মাসের শুরুতেই দাম কমলো রান্নার গ্যাসের, দেখে নিন সিলিন্ডার প্রতি দাম

নিজস্ব প্রতিবেদন : রান্নার গ্যাস (Cooking Gas LPG) এখন দেশের নাগরিকদের কাছে অন্যতম গুরুত্বপূর্ণ জিনিস হয়ে দাঁড়িয়েছে। তবে দিন দিন রান্নার গ্যাসের দাম বৃদ্ধি পাওয়ার ফলে দেশের অধিকাংশ নাগরিকরাই অসুবিধার সম্মুখীন হচ্ছেন। গত মাসের শুরুতেই বিপুল পরিমাণে রান্নার গ্যাসের দাম বৃদ্ধি পায়। আর রান্নার গ্যাসের দাম বৃদ্ধি পাওয়ার ফলে অস্বস্তি বাড়ে নিম্ন মধ্যবিত্ত থেকে মধ্যবিত্তদের।

প্রতিমাসের শুরুতেই রান্নার গ্যাসের দাম নির্ধারণ করে থাকে রান্নার গ্যাস সরবরাহকারী সংস্থাগুলি। সেইমতো মার্চ মাস শেষ হওয়ার পর এপ্রিল মাসের শুরুতেই রান্নার গ্যাসের দাম নিয়ে নতুন সিদ্ধান্ত নেওয়া হল সংস্থাগুলির তরফ থেকে। তবে এপ্রিল মাসের শুরুতে স্বস্তির খবর এটাই যে, রান্নার গ্যাসের দাম সিলিন্ডার প্রতি ৯২ টাকা কমল।

যদিও রান্নার গ্যাসের দাম কমানোর এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে কেবলমাত্র ১৯ কেজি ওজনের সিলিন্ডারের ওপর অর্থাৎ বাণিজ্যিক রান্নার গ্যাস সিলিন্ডারের উপর। গত মাসে ১৪.২ কেজি ওজনের রান্নার গ্যাস সিলিন্ডারের দাম ৫০ টাকা বৃদ্ধি করা হয়েছিল। এপ্রিল মাসে ১৪.২ কেজি ওজনের রান্নার গ্যাসের দাম এখনো পর্যন্ত অপরিবর্তিত রয়েছে।

অন্যদিকে মার্চ মাসে ১৯ কেজি ওজনের রান্নার গ্যাস সিলিন্ডারের দাম ৩৫০ টাকা বৃদ্ধি করা হয়েছিল। তবে এপ্রিল মাসে ৯২ টাকা দাম কমানো হলো। বাণিজ্যিক রান্নার গ্যাসের সিলিন্ডার প্রতি দাম কমার পর কলকাতায় এখন খরচ হবে সিলিন্ডার প্রতি ২১৩২ টাকা। দিল্লিতে খরচ হবে ২০২৮ টাকা, মুম্বাইয়ে ১৯৮০ টাকা এবং চেন্নাইয়ে ২১৯২.৫০ টাকা।

অন্যদিকে ১৪.২ কেজি ওজনের রান্নার গ্যাস সিলিন্ডারের ক্ষেত্রে ২০০ টাকা করে ভর্তুকি দেওয়ার যে ঘোষণা করা হয়েছিল তার মেয়াদ বৃদ্ধি করা হয়েছে কেন্দ্রের তরফ থেকে। উজ্জ্বলা যোজনা প্রকল্পের আওতায় যাদের কানেকশন রয়েছে তারা আরও এক বছর এই ভর্তুকির সুযোগ পাবেন।