Central Govt Home loan Scheme: লোন নিয়ে বাড়ি করতে চান! এবার বড় সুখবর দিল কেন্দ্র

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : ভারতের মতো বিপুল জনসংখ্যার দেশে এখনো পর্যন্ত কোটি কোটি মানুষ গৃহহীন। এই সকল কোটি কোটি মানুষদের নিজের বাড়ি না থাকার জন্য তারা অন্যের বাড়িতে ভাড়া থাকেন অথবা অন্যকোন উপায়ে কষ্ট করেই দিনরাত গুজরান। এই সকল মানুষদের হাতে বাড়ি তুলে দেওয়ার জন্য কেন্দ্র সরকারের বিভিন্ন প্রকল্প (Central Govt Scheme) রয়েছে, তবে এবার আরও একটি নতুন প্রকল্প আসতে চলেছে যার মাধ্যমে সস্তায় মিলবে হোম লোন (Central Govt Home loan Scheme)।

Advertisements

দেশের বহু মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত শ্রেণীর মানুষদের নিজের বাড়ি তৈরি করার স্বপ্ন রয়েছে। কিন্তু তাদের কাছে পর্যাপ্ত টাকা না থাকার কারণে সেই স্বপ্ন পূরণ করতে পারেন না। আবার অনেকেই রয়েছেন যারা বিভিন্ন ব্যাংক অথবা আর্থিক প্রতিষ্ঠান থেকে চড়া সুদে টাকা ধার নিয়ে বাড়ি করেন। এই সকল মানুষ যারা লোন নিয়ে বাড়ি করেন তাদের জন্য সুখবর দিল কেন্দ্র সরকার।

Advertisements

বর্তমানে যে সকল ব্যাংক অথবা আর্থিক প্রতিষ্ঠান গ্রাহকদের হোম লোন দিয়ে থাকে তাদের হোম লোনের উপর সুদের পরিমাণ সবসময় ১০ শতাংশের উপরে লক্ষ্য করা যায়। এর ফলে বাড়ি তৈরীর জন্য ধার নেওয়ার টাকা শোধ করতে করতে মাথার ঘাম পায়ে পড়ে। এমন পরিস্থিতিতে কেন্দ্র সরকার যে প্রকল্প আনতে চলেছে তাতে খুব অল্প সুদের হারে লক্ষ লক্ষ টাকা ঋণ পাওয়া যাবে।

Advertisements

আরও পড়ুন ? Lakhpati Didi Yojana: লক্ষ্মীর ভাণ্ডার ফেল! এবার মহিলাদের লাখপতি বানাতে নয়া পরিকল্পনা কেন্দ্রের

২০২৩ সালের ১৫ আগস্ট অর্থাৎ স্বাধীনতা দিবসের দিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই ধরনের একটি লোনের কথা ঘোষণা করেছিলেন লালকেল্লায়। তবে বিভিন্ন কারণে সেই ঘোষণা এখনো বাস্তবায়িত হয়নি। এবার সেই ঘোষণা ২০২৪-২৫ অর্থবর্ষে বাস্তবায়িত হতে পারে বলে জানা যাচ্ছে কেন্দ্রীয় গৃহ নির্মাণ ও শহরাঞ্চল বিষয়ক মন্ত্রী হরদীপ সিং পুরীর মন্তব্যে। তার কথা অনুযায়ী, এমন একটি প্রকল্পের জন্য পুঙ্খানুপুঙ্খ আলোচনার পর তা অন্তিম পর্যায়ে পৌঁছে গিয়েছে।

সরকারি এই প্রকল্প গত বছর সেপ্টেম্বর মাসেই চালু হওয়ার কথা থাকলেও তা হয়নি বিভিন্ন সংস্করণের জন্য। তবে এবার তা চালু হওয়ার দিকেই বলে মনে করা হচ্ছে। এই প্রকল্পের মধ্য দিয়ে যে সকল নাগরিকরা বাড়ি ভাড়া নিয়ে থাকেন অথবা বস্তি বা অনুমোদনহীন কলোনিতে বসবাস করেন তারা বাড়ি তৈরির জন্য টাকা পাবেন। কেন্দ্র সরকারের তরফ থেকে এই প্রকল্পের মাধ্যমে নেওয়া টাকার উপর ৭.৫% থেকে ৮.৫% সুদ নেওয়া হতে পারে।

Advertisements