মরগেজ ছাড়াই মিলবে ঋণ, মহিলা ব্যবসায়ীদের জন্য নয়া প্রকল্প আনছে মোদি সরকার

নিজস্ব প্রতিবেদন : ২০১৪ সালে কেন্দ্রে সরকার পরিবর্তনের পর বিভিন্ন ক্ষেত্রে আমূল পরিবর্তন এসেছে। আমূল এই পরিবর্তন এসেছে মূলত মোদি সরকারের হাত ধরে। এবার এই মোদি সরকারের তরফ থেকে গ্রামীণ মহিলাদের কথা মাথায় রেখে নতুন একটি প্রকল্প চালু করতে চলেছে। নতুন এই প্রকল্পে মরগেজ ছাড়াই লোন পাবেন গ্রামীণ মহিলা ব্যবসায়ীরা। এক্ষেত্রে তারা তাদের ব্যবসায়িক উন্নতি করার ক্ষেত্রে অনেক সুবিধা পাবেন।

এই ঋণ দেওয়া হবে মূলত স্বনির্ভর গোষ্ঠীর গ্রুপের মধ্য দিয়ে। তবে উল্লেখযোগ্য বিষয় হলো মোদি সরকারের তরফ থেকে এবার প্রথম এমন উদ্যোগ নিতে চলেছে যাতে এন্টারপ্রাইজ ফাইন্যান্সিং-এর মাধ্যমে স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা প্রথমবার আলাদা আলাদা ভাবে প্রত্যেক সদস্য ঋণ পাবেন। বর্তমানে যে ব্যবস্থা রয়েছে তাতে স্বনির্ভর গোষ্ঠী ঋণ পায় এবং সেই ঋণের টাকা তাদের সদস্যদের মধ্যে ভাগ করে দেয়।

এই প্রকল্পের আওতায় কোন মহিলা ঋণ নিতে চাইলে তাকে কোনরকম মরগেজ দিতে হবে না অথবা তার কোনরকম পূর্ব অভিজ্ঞতার প্রয়োজন হবে না। এছাড়াও আরও একাধিক সুবিধা রয়েছে এই ধরনের ঋণের ক্ষেত্রে। সরকার তাত্ক্ষণিক পরিশোধের জন্য তিন বছরের হিসাবে ১.৫ লক্ষ টাকা পর্যন্ত ঋণের উপর সুদে ছাড় দেবে।

ইতিমধ্যেই এই ধরনের ঋণ তুলে দেওয়ার জন্য পরিকল্পনার একটি রূপরেখা তৈরি করা হয়ে গিয়েছে এবং সেই রূপরেখা লঞ্চ হয়েছে। যদিও আনুষ্ঠানিকভাবে এই প্রকল্পের উদ্বোধন এখনো করা হয়নি। কেন্দ্রীয় গ্রামোন্নয়ন সচিব নগেন্দ্র নাথ সিনহা জানিয়েছেন, এন্টারপ্রাইজ ফাইন্যান্সিং স্কিম মহিলাদের আরও বেশি করে ব্যবসা করার সুযোগ তৈরি করবে। এর ফলে গ্রামাঞ্চলে আরও কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। এর পাশপাশি গ্রামীণ অর্থনীতিকে আরও চাঙ্গা করতে সাহায্য করবে।

এই প্রকল্পের আওতায় ঋণের ক্ষেত্রে বলা হয়েছে, যদি কোন মহিলার কোনরকম অভিজ্ঞতা না থাকে তাহলে তিনি ৫০ হাজার টাকা পর্যন্ত ঋণ পাবেন। তবে যদি কোন মহিলার দু’বছরের অভিজ্ঞতা থাকে তাহলে তিনি ২ লক্ষ টাকা ঋণ পেতে পারেন।