New Rules WB Teachers: স্কুলে মোবাইল ঘাঁটা থেকে ছুটি! এবার স্কুল শিক্ষক-শিক্ষিকাদের মানতে হবে এই ৩ নিয়ম

Madhab Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : স্কুলে শিক্ষক-শিক্ষিকারা ক্লাস চলাকালীন মোবাইল ব্যবহার বা মোবাইল ঘাঁটতে পারবেন না, এমন নিয়ম অনেকদিন থেকেই রয়েছে। তবে সেই নিয়ম মানার ক্ষেত্রে গাফিলতি রয়েছে তা সম্প্রতি একটি ঘটনায় সামনে আসার পর নড়েচড়ে বসলো শিক্ষা দপ্তর। শিক্ষা দপ্তর নতুন করে নড়েচড়ে বসার পরিপ্রেক্ষিতে স্কুলে শিক্ষক-শিক্ষিকাদের মোবাইল ব্যবহার থেকে শুরু করে পরিষ্কার পরিচ্ছন্নতা এবং ছুটি নেওয়ার বিষয়েও নতুন নির্দেশ পাঠানো হলো (New Rules WB Teachers)।

Advertisements

রাজ্য শিক্ষা দপ্তরের তরফ থেকে এইভাবে নড়েচড়ে বসার পিছনে রয়েছে কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসুর একটি স্কুলে সারপ্রাইজ ভিজিট। গত সপ্তাহে ওই বিচারপতি জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে যাওয়ার পথে আচমকা ফণীন্দ্রদেব ইনস্টিটিউশন স্কুলে পরিদর্শনে চলে যান। আর সেখানে গিয়ে তিনি যা যা দেখতে পান তা থেকে তিনি রীতিমতো স্তম্ভিত হয়ে পড়েছিলেন।

Advertisements

কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসু ওই স্কুলের সারপ্রাইজ ভিজিট করে দেখতে পান ৪৫ জন শিক্ষক-শিক্ষিকার মধ্যে ঐদিন অনুপস্থিত ছিলেন ১২ জন। এমন ঘটনা যেমন তাকে স্তমিত করেছিল, ঠিক সেই রকমই আবার ঐদিন স্কুলের সামনে থাকা নর্দমায় মিড ডে মিলের ভাত পড়ে থাকতে দেখেছিলেন। এই সকল ঘটনা সামনে আসার পরই শিক্ষা দপ্তর নড়েচড়ে বসে এবং একাধিক স্কুলে মোবাইল ঘাঁটা থেকে শুরু করে পরিষ্কার পরিচ্ছন্নতা, ছুটি নেওয়ার ক্ষেত্রে নির্দেশিকা মেনে চলার বিষয়ে চিঠি পাঠানো হয়েছে।

Advertisements

আরও পড়ুন ? New messege for Insurance: ভুলভাল বুঝিয়ে আর ইন্স্যুরেন্স করানো যাবে না, কড়া বার্তা দিল কেন্দ্র

নতুন যে নির্দেশিকা পাঠানো হয়েছে সেই নির্দেশিকা স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে, শিক্ষক-শিক্ষিকারা স্কুলে ক্লাস চলাকালীন মোবাইল ঘাঁটতে পারবেন না। ছুটি নেওয়ার বিষয়ে কড়াকড়িভাবে চিঠি দিয়ে বলা হয়েছে, এবার থেকে প্রধান শিক্ষকের অনুমতি না নিয়ে কোন শিক্ষক-শিক্ষিকা স্কুলে অনুপস্থিত থাকতে পারবেন না। এছাড়াও ছুটি নেওয়ার জন্য কি কারণে ছুটি নিচ্ছেন সেই বিষয়টি জানানোর পাশাপাশি যাবতীয় তথ্য ও কাগজপত্র জমা করতে হবে।

এর পাশাপাশি স্কুলে পরিষ্কার-পরিচ্ছন্নতার বিষয়েও আলাদাভাবে নজর দিতে হবে বলে জানানো হয়েছে। প্রধান শিক্ষকদের নির্দেশ দেওয়া হয়েছে, রেজিস্টার খাতা সবসময় আপ টু ডেট রাখতে হবে। স্কুল চত্বর থেকে শুরু করে মিড ডে মিল রান্না ও খাওয়ার জায়গা, টয়লেট, পানীয় জলের জায়গা, ক্লাসরুম সব কিছু যেন পরিষ্কার-পরিচ্ছন্ন থাকে সেই বিষয়ে প্রধান শিক্ষককে নিশ্চিত করতে হবে।

Advertisements