নিজস্ব প্রতিবেদন : দিন যত এগিয়ে চলেছে ততই ভারতীয় রেলে (Indian Railways) আসছে বৈপ্লবিক পরিবর্তন। প্রযুক্তি থেকে শুরু করে বিভিন্ন দিক দিয়ে রেল যেভাবে একের পর এক পরিবর্তন আনছে তাতে দেশের কোটি কোটি মানুষ উপকৃত হচ্ছেন। রেল পরিষেবা ভারতীয়দের গণপরিবহনের মেরুদন্ড হওয়ার কারণে রেলেরও দায়িত্ব দিন দিন বেড়ে চলেছে।
ভারতীয় রেলের এমন দায়িত্ব ও গুরুত্বের কথা মাথায় রেখে রেলের তরফ থেকে প্রতিদিনই দেশের কোন না কোন রুট নিয়ে নতুন নতুন পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে। নতুন নতুন পরিকল্পনার পাশাপাশি চালু করা হচ্ছে নতুন নতুন ট্রেন। নতুন নতুন এই সকল ট্রেন চালু করার তালিকায় নাম লিখিয়েছে বন্দে ভারত এক্সপ্রেস, নমো এক্সপ্রেস, অমৃত ভারত এক্সপ্রেস ইত্যাদি। তবে এবার এসবের মধ্যেই আসছে নিউ জেনারেশন অমৃত ভারত এক্সপ্রেস (New Generation Amrit Bharat Express)।
বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের উদ্বোধনের পর গোটা দেশ জুড়ে এই ট্রেন নতুন ঝড় তুলে দিয়েছে। তবে বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের টিকিটের ভাড়া অনেক বেশি হওয়ার কারণে আমজনতার অধিকাংশের কাছেই ব্যয়বহুল। এমন পরিস্থিতিতে যাত্রীদের জন্য রেলের তরফ থেকে নতুন ট্রেন হিসাবে উপহার দেওয়া হয়েছে অমৃত ভারত এক্সপ্রেস। অন্যান্য সাধারণ ট্রেনের তুলনায় অমৃত ভারত এক্সপ্রেসে অনেক বদল আনা হয়েছে। আর এবার আসছে নিউ জেনারেশন অমৃত-ভারত এক্সপ্রেস।
নিউ জেনারেশন অমৃত ভারত এক্সপ্রেস সম্পর্কে দিন কয়েক আগেই রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, আগামী কয়েক বছরের মধ্যেই অন্ততপক্ষে ১০০০টি নিউ জেনারেশন অমৃত ভারত এক্সপ্রেস করা হবে। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো, নিউ জেনারেশন অমৃত ভারত এক্সপ্রেস ট্রেনগুলির সর্বোচ্চ গতিবেগ হবে ঘন্টায় ২৫০ কিলোমিটার। যা ভারতে ভারতীয় রেলের ইতিহাসে নতুন অধ্যায় লিখবে।
রেলমন্ত্রীর আশ্বাস অনুযায়ী যদি নিউ জেনারেশন অমৃত ভারত এক্সপ্রেসের সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় ২৫০ কিলোমিটার হয় তাহলে তা ছাপিয়ে যাবে এখনকার বন্দে ভারত এক্সপ্রেসের মত ট্রেনকেও। কেননা বর্তমানে ভারতে যে সকল বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন যাতায়াত করছে সেই সকল ট্রেনের সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় ১৮০ কিলোমিটার, আগামী দিনে এর সর্বোচ্চ গতিবেগ হবে ঘন্টায় ২২০ কিলোমিটার। যদিও এই সকল ট্রেন এখন ভারতের রেল ট্র্যাক অনুযায়ী সবচেয়ে বেশি ঘন্টায় ১৩০ কিলোমিটার গতিবেগে দৌড়ে থাকে। সুতরাং নিউ জেনারেশন অমৃত ভারত এক্সপ্রেস নিয়ে রেল মন্ত্রী যে আশ্বাস দিয়েছেন তা ছাপিয়ে যেতে পারে বন্দে ভারত থেকে শুরু করে অন্যান্য প্রিমিয়াম ট্রেনের গতিকেও।