেজ করা জল। দেশের নিম্নবিত্ত যাত্রীদের কথা মাথায় রেখে এই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। কেননা দূরপাল্লার ট্রেনে প্যান্টি কার থেকে এসি অথবা স্লিপার ক্লাসে খাবার দেওয়ার বন্দোবস্ত থাকলেও জেনারেল কোচগুলিতে এই ধরনের বন্দোবস্ত থাকে না।
রেলের তরফ থেকে সস্তায় খাবার পরিবেশন এর এই যে বন্দোবস্ত করা হয়েছে সেই পরিষেবা পশ্চিমবঙ্গে শিয়ালদা, আসানসোল, দুর্গাপুর, খড়্গপুর, রামপুরহাট, নিউ কোচবিহার, নিউ আলিপুরদুয়ারের মতো স্টেশনেও পাওয়া যাবে। পশ্চিমবঙ্গের এই সকল স্টেশন ছাড়াও অন্যান্য রাজ্য মিলিয়ে মোট ৬৪ টি স্টেশনে প্রাথমিকভাবে এই ধরনের খাবার পরিবেশনের বন্দোবস্ত করছে রেল।