আর ফুটপাতে রাত কাটাতে হবে না কাউকে! বড় ঘোষণা করলেন ফিরহাদ হাকিম

নিজস্ব প্রতিবেদন : তিলোত্তমার জনসংখ্যা যেমন তিল তিল করে বাড়ছে ঠিক সেই রকমই তিল তিল করে বাড়ছে আশ্রয়হীন মানুষদেরও সংখ্যা। তবে এই সকল মানুষদের কথা মাথায় রেখে এবার বড় ঘোষণা করে দিলেন কলকাতা পৌর নিগমের মেয়র তথা মন্ত্রী ফিরহাদ হাকিম (Firhad Hakim)। মূলত রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজের মধ্য দিয়ে এবার এই সকল আশ্রয়হীনদের নিয়েও বড় ঘোষণা শোনা গেল তার মুখে।

গ্রীষ্মকালে অথবা অন্যান্য সময় রাস্তার ধারে ফুটপাতে (Footpath) রাত কাটিয়ে দেওয়া অনেক সহজ। কিন্তু শীতকাল এবং বর্ষাকালে এই পরিস্থিতি বড়ই কঠিন হয়ে দাঁড়ায়। আর যেহেতু সামনেই শীতকাল আসছে তাই এই নিয়ে নড়েচড়ে বসতে শুরু করলো প্রশাসন। সেইমতো রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম জানিয়েছেন, কলকাতা পৌর নিগম আশ্রয়হীনদের রাতে থাকার বন্দোবস্ত করবে। শহরের ফুটপাতে থাকবে না আর কোন আশ্রয়হীন।

আশ্রয়হীনদের রাতে মাথার উপর ছাদ দেওয়ার জন্য ইতিমধ্যেই রাজ্য সরকার এবং কলকাতা পৌর নিগমের যৌথ উদ্যোগে ৪২টি আশ্রয় অর্থাৎ নাইট শেল্টার (Night shelter) তৈরি করা হয়েছে। সূত্র মারফত জানা যাচ্ছে আরও ১৫টি এই ধরনের নাইট সেল্টার তৈরি করা হবে। এই সকল নাইট শেল্টার তৈরি করার পাশাপাশি আশ্রয়হীনদের সেই নাইট শেল্টারে আনার জন্য বিশেষ উদ্যোগ নিচ্ছে প্রশাসন।

ফিরহাদ হাকিম জানিয়েছেন, যে সকল নাইট শেল্টার রয়েছে সেইসব নাইট শেল্টারে ৬০০-র বেশি মানুষ থাকতে পারবেন। এর পাশাপাশি আগামী দিনে আরও সাতটি নতুন জায়গা পাওয়া গিয়েছে যেগুলিতেও এক হাজারের বেশি আশ্রয়হীন মানুষ থাকতে পারবেন। এরকমভাবে শহরের বিভিন্ন জায়গায় আরও অনেক নাইট শেল্টার রয়েছে যেগুলিতেও প্রচুর মানুষ শীতের রাতে রাস্তায় ঘুরে বেড়ানোর বদলে থাকার জায়গা পাবেন।

এর পাশাপাশি যাতে আশ্রয়হীন মানুষগুলি রাতের বেলায় ফুটপাতে রাত না কাটান তার জন্য কলকাতা পুলিশ সচেষ্ট পদক্ষেপ গ্রহণ করবে। মন্ত্রী কলকাতা পুলিশকে নির্দেশ দিয়েছেন, পুলিশের তরফ থেকে যদি কাউকে ফুটপাতে রাত কাটাতে দেখতে পান তাহলে তাদের সঙ্গে সঙ্গে এই সকল নাইট শেল্টারগুলিতে আনার ব্যবস্থা যেন করা হয়। কেননা রাতে রাস্তায় থাকলে বিপদ বাড়বে।