Isha Ambani: বাজারে আসছে ঈশা আম্বানির নতুন জুয়েলারি ব্র্যান্ড, টেক্কা দেবে তানিষ্ককে

Prosun Kanti Das

Published on:

Advertisements

Isha Ambani: বাজারে আসছে ঈশা আম্বানির নতুন জুয়েলারি ব্র্যান্ড, টেক্কা দেবে তানিষ্ককে। ভারতীয় ধনকুবেরদের তালিকায় রয়েছে মুকেশ আম্বানির নাম। একটা সময় ধীরুভাই আম্বানি চালু করেছিলেন রিলায়েন্স ইন্ডাস্ট্রিস সংস্থাটি। এরপর তিনি তার সন্তানদের কাছে ভাগ করে দেন ব্যবসার সমস্ত দায়ভার। মুকেশ আম্বানি এবং অনিল আম্বানি নিজের মতন করে চেষ্টা করেছেন নিজেদের ব্যবসাকে দাঁড় করাতে। অনিল আম্বানি প্রথম জীবনে ব্যাপক সফলতা পেয়েছিলেন কিন্তু তিনি সেই সফলতা ধরে রাখতে পারেনি অন্যদিকে মুকেশ আম্বানি আজও সফলতার শীর্ষে বসে আছেন। এখন আর ব্যবসা শুধু দুই ভাইয়ের কাঁধে নেই। সেখানে যুক্ত হয়েছে তাদের সন্তানরা রিলায়েন্সের ছায়ায় ইশা আম্বানি (Isha Ambani) নিয়ে আসতে চলেছে নতুন একটি ব্র্যান্ড।

Advertisements

মুকেশ আম্বানি রিলায়েন্সের যাবতীয় দায়িত্ব তুলে দিয়েছেন তার তিন সন্তান অনন্ত, আকাশ এবং ইশা আম্বানির (Isha Ambani) হাতে। রিলায়েন্সের একাধিক কাজ তারা সামলাচ্ছেন নিজেদের মতো করে। এই পরিস্থিতিতে মুকেশ আম্বানি একমাত্র কন্যা নিতে চলেছে একটি বড় পদক্ষেপ। বাজারে নিয়ে আসতে চলেছে নতুন একটি জুয়েলারি ব্র্যান্ড। নতুন এই ব্র্যান্ডটি টক্কর দিতে পারে সরাসরি টাটা সংস্থাটিকে। তানিষ্ককে চ্যালেঞ্জের মুখে ফেলে দিচ্ছে ইশা আম্বানির নতুন ব্র্যান্ড।

Advertisements

এই মুহূর্তে ভারতের সবথেকে দামি সংস্থা হিসেবে পরিচিত রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ। এই সংস্থাটির মার্কেট ক্যাপের পরিমাণ রয়েছে ১০ লক্ষ কোটি টাকারও বেশি। প্রায় সর্বক্ষেত্রে ব্যবসা ছড়িয়ে রয়েছে রিলায়েন্সের। পেট্রোকেমিক্যাল থেকে শুরু করে টেলিকম, রিটেল আরো একাধিক ক্ষেত্রে ছড়িয়ে রয়েছে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের ব্যবসা। ঈশা আম্বানি (Isha Ambani) আপাতত রিলায়েন্সের রিটেল সেকশনর দায়িত্বভার সামলাচ্ছেন। কিন্তু এবার জামা কাপড় ছাড়িয়ে গয়নার দুনিয়ায় পা রাখবে এই ব্যবসা।

Advertisements

আরো পড়ুন: আগামী বছর বাড়তে পারে ভারতের অর্থনৈতিক বৃদ্ধির হার, আশার আলো দেখালো বিশ্ব ব্যাঙ্ক

রিলায়েন্স জুয়েল নামে রিলায়েন্সের একটি গয়নার ভান্ডার আগে থেকেই ছিল। এই সেকশনটিও বেশ ভালো রকম ব্যবসা দিয়েছে রিলায়েন্সকে। কিন্তু এবার এটিকে আরও বড় আকারে প্রকাশ করতে চলেছে ঈশা আম্বানি (Isha Ambani)। বিলাসবহুল কিউরেটের ডিজাইন ভিত্তিক কালেকশন নিয়ে হাজির হবে রিলায়েন্স। এই নতুন আধুনিক কালেকশনগুলি। সব থেকে আকর্ষণীয় বিষয় হলো গয়নাগুলিকে নিজের পচ্ছন্দমতো ডিজাইন তৈরি করাতে পারবেন আপনারা। আপনাদের দেওয়া ডিজাইন অনুযায়ী তৈরি করে দেওয়া হবে গয়না। তাছাড়া ট্রেডিশনাল গয়নার কালেকশন তো থাকছেই।

টাটা কোম্পানির অন্তর্গত ক্যারেটলেন পড়তে পারে চ্যালেঞ্জের মুখে। ২০০৮ সালে এই ব্র্যান্ডটির প্রধান সেগমেন্ট হিসেবে তৈরি হয়েছিল টাইটান। যা টাটার অন্তর্গত। দেশজুড়ে শুধুমাত্র এই ব্রান্ডটির শোরুম রয়েছে ২৭০ টিরও বেশি। এছাড়া গয়নার জগতে অন্যতম নাম তানিষ্ক। প্রত্যেকটি ব্র্যান্ডই প্রতিযোগিতার মুখে পড়তে চলেছে ইশা আম্বানির (Isha Ambani) নতুন ব্র্যান্ডের কাছে। এমনটাই মনে করছে বিশেষজ্ঞরা। আসার আগেই যে ব্র্যান্ডকে নিয়ে এত চর্চা হচ্ছে, বাজারে এলে সেই ব্যান্ড কিভাবে ছড়িয়ে যাবে তা হয়তো কিছুটা হলেও আন্দাজ করতে পারছি আমরা সবাই।

Advertisements