যখন তখন ঢোকা-বেরোনো নয়, শিক্ষক-শিক্ষিকাদের জন্য জারি নতুন নির্দেশিকা

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : স্কুলের শিক্ষক শিক্ষিকাদের নিয়ে নানান অভিযোগের শেষ নেই। শিক্ষক-শিক্ষিকাদের (Teachers) বিরুদ্ধে যে সকল অভিযোগ রয়েছে তার মধ্যে অন্যতম হলো সময়ে স্কুল না আসা, আগেভাগে বেরিয়ে যাওয়া অথবা টিফিন খাওয়ার নাম করে বাড়তি সময় কাটানো। এই সকল অভিযোগের পরিপ্রেক্ষিতে এবার লাগাম টানার জন্য নতুন এক নির্দেশিকা জারি হল। নতুন এই নির্দেশিকা জারি করা হয়েছে মধ্যশিক্ষা পর্ষদের (WBBSE) তরফ থেকে।

Advertisements

মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে এই নির্দেশিকা জারি করা হয়েছে স্কুলের শিক্ষক-শিক্ষিকা ছাড়াও অশিক্ষক কর্মীদের জন্য। স্কুলের মধ্যে কর্মসংস্কৃতি ফিরিয়ে আনার জন্য এমন নির্দেশিকা জারি করা হয়েছে। যে নির্দেশিকায় জানানো হয়েছে স্কুল চলাকালীন ইচ্ছেমতো কোন শিক্ষক-শিক্ষিকা অথবা অশিক্ষক কর্মী বেরিয়ে যেতে পারবেন না। একান্তই যদি বেরোনোর প্রয়োজন হয় তাহলে তাদের স্কুল কর্তৃপক্ষের অনুমতি নিতে হবে।

Advertisements

এর পাশাপাশি স্কুলের শিক্ষক-শিক্ষিকা এবং অশিক্ষক কর্মীদের জন্য বেঁধে দেওয়া হয়েছে টিফিন বিরতির সময়। দুপুর দেড়টা থেকে দুপুর দুটো পর্যন্ত টিফিন বিরতির বেঁধে দেওয়া সময়েও কেউ স্কুল থেকে বেরিয়ে যেতে পারবেন না। এই নির্দেশিকা অমান্য করে যদি কোন শিক্ষক বা শিক্ষিকা অথবা অশিক্ষক কর্মী স্কুলের বাইরে যান তাহলে তাকে ঐ দিনের জন্য অনুপস্থিত ধরা হবে।

Advertisements

আরও পড়ুন : Private Tution: নিয়মে বদল, হাতে আর ৩ মাস, বন্ধ হবে স্কুল শিক্ষকদের প্রাইভেট টিউশন

শনিবার অর্থ দপ্তরের তরফ থেকে একটি মেমোরান্ডাম জারি করা হয়েছে সরকারি অফিসগুলির কর্মদক্ষতা এবং শৃঙ্খলা উন্নত করার জন্য। এর পাশাপাশি ঝামেলা এড়ানোর জন্য বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এই সকল নিয়মই এবার স্কুলের জন্য কার্যকর করা হবে বলে জানিয়ে দিল পর্ষদ।

এই মুহূর্তে রাজ্যের সরকারি স্কুলগুলিতে চলছে গরমের ছুটি। গরমের ছুটি শেষ হওয়ার পর স্কুল খুললেই প্রতিটি শিক্ষক-শিক্ষিকাকে নতুন নির্দেশিকা অনুযায়ী নিয়ম মেনে চলতে হবে। সেক্ষেত্রে পর্ষদের তরফ থেকে নির্দেশিকাই জানানো হয়েছে, এই সকল নিয়ম না মানা হলে সংশ্লিষ্ট স্কুলের প্রধান শিক্ষক বা স্কুল পরিদর্শক রিপোর্ট জমা দেবেন শিক্ষা দপ্তরকে। তবে এই নির্দেশিকা নিয়ে ইতিমধ্যে বিতর্ক তৈরি হয়েছে। বিতর্ক তৈরি হয়েছে মূলত টিফিন বিরতির সময় স্কুলের শিক্ষক শিক্ষিকাদের উপর যে নির্দেশিকা জারি হয়েছে তার ক্ষেত্রে।

Advertisements