Biggest Railway Station in India: দিল্লীও নয়, মুম্বইও নয়! জানেন দেশের সবচেয়ে বড় রেলস্টেশন রয়েছে বাংলাতেই

নিজস্ব প্রতিবেদন : ভারতের মতো বিপুল জনসংখ্যার দেশে প্রতিদিন প্রায় দু’কোটি মানুষ ভারতীয় রেলের (Indian Railways) রেল পরিষেবার ওপর ভর করে এক জায়গা থেকে অন্য জায়গায় যাতায়াত করে থাকেন। বিপুলসংখ্যক এই যাত্রীদের পরিষেবা দেওয়ার জন্য দেশে প্রতিদিন ১২ হাজারের বেশি যাত্রীবাহী ট্রেন চালানো হয়। যাত্রীদের ট্রেনে সফর করার সুবিধার জন্য রয়েছে অন্ততপক্ষে ৮ হাজারের কাছাকাছি রেলস্টেশন (Railway Station)।

বিপুল সংখ্যক যাত্রীবাহী এবং বিপুল সংখ্যক স্টেশন যাত্রীদের স্বাচ্ছন্দে এবং কম খরচে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যায়। ছোট বড় মিলিয়ে প্রায় আট হাজার রেল স্টেশনের মধ্যে কোন রেল স্টেশনটি সবচেয়ে বড় (Biggest Railway Station in India) তা নিয়ে সাধারণ কৌতূহলের শেষ নেই। জানলে অবাক হবেন, মুম্বই অথবা দিল্লি নয়, দেশের সবচেয়ে বড় রেলস্টেশন রয়েছে বাংলাতেই।

ভারতীয় রেলের সবচেয়ে বড় রেলস্টেশন শুধু বাংলাতে রয়েছে এমন নয়, এর পাশাপাশি দেশের দ্বিতীয় বৃহত্তম রেল স্টেশনটিও রয়েছে বাংলায়। দেশের প্রথম ও দ্বিতীয় বৃহত্তম রেল স্টেশন বাংলাতে থাকার পরিপ্রেক্ষিতে অধিকাংশ মানুষই অনুমান করতে পারছেন কোন দুটি রেলস্টেশনের কথা বলা হচ্ছে। হ্যাঁ, অনুমান মত ওই দুটি রেল স্টেশন হলো হাওড়া ও শিয়ালদা। এবার প্রশ্ন কোনটি সবচেয়ে বড়?

আরও পড়ুন 👉 Kavach Security System: নিশ্চিন্তে হবে ট্রেন সফর, হাওড়া থেকে মানকর পর্যন্ত রেলের বিশেষ ব্যবস্থা

দেশ তথা বাংলার সবচেয়ে বড় রেল স্টেশনটি হলো হাওড়া রেল স্টেশন। এই রেলস্টেশনে ২৩টি প্ল্যাটফর্ম রয়েছে, যা দেশের অন্য কোন রেল স্টেশনে নেই। এছাড়াও এই রেলস্টেশনে রয়েছে ২৬টি ট্র্যাক বা লাইন। আরও বড় বিষয় হল, এখানে এক রেলস্টেশন থেকে অন্য রেলস্টেশনে যাওয়ার জন্য কোন ব্রিজ ব্যবহার করতে হয় না যাত্রীদের। আসলে প্রান্তিক রেলস্টেশন হওয়ার কারণেই এমনটা সম্ভব হয়েছে।

অন্যদিকে দেশের দ্বিতীয় বৃহত্তম রেল স্টেশন হলো শিয়ালদা। শিয়ালদা রেল স্টেশনে রয়েছে ২০টি প্ল্যাটফর্ম। আবার শিয়ালদা রেলস্টেশন দেশের দ্বিতীয় বৃহত্তম রেল স্টেশন হলেও এটি সবচেয়ে ব্যস্ততম রেল স্টেশন। ১০০ বছরের পুরাতন এই রেল স্টেশনে বিভিন্ন সময় রেলের তরফ থেকে নানান পরিবর্তন আনা হয়েছে এবং হচ্ছে। অন্যদিকে হাওড়া ও শিয়ালদা রেল স্টেশনের পর দেশের তৃতীয় বৃহত্তম রেল স্টেশন হিসেবে জায়গা করে নিয়েছে ছত্রপতি শিবাজী টার্মিনাস, যেখানে ১৮টি প্ল্যাটফর্ম রয়েছে।